বুধবার ০৮ জানুয়ারী ২০২৫

সম্পূর্ণ খবর

লোকসভা নির্বাচন ২০২৪ | ‌Jalpaiguri: ভোটের প্রচার জমিয়ে দিলেন দেব

Pallabi Ghosh | ০৯ এপ্রিল ২০২৪ ১৯ : ১২Pallabi Ghosh


অলক সরকার: জলপাইগুড়ির তৃণমূল প্রার্থীর হয়ে রোড-‌শো করলেন সাংসদ তথা অভিনেতা দেব। তবে রোড-‌শো হল শিলিগুড়ি পুরনিগমের অন্তর্গত জলপাইগুড়ি লোকসভা এলাকায়। আর একবেলার প্রচারেই কার্যত জমিয়ে দিলেন দেব। দেবের হুডখোলা জিপের সম্মুখভাগে ছিলেন আরেক ‘‌দেব’‌ অর্থ্যাৎ শিলিগুড়ির মেয়র গৌতম দেব। দুইয়ের জাদুতে শিলিগুড়ির ৩১ নম্বর থেকে ৩৫ নম্বর ওয়ার্ডের রাস্তায় পা ফেলার জায়গা পাওয়া যাচ্ছিল না। তরুণ প্রজন্মের একটা বড় অংশ রাজনীতির বেড়াজাল ভেঙে স্রেফ অভিনেতা দেবকে দেখতেই এদিন হুমড়ি খেয়ে পড়েছিলেন। চৈত্রের তীব্র গরমে অনেকেই এক থেকে দুই ঘণ্টা আগে এসে অপেক্ষা করেছেন।
উল্লেখ্য, জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রে তৃণমূলের প্রার্থী ড.‌ নির্মল চন্দ্র রায়। অতি সাধারণ এই প্রার্থী তাঁর নিজস্ব সরলতার গুণে এমনিতেই লোকসভা এলাকায় নিজস্ব জায়গা তৈরি করে ফেলেছেন। দেবের প্রচারে সেই পরিচিতিতে আলাদা মাত্রা পেলেন ড.‌ রায়। দেবের সঙ্গে জিপে প্রার্থী নিজেও ছিলেন। প্রসঙ্গত, শিলিগুড়ি পুরনিগমের ৪৭টি ওয়ার্ডের মধ্যে ১৪টি ওয়ার্ড জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের মধ্যে পড়ছে। ফলে জলপাইগুড়ির প্রার্থীকে মাঝে মাঝেই শিলিগুড়ি শহরে প্রচার করতে আসতে হচ্ছে। এদিন শিলিগুড়ি ও লাগোয়া এলাকায় প্রচারে উন্মাদনা তৈরি করতে দেবকে নিয়ে আসা হয়। যদিও এই সমস্ত এলাকায় মেয়র গৌতম দেব সারা বছর জনসংযোগের মাধ্যমে সংগঠনকে অন্যরকম উচ্চতায় নিয়ে গেছেন।




বিশেষ খবর

নানান খবর

নানান খবর



সোশ্যাল মিডিয়া



04 24