রবিবার ০৮ সেপ্টেম্বর ২০২৪

সম্পূর্ণ খবর

কলকাতা | EDUCATION : উচ্চশিক্ষাকে ভিত্তি করে উন্নয়নের লক্ষ্যভেদ

Sumit | ০২ নভেম্বর ২০২৩ ১৪ : ১৮Sumit Chakraborty


আজকাল ওয়েবডেস্ক: দীর্ঘমেয়াদী উন্নয়ন। সেটাই লক্ষ্য হওয়া উচিত শিক্ষার, বিশেষত উচ্চশিক্ষার। আর সেইদিকে লক্ষ্য রেখেই এগোচ্ছে বাংলা। প্রতিবছর রাজ্য সরকারের তরফে আয়োজিত "বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট"-এর একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে থাকে স্কুল এডুকেশন এবং হায়ার এডুকেশন-এর বিষয়দুটি। উচ্চশিক্ষাকে হাতিয়ার করে কীভাবে উন্নয়নের পথে এগোনো যায় সেই লক্ষে আগামী ২১ এবং ২২ নভেম্বর এবছরের বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনে এডুকেশন কনক্লেভের থিম রাখা হয়েছে "হায়ার এডুকেশন অ্যান্ড অ্যাটেনমেন্ট অফ সাসটেনেবল গ্রোথ"। তারই প্রস্তুতি হিসেবে আগামী ৪ নভেম্বর শনিবার রাজ্যের উচ্চশিক্ষা দপ্তরের উদ্যোগে এবং কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি (সিআইআই)"র সহযোগিতায় আয়োজিত হতে চলেছে "হায়ার এডুকেশন অ্যান্ড রিয়ালাইজেশন অফ সাসটেনেবল ডেভেলপমেন্ট: পেভিং দ্য ওয়ে ফরোয়ার্ড"। উদ্বোধন করবেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। বৃহস্পতিবার কলকাতায় এখবর জানিয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য এবং অ্যাডামাস ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. সুরঞ্জন দাস বলেন, "গোটা বিশ্বই এই দীর্ঘমেয়াদী উন্নতির লক্ষ্যে এগিয়ে যাচ্ছে। এই কনক্লেভে যে চারটি মূল বিষয়ের ওপর আলোকপাত করা হচ্ছে তার মধ্যে অন্যতম হল "ডেস্টিনেশন ওয়েস্ট বেঙ্গল"।" তিনি আরও বলেন, "জাতীয় এবং আন্তর্জাতিক মাপকাঠিতে আমাদের রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলি খুবই ভালো জায়গায় আছে। ফলে বাংলাই আগামীদিনে শিক্ষাক্ষেত্রে গন্তব্য হতে চলেছে।" গোটা অনুষ্ঠানটি ফেসবুকে এবং ইউটিউবে সম্প্রচারিত হবে। সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. ধ্রুবজ্যোতি চট্টোপাধ্যায় জানান, "উচ্চশিক্ষার ক্ষেত্রে আরও এগিয়ে যেতে অনুষ্ঠানে রাজ্যের উচ্চশিক্ষা দপ্তরের সঙ্গে দুটি মৌ চুক্তি স্বাক্ষর হবে। যার মধ্যে একটি হবে আমেরিকার অ্যারিজোনা স্টেট ইউনিভার্সিটির বডি কর্পোরেট অ্যারিজোনা বোর্ড অফ রিজেন্টস-এর সঙ্গে এবং আরেকটি হবে ন্যাসকম-এর সঙ্গে।" তিনি বলেন, "দেশ ও বিদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন।" এছাড়াও এসএনইউ"র আচার্য সত্যম রায়চৌধুরী বা অন্যান্য বিশিষ্টরা যারা বাংলায় শিক্ষার প্রসারে এগিয়ে এসেছেন বা বিনিয়োগ করছেন তাঁরাও উপস্থিত থাকবেন বলে তিনি জানিয়েছেন।রাজ্য সরকারের উচ্চশিক্ষা দপ্তরের সিনিয়র স্পেশাল সেক্রেটারি জয়দীপ মুখোপাধ্যায় জানান, অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে সমস্ত চেম্বার অফ কমার্সের প্রতিনিধিদের এবং কলকাতায় নিযুক্ত সব কনসাল জেনারেলকে। বৈঠকে ছিলেন উচ্চশিক্ষা দপ্তরের জয়েন্ট ডিপিআই ড. মৈত্রী ঘোষ ও ড. পার্থ গঙ্গোপাধ্যায় এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ের এ কে চৌধুরী স্কুল অফ ইনফর্মেশন টেকনোলজি"র ডিরেক্টর অধ্যাপক অম্লান চক্রবর্তী। সঞ্চালনা করেন সিআইআইয়ের পূর্বাঞ্চলের এডুকেশন সাবকমিটির এগজিকিউটিভ চেয়ারম্যান মদন মহাঙ্কা।




