সোমবার ২৫ নভেম্বর ২০২৪
সম্পূর্ণ খবর
উপালি মুখোপাধ্যায় | | Editor: শ্যামশ্রী সাহা ০৩ নভেম্বর ২০২৩ ১৩ : ০০
শুক্রবার সকালে আচমকা চলে গেলেন গৌতম হালদার। খবরটা শুনে স্তব্ধ লীনা গঙ্গোপাধ্যায়। প্রবীণ পরিচালকের বাংলা ছবি ‘ভাল থেকো’র কাহিনিকার তিনি। পুজোয় লীনা বাবাকে হারিয়েছেন। আজকাল ডট ইনকে কাহিনি-চিত্রনাট্যকার জানিয়েছেন, সেই শোক সামলে ওঠার আগেই নতুন শোক। তাঁর কথায়, ‘‘পরশু দিনই কথা হল। বাবা চলে গিয়েছেন। ফোনে আমায় স্বান্তনা দিলেন। বললেন, খুব খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছ। আমি জানি, তুমি সামলে উঠবে। একদিন সময় বের করো। এসো, অনেক কথা হবে। তুমি না পারলে জানিও, আমি যাব।’’ সেই দিনটা আর এল না। তার আগেই বিনা প্রস্তুতিতে বিদায় নিলেন তিনি। লীনার চারপাশ খুব ফাঁকা লাগছে।
লীনা তখনও কাহিনি-চিত্রনাট্যকার নন। তখন থেকে তিনি গৌতমবাবুকে চেনেন। অগাধ পাণ্ডিত্য। ভীষণ অমায়িক, আড্ডাবাজ। নানা বিষয় নিয়ে অনর্গল কথা বলে যেতে পারতেন। তাঁর কথায়, ‘‘আরও দুটো বিশেষ গুণ তাঁর আছে। খুব কম মানুষ জানেন। এক, গৌতমদা ভীষণ ভাল গাইতে পারতেন। রবীন্দ্রসঙ্গীত ওঁর কণ্ঠে আলাদা মাত্রা পেত। গৌতমদার উদাত্ত কণ্ঠে গাওয়া রবীন্দ্রসঙ্গীত অনুষ্ঠানে আলাদা মাত্রা যোগ করত। দুই, দুর্দান্ত রাঁধতে পারতেন তিনি। আমি মাংস খাই না। শুনেছি, ওঁর হাতের রান্না করা মাংস নাকি একবার খেলে ভোলা সম্ভব নয়। চিংড়ি দিয়ে দুর্দান্ত একটা পদ বানাতেন। শুধু কলকাতায় নয়, মু্ম্বইয়ে ছবির পোস্ট প্রোডাকশনের কাজ করতে গিয়েও হাতা-খুন্তি ধরতেন। ওঁর একটা দল ছিল। তাঁদের নিয়ে নিজেই বাজার করতে যেতেন। পরশু যখন ফোন করেছিলেন, তখনও খাওয়াদাওয়ার আমন্ত্রণ জানিয়েছিলেন। ওঁর আতিথেয়তার জুড়ি নেই।’’
বরাবর ভাল ছবির পরিচালক হিসেবে পরিচিতি ছিল তাঁর। গৌতম হালদারের ছবি তৈরির সংখ্যা তাই যেন তুলনায় কম। সংখ্যাটা বাড়লে বাংলা বিনোদন দুনিয়া আরও সমৃদ্ধ হত? প্রশ্ন রাখতেই লীনার উত্তর, ‘‘অবশ্যই হত। কিন্তু ছবি তৈরির পিছনে অনেক লড়াই থাকে। হয়তো তিনি সেটা করে উঠতে পারতেন না। তাই হয়তো সংখ্যাটা কম। আবার চাইলেই যে ছবি বানিয়ে ফেলা যায় তাও না। এটাও কিন্তু একটা কারণ। তবে ওঁর কিন্তু আরও ছবি পরিচালনার ইচ্ছে ছিল।’’ এই নিয়ে তিনি আলোচনাও করতেন লীনার সঙ্গে। যদিও মাঝে অনেক বছর দু’জনের যোগাযোগ ছিল না। কাহিনি-চিত্রনাট্যকারের মতে, হয়তো চলে যাবেন বলেই করোনাকালে আবার যোগাযোগ হয় তাঁদের।
ছোটপর্দার কাজ নিয়ে কোনও দিন আলোচনা হয়েছে? লীনার দাবি, ‘‘ছোটপর্দা নিয়ে আলাদা করে কোনও দিন আলোচনা হয়নি। তবে কথায় কথায় জানিয়েছিলেন, সংস্কৃতির বিভিন্ন আঙিনায় আমার সাফল্যে গৌতমদা গর্ব বোধ করতেন। দাদা আমায় শুরুরও আগে থেকে দেখেছেন।’’ গৌতম হালদারের জীবনের অনেকগুলো স্তর। ছবি পরিচালনার আগে তিনি নাটকের সঙ্গে যুক্ত ছিলেন। খুব ভাল স্যুভেনির বানাতেন। সেই সময় কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে যতগুলো বই এবং স্যুভেনির তৈরি হত সবটার দায়িত্বে তিনি ছিলেন। তাঁর দক্ষতায় সেই সব কাজ আন্তর্জাতিক স্তরে পৌঁছে যেত।
বিশেষ খবর
নানান খবর
নানান খবর
'অ্যানিম্যাল' হিংসা, নারীবিদ্বেষ ছড়িয়েছে! কটাক্ষের জবাবে সাফাইয়ে কী বললেন রণবীর ?...
