সোমবার ১৮ নভেম্বর ২০২৪
সম্পূর্ণ খবর
Sumit | ১৯ এপ্রিল ২০২৪ ১৪ : ০০Sumit Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: শুক্রবার গান্ধীনগর থেকে মনোনয়ন জমা দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। একজন বুথ কর্মী থেকে শুরু করে সংসদের সদস্য এখান থেকেই যাত্রা শুরু হয়েছিল অমিত শাহের। এদিন মনোনয়ন জমা দেওয়ার পর নিজের অতীত জীবনের স্মৃতির কথা তুলে ধরলেন অমিত শাহ। তিনি বলেন, এই আসনটি এল কে আডবানি এবং অটল বিহারী বাজপেয়ী জিতেছিলেন। তার সৌভাগ্য তিনি এই আসনে নিজের মনোনয়ন জমা দিলেন। প্রসঙ্গত, অমিত শাহ গান্ধীনগর থেকে বিধায়ক নির্বাচিত হন এরপর এখান থেকেই তিনি সাংসদ হয়েছেন। এদিন দুপুর ১২ টা ৩৯ মিনিটে গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেলকে সঙ্গে নিয়ে তিনি মনোনয়ন জমা দেন। এদিন মনোনয়ন জমা দেওয়ার পর তিনি বলেন, গান্ধীনগরের উন্নয়নের জন্য তিনি বিগত ৫ বছরে ২২ হাজার কোটি টাকা বরাদ্দ করেছেন। এই কেন্দ্রে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি একজন ভোটার হিসাবে ভোট দেবেন। গুজরাটের মানসা গ্রাম থেকে অমিত শাহের উত্থান। যুব বয়স থেকেই তিনি আরএসএস-এর সক্রিয় সদস্য ছিলেন। এরপর নিজের চেষ্টায় তিনি ১৯৮৪-৮৫ সালে তিনি বিজেপিতে যোগদান করেন। দক্ষ সংগঠন হিসাবে বরাবরই সকলের নজর কেড়েছিলেন অমিত শাহ। তাই একের পর দায়িত্ব দিলেও তাকে সামলাতে বেশি বেগ পেতে হয়নি তাঁকে।