শনিবার ২৮ ডিসেম্বর ২০২৪

সম্পূর্ণ খবর

TheArcArt

লোকসভা নির্বাচন ২০২৪ | RAJNATH : সন্দেশখালির ঘটনা মানবতার জন্য লজ্জা: রাজনাথ

Sumit | ২১ এপ্রিল ২০২৪ ১৪ : ০৮Sumit Chakraborty


আজকাল ওয়েবডেস্ক:  জলঙ্গিতে লোকসভা ভোটের প্রচারে এসে ফের একবার সন্দেশখালির প্রসঙ্গ উঠে এল কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের গলায়। তিনি বলেন, সন্দেশখালির ঘটনা মানবতার জন্য লজ্জা। গোটা বাংলা জুড়ে অরাজকতার পরিবেশ তৈরি হয়েছে। বাংলায় আইন-শৃঙ্খলা বলে কিছু নেই। সারা দেশে পশ্চিমবঙ্গ অপরাধের জন্য পরিচিত।
রাজনাথ সিং এদিন সরাসরি আক্রমণ করেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জিকে। তিনি বলেন, মমতাদি খাদি পরেন, আড়ালে লুঠ চলছে। মমতাদি কেন মানুষের দুঃখ উপলব্ধি করেন না ?  মমতার মনের মমতা কোথায় গেল ?
তৃণমূল সরকারের দুর্নীতির বিরুদ্ধেও এদিন সরব ছিলেন রাজনাথ সিং। তিনি বলেন, সাম্প্রদায়িকতার জন্য নাম উঠে আসছে বাংলার। এখানে সর্বত্র দুর্নীতি চলছে। তৃণমূলের জন্য বাংলায় গরিবরা সাহায্য পাচ্ছে না। বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্প বাংলায় করতে দিচ্ছে না তৃণমূল সরকার। কেন্দ্র থেকে পাঠানো অর্থ সঠিকভাবে ব্যবহার করছে না রাজ্য।  
এদিন ক্যা নিয়েও সরব হলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। তিনি বলেন, মমতার যাওয়ার সময় এসে গিয়েছে। বিজেপি আসছে। ক্যা হবেই। কেউ রুখতে পারবে না। 




বিশেষ খবর

নানান খবর

নানান খবর





রবিবার অনলাইন

সোশ্যাল মিডিয়া



04 24