মঙ্গলবার ০৭ জানুয়ারী ২০২৫

সম্পূর্ণ খবর

খেলা | KKR-RR: অবিশ্বাস্য শতরান, নারিনের মঞ্চে নতুন 'বাদশা' বাটলার

Sampurna Chakraborty | ১৭ এপ্রিল ২০২৪ ০০ : ২৪Sampurna Chakraborty


সম্পূর্ণা চক্রবর্তী: "জস দ্য বস।" বলিউডের বাদশাকে সাক্ষী রেখে ইডেনের নতুন "বাদশা" জস বাটলার। অবিশ্বাস্য ইনিংস। ম্যাচ উইনিং শতরান। নারিনের মঞ্চে নায়ক বাটলার। মঙ্গলবার ইংল্যান্ডের তারকার ব্যাটে ভর করে ২ উইকেটে কেকেআরকে হারাল রাজস্থান রয়্যালস। আইপিএলের ইতিহাসে অন্যতম সেরা ইনিংসের মধ্যে নিঃসন্দেহে স্থান পাবে এই ইনিংস। একাই জেতালেন দলকে। ৫৫ বলে শতরান। ৬০ বলে ১০৭ রানে অপরাজিত। বাদশাহী ইনিংসে ৬টি ছয়, ৯টি চার। বাটলারের ম্যাচ জয়ী শতরান দেখে হাততালি না দিয়ে পারলেন না শাহরুখ খান। আইপিএলের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড রাজস্থান রয়্যালসের। শেষ ওভারে প্রয়োজন ছিল ৯ রান। বরুণ চক্রবর্তীর প্রথম বলে ছক্কা হাঁকান বাটলার। পরের তিন বলে কোনও রান নেননি। কতটা আত্মবিশ্বাসী হলে এটা করতে পারেন। পঞ্চম বলে দু"রান। শেষ বলে জয়সূচক রান। সাত ম্যাচের মধ্যে হাফ ডজন জয় নিয়ে একনম্বর স্থান দখলে রাখল রাজস্থান। ম্যাচের ট্র্যাজিক নায়ক সুনীল নারিন। দাম পেল না তাঁর ১০৯ রান। চলতি আইপিএলে তিন ম্যাচের মধ্যে ইডেনে প্রথম হার নাইটদের। মোট দ্বিতীয়। 

প্রথম পর্বের ইডেন নারিনময়।‌ ক্যারিবিয়ান অলরাউন্ডারের শতরানে ঘরের মাঠে তৃতীয় জয়ের কাছাকাছি পৌঁছে গিয়েছিল কেকেআরের। শীর্ষে ওঠার হাতছানি ছিল কেকেআর। মঙ্গল রাতের মায়াবী ইডেনে একদিকে একের পর এক কিং খানের হিট নাম্বার,‌ অন্যদিকে বাইশ গজে তার তালে তালে চার, ছয়ের বন্যা। এক দশক কাটিয়ে ফেলেছেন নাইটদের সংসারে। ২০১২ আইপিএলে কেকেআরে যোগ দেন। বল হাতে একাধিক ম্যাচ জিতিয়েছেন। ব্যাট হাতে এই প্রথম জেতাতে পারতেন। কিন্তু নাইটদের পার্টি নষ্ট করেন বাটলার। উল্লেখযোগ্য বিষয় হল, আইপিএলের ১৭তম সংস্করণে ইডেনে প্রথম শতরান কোনও নাইটের। প্রথমে ব্যাট করে নির্ধারিত ওভারে ৬ উইকেট হারিয়ে ২২৩ রান তোলে নাইটরা। জবাবে ৮ উইকেটের বিনিময়ে শেষ বলে লক্ষ্যে পৌঁছে যায় রাজস্থান। ছয় ম্যাচে দ্বিতীয় হার শ্রেয়স আইয়াদের। নাইটদের জেতা ম্যাচ ছিনিয়ে নিলেন বাটলার। 

টসে জিতে এদিন নাইটদের ব্যাট করতে পাঠান সঞ্জু। বুমেরাং হয়ে ফেরে। সৌজন্য সুনীল নারিন। চলতি আইপিএলে দারুণ ছন্দে আছেন। এদিন আরও একটি বিধ্বংসী ইনিংস দেখল ইডেন। কোটিপতি লিগে তাঁর সর্বোচ্চ রান। এর আগে দিল্লি ক্যাপিটলসের বিরুদ্ধে ৮৫ রান করেছিলেন। এদিন প্রথম শতরান তুলে নেন। ৪৯ বলে একশোয় পৌঁছে যান। ইডেনে এই প্রথম শতরান কেকেআরের। মোট তৃতীয়। এর আগে সেঞ্চুরি করার নজির রয়েছে ব্রেন্ডন ম্যাকালাম এবং ভেঙ্কটেশ আইয়ারের। সেই তালিকায় নতুন সংযোজন নারিন। তিনি ছাড়া বাকিরা ব্যর্থ। দ্বিতীয় সর্বোচ্চ রান অঙ্গকৃষ রঘুবংশীর। ৩০ করেন তরুণ ব্যাটার। নারিনের সঙ্গে জুটি বেঁধে দ্বিতীয় উইকেটে ৮৫ রান যোগ করেন। শেষদিকে ৯ বলে গুরুত্বপূর্ণ ২০ রান যোগ করেন রিঙ্কু সিং।

