শনিবার ২৩ নভেম্বর ২০২৪

সম্পূর্ণ খবর

লোকসভা নির্বাচন ২০২৪ | SLIPPERS: জুতোর মালা গলায় দিয়ে প্রচার সারলেন আলিগড়ের নির্দল প্রার্থী

Sumit | ০৯ এপ্রিল ২০২৪ ১৩ : ১৬Sumit Chakraborty


আজকাল ওয়েবডেস্ক: প্রতিবারই ভোটের প্রচারে নানা ধরণের অভিনবত্বের ছোঁয়া রাখতে চান প্রার্থীরা। প্রচারে বেরিয়ে নানা ধরণের চমক দিতে সকলেই পছন্দ করেন। তবে উত্তর প্রদেশের আলিগড়ে অন্য চমক। সেখানে নির্দল প্রার্থী পণ্ডিত কেশব দেব নিজের নির্বাচনী প্রতীককেই প্রচারে নিজের সঙ্গী করলেন। তাঁর নির্বাচনী প্রতীক জুতো। তাই তিনি জুতোর মালা গলায় দিয়ে নিজের ভোটপ্রচার সারলেন। তাঁর এই অভিনব প্রচার সকলেরই নজর কাড়ছে। এবারের লোকসভা নির্বাচন সাত দফায় হতে চলেছে। উত্তর প্রদেশে সবথেকে বেশি ৮০ টি আসন রয়েছে। সেখানে সাতটি দফাতেই ভোটের দিন ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আলিগড়ে দ্বিতীয় দফায় ২৬ এপ্রিল ভোট হবে। প্রসঙ্গত, ২০২৯ সালের লোকসভা নির্বাচনে আলিগড়ে বিজেপি প্রার্থী সতীশ কুমার গৌতম সাড়ে ছয়লক্ষের বেশি ভোটে জিতেছিলেন। তিনি বিএসপির ডাঃ অজিত বলিয়ানকে হারান। ২০১৪ লোকসভা ভোটে বিজেপি ৮০ টি আসনের মধ্যে ৭১ টি আসন জিতেছিল। মোট ৪২ দশমিক ৬ শতাংশ ভোট পেয়েছিল বিজেপি। কংগ্রেস সেবারে ২ টি আসন পেয়েছিল। তাঁদের ভোটের হার ছিল সাত দশমিক ৫ শতাংশ।  




বিশেষ খবর

নানান খবর

নানান খবর





রবিবার অনলাইন

সোশ্যাল মিডিয়া



04 24