মঙ্গলবার ০৭ জানুয়ারী ২০২৫
সম্পূর্ণ খবর
Pallabi Ghosh | ০৯ এপ্রিল ২০২৪ ২২ : ৩৩Pallabi Ghosh
অতীশ সেন, ডুয়ার্স: প্রথম দফা ভোটগ্রহণ ১৯ এপ্রিল। সেদিন ভোট দেবেন কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের ভোটারেরা। তবে প্রথম দফা নির্বাচনের আগেই ভোট দিয়ে ফেললেন অনেকে। বয়স্ক ও বিশেষ চাহিদাসম্পন্ন ভোটারদের ভোটকেন্দ্রে গিয়ে ভোট দান কষ্টকর। তাঁদের এই সমস্যার কথা ভেবে নির্বাচন কমিশনের পক্ষ থেকে বাড়ি বাড়ি গিয়ে এই সমস্ত ভোটারদের ভোট গ্রহণের ব্যবস্থা করা হয়েছে। কেন্দ্রীয় বাহিনীর প্রহরায় ব্যালট বাক্স এই সব ভোটারের বাড়িতে পৌঁছে যাচ্ছে। সেখানে তাঁরা কঠোর নিরাপত্তার মাঝে নিশ্চিন্তে প্রয়োগ করছেন তাদের গণতান্ত্রিক অধিকার। সোম ও মঙ্গলবার বানারহাট, নাগরাকাটা ও মাদারিহাট-বীরপাড়া ব্লকের বিভিন্ন এলাকায় ভোট কর্মীরা কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তায় বয়স্ক ভোটারদের বাড়ি গিয়ে ভোট গ্রহণ শুরু হয়। পাশাপাশি নির্বাচনের কাজে যে সমস্ত কর্মী নিযুক্ত রয়েছেন (ইলেকশান ডিউটি বা ই.ডি ভোটার) তাঁরাও পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিচ্ছেন। বানারহাট ব্লকের বিডিও নিরঞ্জন বর্মণ জানান মাদারিহাট বিধানসভার অন্তত ৫৫ জন, নাগরাকাটা বিধানসভার অন্তর্গত ৪০ জন এবং ধূপগুড়ি বিধানসভার অন্তর্গত ৬২ জন বয়স্ক ও বিশেষ চাহিদাসম্পন্ন ভোটারের বাড়িতে গিয়ে ভোট গ্রহণ করার ব্যবস্থা করা হয়েছে। তিনি বলেন দুই দিনে যদি সকলের বাড়ি পৌঁছনো না যায় তবে বুধবারও এই প্রক্রিয়াতে ভোট নেওয়া হবে।