শনিবার ১১ জানুয়ারী ২০২৫

সম্পূর্ণ খবর

কলকাতা | EDUCATION : উচ্চশিক্ষাকে ভিত্তি করে উন্নয়নের লক্ষ্যভেদ

Sumit | ০২ নভেম্বর ২০২৩ ১৪ : ১৮Sumit Chakraborty


আজকাল ওয়েবডেস্ক: দীর্ঘমেয়াদী উন্নয়ন। সেটাই লক্ষ্য হওয়া উচিত শিক্ষার, বিশেষত উচ্চশিক্ষার। আর সেইদিকে লক্ষ্য রেখেই এগোচ্ছে বাংলা। প্রতিবছর রাজ্য সরকারের তরফে আয়োজিত "বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট"-এর একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে থাকে স্কুল এডুকেশন এবং হায়ার এডুকেশন-এর বিষয়দুটি। উচ্চশিক্ষাকে হাতিয়ার করে কীভাবে উন্নয়নের পথে এগোনো যায় সেই লক্ষে আগামী ২১ এবং ২২ নভেম্বর এবছরের বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনে এডুকেশন কনক্লেভের থিম রাখা হয়েছে "হায়ার এডুকেশন অ্যান্ড অ্যাটেনমেন্ট অফ সাসটেনেবল গ্রোথ"। তারই প্রস্তুতি হিসেবে আগামী ৪ নভেম্বর শনিবার রাজ্যের উচ্চশিক্ষা দপ্তরের উদ্যোগে এবং কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি (সিআইআই)"র সহযোগিতায় আয়োজিত হতে চলেছে "হায়ার এডুকেশন অ্যান্ড রিয়ালাইজেশন অফ সাসটেনেবল ডেভেলপমেন্ট: পেভিং দ্য ওয়ে ফরোয়ার্ড"। উদ্বোধন করবেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। বৃহস্পতিবার কলকাতায় এখবর জানিয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য এবং অ্যাডামাস ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. সুরঞ্জন দাস বলেন, "গোটা বিশ্বই এই দীর্ঘমেয়াদী উন্নতির লক্ষ্যে এগিয়ে যাচ্ছে। এই কনক্লেভে যে চারটি মূল বিষয়ের ওপর আলোকপাত করা হচ্ছে তার মধ্যে অন্যতম হল "ডেস্টিনেশন ওয়েস্ট বেঙ্গল"।" তিনি আরও বলেন, "জাতীয় এবং আন্তর্জাতিক মাপকাঠিতে আমাদের রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলি খুবই ভালো জায়গায় আছে। ফলে বাংলাই আগামীদিনে শিক্ষাক্ষেত্রে গন্তব্য হতে চলেছে।" গোটা অনুষ্ঠানটি ফেসবুকে এবং ইউটিউবে সম্প্রচারিত হবে। সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. ধ্রুবজ্যোতি চট্টোপাধ্যায় জানান, "উচ্চশিক্ষার ক্ষেত্রে আরও এগিয়ে যেতে অনুষ্ঠানে রাজ্যের উচ্চশিক্ষা দপ্তরের সঙ্গে দুটি মৌ চুক্তি স্বাক্ষর হবে। যার মধ্যে একটি হবে আমেরিকার অ্যারিজোনা স্টেট ইউনিভার্সিটির বডি কর্পোরেট অ্যারিজোনা বোর্ড অফ রিজেন্টস-এর সঙ্গে এবং আরেকটি হবে ন্যাসকম-এর সঙ্গে।" তিনি বলেন, "দেশ ও বিদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন।" এছাড়াও এসএনইউ"র আচার্য সত্যম রায়চৌধুরী বা অন্যান্য বিশিষ্টরা যারা বাংলায় শিক্ষার প্রসারে এগিয়ে এসেছেন বা বিনিয়োগ করছেন তাঁরাও উপস্থিত থাকবেন বলে তিনি জানিয়েছেন।রাজ্য সরকারের উচ্চশিক্ষা দপ্তরের সিনিয়র স্পেশাল সেক্রেটারি জয়দীপ মুখোপাধ্যায় জানান, অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে সমস্ত চেম্বার অফ কমার্সের প্রতিনিধিদের এবং কলকাতায় নিযুক্ত সব কনসাল জেনারেলকে। বৈঠকে ছিলেন উচ্চশিক্ষা দপ্তরের জয়েন্ট ডিপিআই ড. মৈত্রী ঘোষ ও ড. পার্থ গঙ্গোপাধ্যায় এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ের এ কে চৌধুরী স্কুল অফ ইনফর্মেশন টেকনোলজি"র ডিরেক্টর অধ্যাপক অম্লান চক্রবর্তী। সঞ্চালনা করেন সিআইআইয়ের পূর্বাঞ্চলের এডুকেশন সাবকমিটির এগজিকিউটিভ চেয়ারম্যান মদন মহাঙ্কা।




বিশেষ খবর

নানান খবর

নানান খবর

বড় ম্যাচের দিন যুবভারতীর সামনে দুর্ঘটনা, উল্টে গেল গাড়ি...

মরশুমের শীতলতম দিন পেল কলকাতা, কনকনে ঠান্ডার মধ্যেও রয়েছে বৃষ্টির সম্ভাবনা...

শান্তনু-আরাবুলকে সাসপেন্ড করল তৃণমূল, দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগ...

এসএনইউ-এর উদ্যোগ, মানব-স্বাস্থ্যের বর্তমান চ্য়ালেঞ্জ মোকাবিলা নিয়ে আন্তর্জাতিক আলোচনাসভা...

সাহেব শুনতে ও বলতে পারছে, কঠিন অস্ত্রোপচারে সাফল্য এনআরএস হাসপাতালের...

কলকাতায় ফের বেপরোয়া বাসের দৌরাত্ম্য, মৃত এক

কনকনে ঠান্ডার মাঝেও তাপমাত্রা বৃদ্ধির ইঙ্গিত, হতে পারে বৃষ্টি...

চিকিৎসকদের বৈঠকে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী, শুনবেন তাঁদের মনের কথা...

শীত-সন্ধ্যায় কলকাতায় ফের ভয়াবহ আগুন, জোকার খালপোলে ভস্মীভূত একের পর এক ঝুপড়ি...

পরিশ্রুত পানীয় জল সরবরাহ করতে বড় উদ্যোগ নিল কলকাতা পুরসভা...

শুরু হচ্ছে গঙ্গাসাগর মেলা, নিরাপত্তায় মুড়ছে মেলা প্রাঙ্গন, কী কী পদক্ষেপ নিচ্ছে রেল...

মার্চে লন্ডন যেতে পারেন মমতা

অধ্যাপনার পাশাপাশি লিখেছিলেন বই, পালন করেছেন বিধায়কের দায়িত্বও, প্রয়াত জীবন মুখোপাধ্যায়...

বিধাননগর মেলার শেষ দিন, গান গেয়ে মঞ্চ মাতালেন মন্ত্রী বাবুল সুপ্রিয়...

সাতসকালে ভূমিকম্প কলকাতায়, জোরাল কম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ...





রবিবার অনলাইন

সোশ্যাল মিডিয়া



11 23