বৃহস্পতিবার ২৬ ডিসেম্বর ২০২৪

সম্পূর্ণ খবর

লোকসভা নির্বাচন ২০২৪ | STAR: জম্মু-কাশ্মীরে কংগ্রেসের হয়ে প্রচার করবেন ২৭ জন তারকা প্রচারক

Sumit | ৩০ মার্চ ২০২৪ ১৩ : ৩৬Sumit Chakraborty


আজকাল ওয়েবডেস্ক: জম্মু-কাশ্মীরে লোকসভা ভোটের প্রচার জোরকদমে করতে চাইছে হাত শিবির। তাই এবার তাঁরা ২৭ জন তারকা প্রচারকের নামের তালিকা প্রকাশ করল। এই তালিকায় দলের সভাপতি মল্লিকার্জুন খাড়গে, সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী বঢরা সহ অনেকের নামই রয়েছে। ভূস্বর্গে ৫ দফায় হবে লোকসভা ভোট। লোকসভা ভোটের পরই জম্মু-কাশ্মীরে বিধানসভা নির্বাচনও রয়েছে। সবকিছুর প্রচারই একসঙ্গে করতে চায় কংগ্রেস শিবির। প্রসঙ্গত, ১৯ এপ্রিল উধামপুর, ২৬ এপ্রিল জম্মু, ৭ মে অনন্তনাগ-রাজৌরি, ১৩ মে শ্রীনগর এবং ২০ মে বারামুলাতে হবে ভোট। ফল ঘোষণা হবে ৪ জুন। তারকা প্রচারকরা কংগ্রেসের হাতে কটি আসন এনে দিতে পারে এবার সেটাই দেখার। 




বিশেষ খবর

নানান খবর

নানান খবর



সোশ্যাল মিডিয়া



03 24