সোমবার ২৩ ডিসেম্বর ২০২৪

সম্পূর্ণ খবর

খেলা | KKR-CSK: জাদেজা ম্যাজিকে নাইটদের ব্যাটিং বিপর্যয়, জয়ের জন্য ধোনিদের দরকার ১৩৮ রান

Sampurna Chakraborty | ০৮ এপ্রিল ২০২৪ ২১ : ২৩Sampurna Chakraborty


আজকাল ওয়েবডেস্ক: রানের ফুলঝুরির পরের দিন ব্যাটিং বিপর্যয়। চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে নির্ধারিত ওভারে ৯ উইকেট হারিয়ে ১৩৭ রান কলকাতা নাইট রাইডার্সের। চিপকে কোনওদিনই রেকর্ড ভাল না কেকেআরের। এদিন সেই ট্রেন্ড বদলানোর পালা ছিল। জয়ের হ্যাটট্রিকে চেপে অনেক বেশি মনোবল নিয়ে নেমেছিল নাইটরা। কিন্তু রবীন্দ্র জাদেজার স্পিনে টপ অর্ডার ধরাশায়ী। ১৮ রানে ৩ উইকেট নেন চেন্নাইয়ের অলরাউন্ডার। জোড়া হারের পর ঘরের মাঠে জয়ের সরণিতে ফেরা লক্ষ্য ছিল চেন্নাই সুপার কিংসের। টসে জিতে কেকেআরকে ব্যাট করতে পাঠান ঋতুরাজ গায়কোয়াড়। ইনিংসের প্রথম বলেই সাফল্য। তুষার দেশপান্ডের প্রথম বলে জাদেজার হাতে ধরা পড়েন ফিল সল্ট। শূন্যতে ফেরেন কেকেআরের ওপেনার। তবে দ্বিতীয় উইকেটে ৫৬ রান যোগ করেন সুনীল নারিন, অঙ্গকৃষ রঘুবংশী। দ্বিতীয় বলেই ক্রিজে আসতে বাধ্য হন তরুণ ব্যাটার। যথেষ্ট ভাল শুরু করেন। অন্যদিকে নিজের ছন্দে ছিলেন নারিন। পাওয়ার প্লের শেষে ১ উইকেট হারিয়ে নাইটদের রান ছিল ৫৬। কিন্তু রবীন্দ্র জাদেজার প্রথম ওভারেই বদল গেল ম্যাচের রং। প্রথম ওভারেই তুলে নিলেন জোড়া উইকেট।

প্রথম বলেই রিভার্স সুইপ মারতে গিয়ে আউট অঙ্গকৃষ। ১টি ৬, ৩টি চারের সাহায্যে ১৮ বলে ২৪ রান করে আউট হন। পঞ্চম বলে ফেরেন নারিন। ২০ বলে ২৭ রান করে থিকসানার হাতে ধরা পড়েন। ইনিংসে ছিল ২টি ছয়, ৩টি চার। নিজের পরের ওভারের দ্বিতীয় বলে আবার উইকেট তুলে নেন সিএসকের স্পিনার । জাড্ডুকে মারতে গিয়ে ফেরেন ভেঙ্কটেশ আইয়ার (৩)। চলতি আইপিএলে চিপকে দুই ম্যাচে কোনও উইকেট পায়নি চেন্নাইয়ের স্পিনাররা। কিন্তু এদিন ৩ উইকেট তুলে নেন জাদেজা। মাত্র ৮ রানের ব্যবধানে ৩ উইকেট হারায় নাইটরা। ৪ উইকেটে ৬৪ রান ছিল কেকেআরের। মাঝে ৩৪ বলে কোনও বাউন্ডারি হয়নি। এবারের আইপিএলে সবচেয়ে খারাপ শুরু নাইটদের। চিদম্বরম স্টেডিয়াম বরাবরই স্পিন সহায়ক। ব্যাট করা সহজ নয়। কিন্তু এবার চেন্নাইয়ের প্রথম দু"ম্যাচে উইকেটের চরিত্র বদলে গিয়েছিল। ১৮ উইকেট পায় পেসাররা। কিন্তু এদিন চিপক ফিরল চিপকে। প্রথম ৫ উইকেটের মধ্যে চারটিই স্পিনারদের দখলে।