জবাবে ব্যাট করতে নেমে জস বাটলার ছাড়া সবাই ব্যর্থ। ৪৭ রানে ২ উইকেট হারায় রাজস্থান। ফের ব্যর্থ যশস্বী জয়েসওয়াল (১৯), সঞ্জু স্যামসন (১২)। বাটলারকে কিছুটা সঙ্গ দেওয়ার চেষ্টা করেন ছন্দে থাকা রিয়ান পরাগ। ২টি ছয়, ৪টি চারের সাহায্যে ১৪ বলে ৩৪ রান করে ফেরেন। বাকিরা শুধু এলেন এবং গেলেন। কিন্তু ওপেন করতে নেমে আবার বিধ্বংসী মেজাজে ধরা দিলেন বাটলার। শুধু তাই নয়, দায়িত্বশীল ইনিংস। শেষ বলে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন। ইডেনে ২২৩ রান তাড়া করে জেতা সহজ নয়। সেই অসাধ্য সাধন করলেন বাটলার। আরসিবির পর কেকেআর। চলতি আইপিএলে দ্বিতীয় শতরান। আইপিএলের ইতিহাসে মোট সাত। তবে শেষদিকে ১৩ বলে রোভমান পাওয়েলের ২৬ রান কিছুটা সুবিধা করে দেয় রাজস্থানকে। ব্যাট হাতে শতরানের পর জোড়া উইকেট নেন ক্যারিবিয়ান অলরাউন্ডার। কিন্তু নারিন নাইট ভেস্তে দিলেন বাটলার। আগের ম্যাচে ৩ উইকেট নেওয়ার পর আবার ব্যর্থ মিচেল স্টার্ক। কেকেআরের চিন্তা বাড়িয়ে দিলেন অস্ট্রেলীয় তারকা। ঘরের মাঠে প্রথম হারে হতাশ শাহরুখ খান। 

ছবি: অভিষেক চক্রবর্তী




বিশেষ খবর

নানান খবর

কী কী উপসর্গ দেখলে সতর্ক হবেন? #hmpvindia #HMPV #aajkaalonline #symptoms

নানান খবর

বর্ডার-গাভাসকর ট্রফিতে দর্শক সংখ্যা দেখে চক্ষু চড়কগাছ দুই প্রাক্তন তারকার...

দল নিয়ে পরীক্ষানিরীক্ষা চলছে, মুম্বইয়ের কাছে হারের পর বার্তা অস্কারের...

গাছে উঠে আত্মহত্যার চেষ্টা, সুয়ারেজের বুদ্ধিমত্তায় বাঁচল একটা জীবন ...

বছর শুরুতেই হোঁচট, ডার্বির আগে ঘরের মাঠে লড়াই করে হার ইস্টবেঙ্গলের...

বছর শুরুতেই হোঁচট, ডার্বির আগে ঘরের মাঠে লড়াই করে হার ইস্টবেঙ্গলের...

'১৭০-১৮০ রান করে ম্যাচ জেতা যায় না', সিডনিতে ভারতের হতশ্রী হার দেখে বলছেন সৌরভ...

'মানছি ভুল হয়েছে', বিজিটির পুরস্কার বিতরণে গাভাসকারকে না ডাকায় এবার ক্ষমা চাইল ক্রিকেট অস্ট্রেলিয়া...

ভারতও বিজিটি হারল, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অভিষেক করা এই ভারতীয় ক্রিকেটার অবসর নিলেন একই দিনে...

'জাতীয় দলে জায়গা তো এমনিই হবে', বিজিটিতে হারের পর নির্বাচকদের একহাত নিলেন গাভাসকার...

ভারত-অস্ট্রেলিয়া সিরিজ ভাঙল একশো বছরের পুরনো রেকর্ড, জেনে নিন ...

যত কাণ্ড কেপটাউনে, জ্যানসেনের নো বলে ফিরল আমিরের স্পট ফিক্সিং কাণ্ডের ভূত...

সন্তোষ জয়ী বাংলা দলকে সংবর্ধনা চেতলা অগ্রণীর, ঘোড়ার গাড়িতে চেপে রাজপথে ঘুরলেন রবি হাঁসদারা ...

'অজিদের প্যান্ট খুলে দিয়েছে', সিডনিতে পন্থের দাপট দেখে কামিন্সদের খোঁচা বিশ্বজয়ী তারকার ...

ভারত-পাকিস্তান টেস্ট যুদ্ধের ভেন্যু স্থির করে দিলেন ভন, কোন দেশের কথা বললেন প্রাক্তন ক্রিকেটার? ...

কলকাতায় হচ্ছে না, গুয়াহাটিতে হতে পারে আইএসএলের ফিরতি ডার্বি...



সোশ্যাল মিডিয়া



04 24