বিশেষ খবর

নানান খবর

সংগ্রহ করুন... #aajkaalonline #pujovibes #durgapuja #DurgaPuja2024

নানান খবর

কলকাতায় তামিলনাড়ুর আদিযোগী শিব মূর্তি, জানুন কোথায় গেলে মিলবে দর্শন...

গণেশের বিয়ের আয়োজনে 'সবাই', কী করলেন দুই স্ত্রী!...

Sandip Ghosh: সন্দীপ ঘোষকে শোকজ করল রাজ্য মেডিক্যাল কাউন্সিল, তালিকায় নাম রয়েছে বিরূপাক্ষ, অভীকেরও...

RG Kar Incident: আরজি করের ঘটনায় প্রধান অভিযুক্তকে আদালতে পেশ, সিবিআই আইনজীবী কোথায়? প্রশ্ন তৃণমূলের...

শীঘ্রই আসছে...

Kumortuli: আরজি করের ঘটনার প্রভাব? পুজোর আগে খাঁ খাঁ করছে কুমোরটুলি, চিন্তায় মৃৎশিল্পীরা...

তবে কি জামিন দিয়ে দেব? আরজি কর মামলায় ক্ষুব্ধ বিচারকের প্রশ্ন...

RECLAIM THE NIGHT: মাস পেরিয়ে আবার রাত দখলের ডাক, সুপ্রিম কোর্টে শুনানির আগের দিন সুবিচার চাইতে আন্দোলন ...

ডিউটিতে পরিবর্তন, সরকারি হাসপাতালে রবিবারও হাজির থাকতে হচ্ছে সিনিয়র চিকিৎসকদের ...

বিরূপাক্ষকে সাসপেন্ড করল স্বাস্থ্যভবন, পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত যোগ দিতে পারবেন না কাজে ...

সাগর দত্তে ধুন্ধুমার, কাউন্সিলরের বৈঠক চলাকালীন জোর করে ভেতরে ঢোকার চেষ্টা ...

আশা করছি কেন্দ্রীয় স্তরে এরকম কিছু ঘটলে পুরস্কার ফেরত দেবেন, রাজ্য সরকারের পুরস্কার ফেরত দেওয়া শিল্পীদের উদ্দেশ্যে ব্র...

তৎপর মমতা, বিজেপি শাসিত হরিয়ানায় খুন পরিযায়ী শ্রমিকের স্ত্রীকে চাকরি দিল বাংলার সরকার  ...

বৃহস্পতিবার বসছে না প্রধান বিচারপতির বেঞ্চ! আগামিকাল নাও হতে পারে আরজি কর মামলার শুনানি ...

সিঁথির মোড়ে আবাসনের তলায় মুখ থুবড়ে পড়ে দেহ, রক্তাক্ত যুবককে ঘিরে আতঙ্ক...

Kolkata Hotel: শহরের পাঁচতারা হোটেলে শ্লীলতাহানির শিকার দুই বোন! ঘটনায় গ্রেপ্তার ২...

Kolkata: ফের মা উড়ালপুলে দুর্ঘটনা, বাইক থেকে ছিটকে ফ্লাইওভারের নীচে পড়লেন আরোহী, ভর্তি হাসপাতালে ...



রবিবার অনলাইন

সোশ্যাল মিডিয়া



11 23