বুধবার ০৮ জানুয়ারী ২০২৫

সম্পূর্ণ খবর

লোকসভা নির্বাচন ২০২৪ | AK ANTONY: নিজের ছেলের হার কামনা করলেন প্রবীণ কংগ্রেস নেতা এ কে অ্যান্টনি

Sumit | ০৯ এপ্রিল ২০২৪ ১৮ : ৩৪Sumit Chakraborty


আজকাল ওয়েবডেস্ক: কথায় আছে রাজনীতির ময়দানে কেউ কারও নয়। কংগ্রেসের বর্ষীয়ান নেতা এবং প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী একে অ্যান্টনি এবার নিজের ছেলে অনিল কে অ্যান্টনির হার কামনা করলেন। অনিল কেরালা থেকে বিজেপির প্রার্থী হিসাবে লড়ছেন। তবে সেই আসনে কংগ্রেস প্রার্থীই জিতুক এমন কামনা করলেন একে অ্যান্টনি। ৮৩ বছরের কেরালার প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেন, ইদানিং ট্রেন্ড হয়েছে কংগ্রেস নেতাদের সন্তানরা বিজেপিতে যোগদান করছেন। তবে এটা মরণ-বাঁচনের লড়াই। ভারতের সংবিধান রক্ষা করতে হলে কংগ্রেসকে জিততেই হবে। তিনি বলেন, পরিবার এবং রাজনীতি দুটি ভিন্ন। নিজে বরাবর কংগ্রেস করেছি। ফলে এটাই চাইব কংগ্রেস জিতুক, আমার ছেলে হারুক। নিজের বাবার এই প্রতিক্রিয়ার জবাব দিয়েছে অনিলও। তিনি বলেন, কংগ্রেসে পিছিয়ে পড়া নেতারা রয়েছেন। তাঁর পিতার পরিস্থিতি তিনি বুঝতে পারছেন। তবে দেশকে এগিয়ে নিয়ে যেতে হলে বিজেপির বিকল্প নেই। 




বিশেষ খবর

নানান খবর

নানান খবর



সোশ্যাল মিডিয়া



04 24