১২ ওভারের শেষে ৫ উইকেট হারিয়ে নাইটদের রান ছিল ৮৫। ১৬তম ওভারে একশো রানে পৌঁছয় কেকেআর। আগের ম্যাচে আইপিএলের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ রান করা দল এদিন একশো করতে হিমশিম খায়। সুবিধা করতে পারেননি রিঙ্কু সিং। ১৪ বলে ৯ রান করে তুষার দেশপান্ডের বলে প্লেড অন হন। মুস্তাফিজুরের বলে ব্যক্তিগত ৫ রানে ফিরে যেতে পারতেন আন্দ্রে রাসেল। কিন্তু উইকেটের পেছনে ক্যাচ ফেলেন ধোনি। কিন্তু তার মাশুল গুনতে হয়নি। ১০ বলে ১০ রানে ফেরেন রাসেল। চেন্নাইয়ের বোলাররা লাইন, লেন্থ মেনে বল করায় হাত খুলে মারার সুযোগ পায়নি কেকেআরের ব্যাটাররা। তাছাড়া উইকেটও মন্থর। নাইটদের সর্বোচ্চ রান শ্রেয়স আইয়ারের। ৩২ বলে ৩৪ রান করে আউট হন। গোটা ইনিংসে মাত্র চারটি ছয় মেরেছে কেকেআর। চারের সংখ্যা ১১। জাদেজার পাশাপশি তিন উইকেট নেন তুষার দেশপান্ডে। দু"ম্যাচ পর ফিরেই জোড়া উইকেট নিয়ে পার্পল টুপির অধিকারী মুস্তাফিজুর রহমান। 




বিশেষ খবর

নানান খবর

নানান খবর

কোহলির 'ধমক' খেয়ে ভাইরাল এই মহিলা অজি সাংবাদিক, কে তিনি? জানুন তাঁর আসল পরিচয় ...

পাক ম্যাচ চলাকালীন প্রেম নিবেদন ও শিশুর জন্ম, বিরল ঘটনা ক্রিকেট মাঠে ...

চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের জন্য নিরপেক্ষ ভেন্যু চূড়ান্ত করল পাকিস্তান, কোথায় খেলবে টিম ইন্ডিয়া? ...

১৩ বছরের বৈভবকে কেন নিল রাজস্থান? আসল কারণ ফাঁস করলেন সঞ্জু ...

ইংরেজি না বলে বিতর্কের জন্ম দিলেন জাদেজা, মেলবোর্নে ভারত-অস্ট্রেলিয়া প্রীতি ম্যাচের বলই গড়াল না...

'এ ভাবে খেললে সেরা ছয়ে থাকব', আত্মবিশ্বাসী ইস্টবেঙ্গলের দিমি ...

নিজের গোলে বল ঢুকিয়ে শিরোনামে মহমেডানের বাঙালি গোলকিপার, কেরলকে বড়দিনের উপহার সাদা-কালোর ...

ভারতের রানের পাহাড়ে পিষ্ট ওয়েস্ট ইন্ডিজ, বিশাল ব্যবধানে জয় হরমনপ্রীতদের ...

ফর্মে ফেরার মন্ত্র রোহিতকে, এই প্রাক্তনের পরামর্শ শুনলে রানে ফিরবেনই হিটম্যান ...

'হায়দরাবাদের বিরুদ্ধেও আক্রমণাত্মক ফুটবল খেলব', জামশেদপুরকে হারিয়ে হুঙ্কার অস্কারের...

সন্তোষে চতুর্থ ম্যাচে এসে থেমে গেল বাংলার জয়ের ধারা, মণিপুরের সঙ্গে ড্র সঞ্জয়ের ছেলেদের ...

আক্রমণাত্মক ফুটবলই অস্ত্র, জামশেদপুরকে হারিয়ে দশে উঠে এল ইস্টবেঙ্গল...

চ্যাম্পিয়ন্স ট্রফিতে টিম ইন্ডিয়ার প্রথম ম্যাচ কবে? ভারত-পাক দ্বৈরথই বা কবে? জানা গেল সম্ভাব্য সূচি ...

'সবকিছু না জেনে, মন্তব্য করবেন না', সমালোচকদের পাল্টা জবাব পৃথ্বীর...

ভাগ্য বদলাতে ভোল বদলালেন, বক্সিং ডে টেস্টের আগে নতুন লুকে কোহলি ...

ম্যাচটা অন্তত ড্র হওয়া উচিত ছিল, গোয়ার কাছে হেরে ভাগ্যকে দুষলেন মোলিনা...

মাণ্ডবীতে নৌকাডুবি! থামল বিজয়রথ, আইএসএলে দ্বিতীয় হার মোহনবাগানের ...

গোয়ায় থামল বিজয়রথ, আইএসএলে দ্বিতীয় হার মোহনবাগানের ...





রবিবার অনলাইন

সোশ্যাল মিডিয়া



04 24