মঙ্গলবার ১৭ সেপ্টেম্বর ২০২৪

সম্পূর্ণ খবর

লোকসভা নির্বাচন ২০২৪ | Narendra Modi: এপ্রিলের শুরু থেকেই বাংলার পরপর প্রচারে মোদি, শাহ, নাড্ডা

Kaushik Roy | ৩১ মার্চ ২০২৪ ১২ : ০৩Kaushik Roy


আজকাল ওয়েবডেস্ক: মমতা ব্যানার্জির সফরের পরেই বাংলায় নির্বাচনী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিজেপি সূত্রে খবর, এপ্রিলের প্রথম সপ্তাহ থেকেই পুরোদমে বাংলায় প্রচারে নামবে বিজেপি শীর্ষ নেতৃত্ব। পরপর প্রচারে আসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, জেপি নাড্ডারা। জানা গিয়েছে, উত্তরবঙ্গ দিয়েই বাংলায় প্রচার শুরু করবে বিজেপি নেতৃত্ব। আগামী ৪ এপ্রিল কোচবিহারে সভা রয়েছে প্রধানমন্ত্রীর। সেই দিনই সভা রয়েছে মমতারও। উল্লেখ্য, আগামী ৪-৬ এপ্রিল উত্তরবঙ্গে জনসভা, রোড শো রয়েছে মমতার।

সূত্রের খবর, বাংলার মুখ্যমন্ত্রীর সফরের মধ্যেই মোদি, শাহের দেখা মিলতে পারে উত্তরবঙ্গে। বাংলায় প্রথম দফার ভোট কোচবিহার, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারেই। কাজেই তার আগে প্রচারে কোনো খামতি রাখতে চায় না বিজেপি। ভোটের প্রচারে মোদির কমপক্ষে ১২টি সভা করার কথা রয়েছে বাংলা থেকে। নির্বাচনে আলিপুরদুয়ার থেকে জন বার্লার বদলে মনোজ টিগ্গাকে প্রার্থী করায় ইতিমধ্যেই ক্ষোভ সৃষ্টি হয়েছে বিজেপির অন্দরে। মোটের ওপর বর্তমান পরিস্থিতিতে উত্তরবঙ্গে পরিস্থিতি খুব একটা অনুকূলে নেই ভারতীয় জনতা পার্টির। প্রচারে এসে সেই ঘায়ে মলম লাগানোই হবে বিজেপি শীর্ষ নেতৃত্বের মূল লক্ষ্য।




বিশেষ খবর

নানান খবর

শীঘ্রই আসছে...

নানান খবর



সোশ্যাল মিডিয়া



03 24