বৃহস্পতিবার ০৯ জানুয়ারী ২০২৫
সম্পূর্ণ খবর
Sumit | ২৫ এপ্রিল ২০২৪ ১২ : ৪৫Sumit Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: খালিস্তানিদের পোস্টার বয় অমৃতপাল সিং নাকি এবার লোকসভা ভোটে লড়বেন। বর্তমানে তিনি অসমের জেলে বন্দি রয়েছেন। তবে পাঞ্জাবের খাদুর সাহিব আসন থেকে একজন নির্দল প্রার্থী হিসাবে তিনি লড়বেন। দাবি করলেন তাঁর আইনজীবী। যদিও তাঁর বাবা তারসেম সিং জানিয়েছেন, ভোটে দাঁড়ানোর বিষয়টি নিয়ে তিনি কিছু জানেন না। অমৃতপাল ভোটে দাঁড়ানোর বিষয়ে অনীহা প্রকাশ করেছিলেন। তবে যদি অমৃতপাল সিং ভোটে দাঁড়ান তবে সেই বিষয়টি তিনি সমর্থন করবেন বলে জানিয়েছেন। তবে অমৃতপালের আইনজীবী রাজদেব খালসা জানিয়েছেন, খালিস্তানি নেতা ভোটে লড়ার বিষয়ে সম্মতি দিয়েছেন। গত বছর জাতীয় সুরক্ষা আইনে গ্রেপ্তার হন খালিস্তানি নেতা অমৃতপাল।