বৃহস্পতিবার ১৪ নভেম্বর ২০২৪

সম্পূর্ণ খবর

লোকসভা নির্বাচন ২০২৪ | শিলাবৃষ্টিতে সাদা সান্দাকফু, প্রচারে বিঘ্ন

Riya Patra | ১০ এপ্রিল ২০২৪ ১৯ : ১৭Riya Patra


অলক সরকার :‌ ঝড় বৃষ্টির পুর্বাভাস ছিলই। সেটাকেই সত্যি করে এদিন বিকেলে ব্যাপক শিলাবৃষ্টি হল সান্দাকফু থেকে সিকিমের বিস্তীর্ণ এলাকায়। শিলাবৃষ্টির জেরে এদিন সান্দাকফু কার্যত সাদা ধবধবে হয়ে যায়। যেন নতুন করে তুষারপাত হয়েছে। শিলাবৃষ্টি থেকে রেহাই পায়নি শৈলশহর দার্জিলিংও। বেলা আড়াইটার পর থেকে প্রথমে ঝোড়ো হাওয়ার মতো উঠে আসে। এরপর বৃষ্টির সঙ্গে শিল পড়তে শুরু করে। আর দার্জিলিঙে শিলাবৃষ্টির কারণে এদিন ভোটের প্রচার প্রায় পণ্ড হয়ে যায়। এমনতি দার্জিলিং সদরে সেভাবে ভোটের প্রচার শুরু হয়নি। এদিনই প্রথম নির্দল প্রার্থী বন্দনা রাইয়ের একটি র‌্যালি ঘুম থেকে দার্জিলিং যাওয়ার কথা ছিল। কিন্তু বৃষ্টির জন্য মাঝ রাস্তাতেই বাতিল করতে হয়। কং-‌বাম জোটের কর্মী সভা থাকলেও সেসব দলীয় দপ্তরেই সেরে ফেলা হয়। 
তবে যারা দিনের প্রথমার্ধে প্রচারের কাজ শেষ করেছেন, সেক্ষেত্রে সমস্যায় পড়তে হয়নি। কালিম্পঙে এদিন ছিল তৃণমূল প্রার্থী গোপাল লামার সমর্থনে ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চার সভা। সেই সভার পাশাপাশি প্রার্থীকে নিয়ে গোটা কালিম্পং হুডখোলা জিপে নিয়ে ঘুরে বেড়ানো হয়। 

ছবি:‌ সঞ্জয় বিশ্বাস




বিশেষ খবর

নানান খবর

Celebrating Children's Day  #ChildrensDay #HappyChildrensDay #HealthForKids #RightToLearn #NoToChildAbuse

নানান খবর



সোশ্যাল মিডিয়া



04 24