রবিবার ২২ ডিসেম্বর ২০২৪

সম্পূর্ণ খবর

লোকসভা নির্বাচন ২০২৪ | MAMATA: মানুষ প্রতিবাদ করলে এনআইএ-কে ঘরে ঢুকিয়ে দিচ্ছে: মমতা

Sumit | ০৭ এপ্রিল ২০২৪ ১৪ : ৪৮Sumit Chakraborty


আজকাল ওয়েবডেস্ক: পুরুলিয়ার সভা থেকে ফের একবার কেন্দ্রীয় এজেন্সিকে কটাক্ষ করলেন তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি। তিনি বলেন, ‘‘মানুষ প্রতিবাদ করলে এনআইএকে ঘরে ঢুকিয়ে দিচ্ছে। মধ্যরাতে মহিলা ঘরে ঘুমাচ্ছেন। গদ্দারের এলাকায় মধ্যরাতে পুলিশকে না জানিয়ে চলে গেল। আগে পুলিশের উর্দি পরে সিঙ্গুর নন্দীগ্রামে অনেকেই বদমায়েশি করেছে। মেয়েরা কী করে বুঝবেন? মা-বোনেরা প্রতিবাদ করলেন, তাঁদের বিরুদ্ধে ডায়েরি করা হল। বলছে তৃণমূলের সব বুথ এজেন্টদের গ্রেফতার কর।’’
এদিন মমতা বলেন, ‘‘মণিপুরে দেখুন, মেয়েদের নগ্ন করে ঘোরানো হচ্ছে। মেয়েদের সম্মান নেই। রাজস্থান, উত্তরপ্রদেশ গুজরাতেও তাই। সারা ভারতে তাই। একমাত্র আমার দলিত ভাই-বোনেরা সম্মান পায় বাংলায়। আদিবাসী ভাই-বোনেরা জানে, আমি ওঁদের সঙ্গে ধামসা-মাদল বাজাই। ঝুমুর নাচ করি।’’
আবাস যোজনার প্রসঙ্গেও এদিন সরব ছিলেন মমতা। তিনি বলেন, ‘‘১১ লক্ষ বাড়ির তালিকা পাঠিয়েছিলাম। বাড়ি দেওয়ার জন্য। ভোটের আগে কল সেন্টার থেকে সে সব বাড়িতে ফোন করছে। ফোন করে বলছে, নতুন করে বিজেপিতে আবেদন কর, ঘর পাবে। আমি বলেছি, না বন্ধু, ভোট হলে ১১ লক্ষ মানুষের ঘর তৈরি করব। মাটির বাড়িতে যাঁরা পদ্ম আঁকছেন, তাঁদের বলি, ওটা পদ্ম নয়, গদ্য নয়, ভাঁওতা, জুলুমবাজি। আমরা চাই গরিবের ভালবাসা। আমরা চাই আদিবাসী, মাহাতোদের নিয়ে একসঙ্গে থাকতে।’’ 
এদিন বিজেপিকে নিশানা করে মমতা বলেন, ‘‘রাস্তা দিয়ে আসছিলাম। দেখলাম মাটির বাড়ি। তাতে দু’টি বাড়িতে পদ্ম আঁকা রয়েছে। একটিতে তৃণমূলের প্রতীক আঁকা। মোদি সরকার ঘর তৈরির জন্য, রাস্তা তৈরির জন্য, ১০০ দিনের কাজের টাকা দেয়নি। ১০০ দিনের কাজের টাকা আমরা দিয়েছি। জব কার্ড হোল্ডারদের টাকা মারা যাবে না।’’






বিশেষ খবর

নানান খবর

নানান খবর





রবিবার অনলাইন

সোশ্যাল মিডিয়া



04 24