শুক্রবার ২২ নভেম্বর ২০২৪
সম্পূর্ণ খবর
Sampurna Chakraborty | ১৭ এপ্রিল ২০২৪ ০০ : ২৪Sampurna Chakraborty
সম্পূর্ণা চক্রবর্তী: "জস দ্য বস।" বলিউডের বাদশাকে সাক্ষী রেখে ইডেনের নতুন "বাদশা" জস বাটলার। অবিশ্বাস্য ইনিংস। ম্যাচ উইনিং শতরান। নারিনের মঞ্চে নায়ক বাটলার। মঙ্গলবার ইংল্যান্ডের তারকার ব্যাটে ভর করে ২ উইকেটে কেকেআরকে হারাল রাজস্থান রয়্যালস। আইপিএলের ইতিহাসে অন্যতম সেরা ইনিংসের মধ্যে নিঃসন্দেহে স্থান পাবে এই ইনিংস। একাই জেতালেন দলকে। ৫৫ বলে শতরান। ৬০ বলে ১০৭ রানে অপরাজিত। বাদশাহী ইনিংসে ৬টি ছয়, ৯টি চার। বাটলারের ম্যাচ জয়ী শতরান দেখে হাততালি না দিয়ে পারলেন না শাহরুখ খান। আইপিএলের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড রাজস্থান রয়্যালসের। শেষ ওভারে প্রয়োজন ছিল ৯ রান। বরুণ চক্রবর্তীর প্রথম বলে ছক্কা হাঁকান বাটলার। পরের তিন বলে কোনও রান নেননি। কতটা আত্মবিশ্বাসী হলে এটা করতে পারেন। পঞ্চম বলে দু"রান। শেষ বলে জয়সূচক রান। সাত ম্যাচের মধ্যে হাফ ডজন জয় নিয়ে একনম্বর স্থান দখলে রাখল রাজস্থান। ম্যাচের ট্র্যাজিক নায়ক সুনীল নারিন। দাম পেল না তাঁর ১০৯ রান। চলতি আইপিএলে তিন ম্যাচের মধ্যে ইডেনে প্রথম হার নাইটদের। মোট দ্বিতীয়।
প্রথম পর্বের ইডেন নারিনময়। ক্যারিবিয়ান অলরাউন্ডারের শতরানে ঘরের মাঠে তৃতীয় জয়ের কাছাকাছি পৌঁছে গিয়েছিল কেকেআরের। শীর্ষে ওঠার হাতছানি ছিল কেকেআর। মঙ্গল রাতের মায়াবী ইডেনে একদিকে একের পর এক কিং খানের হিট নাম্বার, অন্যদিকে বাইশ গজে তার তালে তালে চার, ছয়ের বন্যা। এক দশক কাটিয়ে ফেলেছেন নাইটদের সংসারে। ২০১২ আইপিএলে কেকেআরে যোগ দেন। বল হাতে একাধিক ম্যাচ জিতিয়েছেন। ব্যাট হাতে এই প্রথম জেতাতে পারতেন। কিন্তু নাইটদের পার্টি নষ্ট করেন বাটলার। উল্লেখযোগ্য বিষয় হল, আইপিএলের ১৭তম সংস্করণে ইডেনে প্রথম শতরান কোনও নাইটের। প্রথমে ব্যাট করে নির্ধারিত ওভারে ৬ উইকেট হারিয়ে ২২৩ রান তোলে নাইটরা। জবাবে ৮ উইকেটের বিনিময়ে শেষ বলে লক্ষ্যে পৌঁছে যায় রাজস্থান। ছয় ম্যাচে দ্বিতীয় হার শ্রেয়স আইয়াদের। নাইটদের জেতা ম্যাচ ছিনিয়ে নিলেন বাটলার।
টসে জিতে এদিন নাইটদের ব্যাট করতে পাঠান সঞ্জু। বুমেরাং হয়ে ফেরে। সৌজন্য সুনীল নারিন। চলতি আইপিএলে দারুণ ছন্দে আছেন। এদিন আরও একটি বিধ্বংসী ইনিংস দেখল ইডেন। কোটিপতি লিগে তাঁর সর্বোচ্চ রান। এর আগে দিল্লি ক্যাপিটলসের বিরুদ্ধে ৮৫ রান করেছিলেন। এদিন প্রথম শতরান তুলে নেন। ৪৯ বলে একশোয় পৌঁছে যান। ইডেনে এই প্রথম শতরান কেকেআরের। মোট তৃতীয়। এর আগে সেঞ্চুরি করার নজির রয়েছে ব্রেন্ডন ম্যাকালাম এবং ভেঙ্কটেশ আইয়ারের। সেই তালিকায় নতুন সংযোজন নারিন। তিনি ছাড়া বাকিরা ব্যর্থ। দ্বিতীয় সর্বোচ্চ রান অঙ্গকৃষ রঘুবংশীর। ৩০ করেন তরুণ ব্যাটার। নারিনের সঙ্গে জুটি বেঁধে দ্বিতীয় উইকেটে ৮৫ রান যোগ করেন। শেষদিকে ৯ বলে গুরুত্বপূর্ণ ২০ রান যোগ করেন রিঙ্কু সিং।