কেন বিয়ে হচ্ছে না উর্বশীর? কুষ্ঠির কোন যোগের কারণে বিপাকে অভিনেত্রী? নিজের মুখেই ফাঁস করলেন কঠিন সত্যি!...
লেনিনের ভাঙা মূর্তির সামনে বসে দুই লড়াকু প্রজন্ম! প্রকাশ্যে সৃজিত মুখোপাধ্যায়ের আগামী ছবি 'উইঙ্কল টুইঙ্কল'-এর ...
কিশোর কুমারকে চেনেন না আলিয়া! স্ত্রীর গোপন কথা ফাঁস করলেন রণবীর, ছিছিক্কার নেটপাড়ায় ...
'আজও কতটা ভালবাসি, আমিই জানি'-মোহিনীর সঙ্গে পরকীয়া থেকে রহমানের সঙ্গে বিচ্ছেদের চর্চায় মুখ খুললেন সায়রা বান...
সাত বছরের দাম্পত্যে গৌরবকে নিয়ে কী উপলব্ধি করলেন ঋদ্ধিমা? সমাজ মাধ্যমে দিলেন কীসের ইঙ্গিত!...
১৮ বছর পর বনশালির সঙ্গে কাজের অভিজ্ঞতা কেমন? কতটা বদলেছেন ‘সাওয়ারিয়া’-র পরিচালক? খুল্লম খুল্লা রণবীর...
ইমরানের ঠোঁটে ঠোঁট ডুবিয়ে চুমু খেতে গিয়ে কী হাল হয়েছিল মল্লিকার? ফাঁস ‘মার্ডার’ অভিনেত্রীর!...
ডনের দেশে ভারতীয় দলের দাদাগিরি, তাল মিলিয়ে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডে দর্শকহৃদয় লুঠ ‘বহুরূপী’র!...
কোন বলি-অভিনেত্রী ভেবেছিলেন গোবিন্দাকে গুলি করেছিলেন তাঁর স্ত্রী? ক্রুষ্ণাকে বুকে জড়িয়ে সেকথা ফাঁস অভিনেতার!...
বিয়ের প্রস্তুতি শুরু বিজয়-তমান্নার! কবে সাতপাকে বাঁধা পড়বেন তারকা জুটি?...
ছোটপর্দায় একসঙ্গে টলিপাড়ার চার নায়িকা মানালি, দীপান্বিতা, খেয়ালী ও তিয়াসা! হাড্ডাহাড্ডি লড়াইয়ে কে জিতবেন দর্শকের ...
মাকে হারালেন ঋতুপর্ণা সেনগুপ্ত! ভাইকে পাশে নিয়ে শোকে কাতর অভিনেত্রী ...
Breaking: সত্যের সন্ধানে সুরঙ্গনা! রহস্যের জালে কার মুখোশ খুলবেন অভিনেত্রী?...
রাজ কুন্দ্রা না সানি দেওল! স্বামী ও সহ অভিনেতার মধ্যে দোটানায় পড়ে কাকে বেছেছিলেন শিল্পা?...