শুক্রবার ১৫ নভেম্বর ২০২৪
সম্পূর্ণ খবর
Pallabi Ghosh | ০৪ এপ্রিল ২০২৪ ১৪ : ২৪Pallabi Ghosh
আজকাল ওয়েবডেস্ক: লোকসভা নির্বাচনের আবহে কোচবিহারের ময়দানে মাত্র ৩০ কিলোমিটার ব্যবধানে হাইভোল্টেজ সভা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। বৃহস্পতিবার দুপুরে মাথাভাঙার জনসভায় বক্তব্যের শুরুতেই কেন্দ্রের সরকার এবং প্রধানমন্ত্রীকে নিশানা করেন মমতা। তাঁর কথায়, "নির্বাচন এলেই ভাঁওতা দেওয়া বেড়ে যায়। আজকে আসবেন। দেখবেন, কত কুমিরের অশ্রু ঝরবে, কত কাঁদবেন। এর আগে কোচবিহারে কোনও দলের রাজনৈতিক নেতারা আসতেন না। আমি সরকারে আসার পর বারবার এসেছি। যেদিন থেকে কেন্দ্রে ক্ষমতায় এসেছে বিজেপি, সেদিন থেকে বাংলার উপর অত্যাচার করছে। বাংলার সব প্রাপ্য টাকা আটকে রেখেছে। এদের লক্ষ্য, বিজেপিকে ভোট দাও, এজেন্সি থেকে মুক্তি পাও। আপনাদের বলছি, এজেন্সির সামনে মাথা নোয়াবেন না। কেউটে সাপকে বিশ্বাস করতে পারেন, বিজেপিকে করবেন না।"
জনসভায় শীতলকুচির প্রসঙ্গেও সরব হন তিনি। মমতার অভিযোগ, "শীতলকুচিতে ৫ জনকে গুলি করে খুন করেছিল। রাজবংশী আর সংখ্যালঘু ভাইদের খুন করেছিল। কোচবিহারের তৎকালীন এসপিকে বিজেপি বীরভূমের প্রার্থী করেছে। পার্টির দালালি করে মানুষের প্রাণ কেড়ে নেবে, এর অধিকার কারও নেই।"
এই সভা থেকেই নিশীথ প্রামাণিককেও কটাক্ষ করেছেন মমতা। নাম না করে নিশীথের উদ্দেশে মমতা বলেন, "আমি ওকে দল থেকে তাড়িয়ে দিয়েছিলাম। আমাদের দলের আপদ আজ বিজেপির সম্পদ। ২০-৩০টা গাড়ি নিয়ে ঘুরে বেড়ায়। আমাদের উদয়নের উপর হামলা করেছিল। ওর বিরুদ্ধে মামলাগুলো এবার ফাঁস করব। যার বিরুদ্ধে হাজার মামলা, সেই বিজেপির মন্ত্রী! এটা লজ্জার।" সেই সঙ্গে নিশীথের প্রতিপক্ষ তৃণমূলের প্রার্থী জগদীশ বাসুনিয়ার ভূয়সী প্রশংসা করে মমতা বলেন, "ও হিরের টুকরো ছেলে। কথা কম বলে, কাজ বেশি করে। রাজবংশী সম্প্রদায়ের জন্য বহু কাজ করেছে।"
ঝড়ের তাণ্ডবে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারের বিস্তীর্ণ এলাকা। ঘটনার রাতেই উত্তরবঙ্গে পৌঁছে হাসপাতালে গিয়ে আহতদের সঙ্গে দেখা করেন মুখ্যমন্ত্রী। পৌঁছে যান নিহতদের বাড়িতেও। সকলের পাশে থাকার বার্তা আগেই দিয়েছিলেন। আজকের সভায় ফের দুর্গতদের পাশে থাকার বার্তা দিয়ে তিনি বলেন, "সেদিন পৌঁছে রাত ৪টে পর্যন্ত জেগে ক্ষতিগ্রস্ত জায়গায় ঘুরে দেখেছি। বার্নিশে ৭০০ বাড়ির কোনও চিহ্ন নেই। ৫০০০ বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা বাড়িগুলো তৈরি করে দেব। কমিশনকে অনুরোধ, প্রশাসনকে কাজে বাধা দেবেন না।"