বৃহস্পতিবার ১৪ নভেম্বর ২০২৪
সম্পূর্ণ খবর
Pallabi Ghosh | ১৪ এপ্রিল ২০২৪ ১২ : ৪৩Pallabi Ghosh
আজকাল ওয়েববেস্ক: নববর্ষেও বিতর্কই সঙ্গী বিজেপির দিলীপ ঘোষের। রবিবার প্রচারের মাঝে ত্রিশূল হাতে দেখা যায় তাঁকে। অশুভ শক্তির বিরুদ্ধে লড়াইয়ের জন্য, দেশরক্ষার জন্য ত্রিশূল নিয়ে প্রচারে বেরিয়েছেন বলে জানিয়েছেন বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী। তবে তা ঘিরে ফের বিতর্ক তুঙ্গে।
নববর্ষে প্রচার শুরুর আগে শিবমন্দিরে পুজো দেন। মিছিল করে সেই মন্দিরে পৌঁছন দিলীপ। সঙ্গে ছিলেন দলের কর্মী, সমর্থকরা। পুজো দেওয়ার পর ত্রিশূল হাতে ছবি তোলেন তিনি। দিলীপের কথায়, "আমার কুলদেবতা শিব। তাঁরই প্রেরণায় আমরা স্বচ্ছ ভারত এবং স্বচ্ছ রাজনীতি করতে চাই। ত্রিশূল তারই প্রতীক।" ত্রিশূল হাতে তিনি আরও বলেন, "আত্মরক্ষা নয়, দেশরক্ষা।"
সেই ছবি ছড়িয়ে পড়তেই রাজ্য তৃণমূল মুখপাত্র প্রসেনজিৎ দাস জানিয়েছেন, দিলীপ ঘোষের এই কীর্তি ঘিরে আবারও নির্বাচন কমিশনে অভিযোগ জানাবেন তাঁরা।