শুক্রবার ২০ সেপ্টেম্বর ২০২৪

সম্পূর্ণ খবর

লোকসভা নির্বাচন ২০২৪ | HEMA: ভোটের প্রচারে অন্য মেজাজে ‘হেমা’

Sumit | ১২ এপ্রিল ২০২৪ ১৩ : ০৫Sumit Chakraborty


আজকাল ওয়েবডেস্ক: সিনেমার চিত্রনাট্যে তাঁকে বহুবার গ্রামের মেয়ের চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে। শোলে-তে তার বাসন্তীর চরিত্র আজও মানুষের মুখে মুখে ফেরে। তবে এবারের চিত্রনাট্য একটু অন্যরকম। মথুরা থেকে বিজেপি প্রার্থী হয়েছে অভিনেত্রী হেমা মালিনী। ঠান্ডা ঘর থেকে একেবারে সোজা নেমে পড়লেন উত্তর প্রদেশের মাঠে। নিজের এক্স হ্যান্ডেলে হেমা সেই ছবি পোস্ট করলেন। সেখানে দেখা যাচ্ছে স্থানীয় কৃষকদের সঙ্গে কথা বলেন তিনি। কাস্তে হাতে নিয়ে মাঠ থেকে শস্য কেটে নিলেন তিনি। গ্রামের মহিলাদের সঙ্গে এই কাজ করতে দেখে খুশি মহিলারাও। নিজের পোস্টে তিনি লেখেন, বিগত ১০ বছর ধরে গ্রামের প্রতিটি প্রান্তে যে উন্নতি হয়েছে তারই ঝলক দেখা গেল মহিলাদের মনে। বিজেপি এই আসনে হেমা মালিনীকে তৃতীয়বারের জন্য টিকিট দিয়েছে। এই আসনটি বিজেপির অন্যতম শক্তিশালী গড় হিসাবে পরিচিত। ২০২৪ সালে এখানে বিজেপি প্রার্থী হন হেমা। সেবারে তিনি জেতেন। এরপর ২০১৯ সালে ফের তাঁকে মথুরায় টিকিট দেয় বিজেপি। সেবারে হেমার স্বামী ধর্মেন্দ্র নিজের তাঁর হয়ে প্রচার করেছিলেন। ভিড় উপচে পড়ে শোলে-র বীরু-বাসন্তীকে দেখার জন্য। সেবারেও বিপুল মার্জিনে জেতেন হেমা। এবারেও সেই ধারা থাকবে বলেই মনে করছেন হেমা। সংসদে সবথেকে বেশি আসন রয়েছে উত্তর প্রদেশ থেকে। মোট ৮০ জন সাংসদ এখান থেকেই নির্বাচিত হন। ভোট হবে এখানে সাতটি দফাতেই। মথুরায় ভোট হবে দ্বিতীয় দফায় ২৬ এপ্রিল। 




বিশেষ খবর

নানান খবর

শীঘ্রই আসছে...

নানান খবর



সোশ্যাল মিডিয়া



04 24