জবাবে ব্যাট করতে নেমে জস বাটলার ছাড়া সবাই ব্যর্থ। ৪৭ রানে ২ উইকেট হারায় রাজস্থান। ফের ব্যর্থ যশস্বী জয়েসওয়াল (১৯), সঞ্জু স্যামসন (১২)। বাটলারকে কিছুটা সঙ্গ দেওয়ার চেষ্টা করেন ছন্দে থাকা রিয়ান পরাগ। ২টি ছয়, ৪টি চারের সাহায্যে ১৪ বলে ৩৪ রান করে ফেরেন। বাকিরা শুধু এলেন এবং গেলেন। কিন্তু ওপেন করতে নেমে আবার বিধ্বংসী মেজাজে ধরা দিলেন বাটলার। শুধু তাই নয়, দায়িত্বশীল ইনিংস। শেষ বলে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন। ইডেনে ২২৩ রান তাড়া করে জেতা সহজ নয়। সেই অসাধ্য সাধন করলেন বাটলার। আরসিবির পর কেকেআর। চলতি আইপিএলে দ্বিতীয় শতরান। আইপিএলের ইতিহাসে মোট সাত। তবে শেষদিকে ১৩ বলে রোভমান পাওয়েলের ২৬ রান কিছুটা সুবিধা করে দেয় রাজস্থানকে। ব্যাট হাতে শতরানের পর জোড়া উইকেট নেন ক্যারিবিয়ান অলরাউন্ডার। কিন্তু নারিন নাইট ভেস্তে দিলেন বাটলার। আগের ম্যাচে ৩ উইকেট নেওয়ার পর আবার ব্যর্থ মিচেল স্টার্ক। কেকেআরের চিন্তা বাড়িয়ে দিলেন অস্ট্রেলীয় তারকা। ঘরের মাঠে প্রথম হারে হতাশ শাহরুখ খান।
ছবি: অভিষেক চক্রবর্তী
বিশেষ খবর
নানান খবর
নানান খবর
পারথে লড়াই বোলারে বোলারে, ভারতীয় বোলিংয়ের সামনে কাবু অস্ট্রেলিয়া, একদিনে পড়ল ১৭ উইকেট...
ধ্বংসলীলা চালাচ্ছেন ভারতীয় বোলাররা, পারথে কম রানেই অস্ট্রেলিয়াকে চাপে ফেলল ভারত...
সেদিনের বন্দনাই আজকের বনি, চাকরি হারিয়ে সমাজের কাছে দু' মুঠো ভাত চাইছেন একসময়ের তারকা ফুটবলার...
‘নিলামে কোথায় যাচ্ছ?’,ব্যাটিংয়ের মাঝেই পন্থকে লক্ষ্য করে চলল স্লেজিং, ভাইরাল ভিডিও...
পার্থ–এর মাটিতে লজ্জায় মাথা হেঁট ভারতের, ১৫০ রানে গুটিয়ে গেল ইনিংস...
চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে ভারতের ওপর চাপ বাড়াচ্ছে পাকিস্তান...
আবির্ভাবেই রেকর্ড, চ্যাম্পিয়ন হয়ে কলকাতা লিগের প্রিমিয়ার ডিভিশনে ইউনাইটেড কলকাতা স্পোর্টস ক্লাব...
আবির্ভাবেই রেকর্ড, চ্যাম্পিয়ন হয়ে কলকাতা লিগের প্রিমিয়ার ডিভিশনে ইউনাইটেড কলকাতা স্পোর্টস ক্লাব...
কলকাতা ফুটবলের আকাশে নতুন নাম ইউকেএসসি
এই আম্পায়ার মাঠে থাকলেই কপাল খারাপ ভারতের! প্রকাশ্যে পারথ টেস্টের আম্পায়ার এবং ধারাভাষ্যকারদের তালিকা...
পারথে অগ্নিপরীক্ষা, কপিলের উদাহরণ দিয়ে বুমরাকে তাতালেন বিশ্বজয়ী দলের সদস্য...
মুম্বই-আহমেদাবাদ নয়, ২০৩৬ অলিম্পিকের ভেন্যু হওয়ার দৌড়ে এগিয়ে এই দুই শহর ...
ভারতীয় ক্রিকেটের ব্যাড বয়ের জন্য নিলামে ঝাঁপাতে পারে একাধিক দল, ২০ কোটিতে বিকোতে পারেন তারকা ...
কেরিয়ার প্রায় শেষ করে দিয়েছিলেন রিঙ্কু, সেই যশকেই পাঠানো হল পারথে, কিন্তু কেন? ...
টেনশনের ম্যাচে চীনকে হারাল ভারত, তৃতীয়বার এশিয়াসেরা ভারতের মেয়েরা ...