শনিবার ২৮ ডিসেম্বর ২০২৪

সম্পূর্ণ খবর

লোকসভা নির্বাচন ২০২৪ | দুই প্রার্থীর নাম ঘোষণা বামেদের, ৩১ মার্চের মধ্যে বাকি তালিকা প্রকাশ

Kaushik Roy | ২৯ মার্চ ২০২৪ ২০ : ৩৪Kaushik Roy


আজকাল ওয়েবডেস্ক: লোকসভা নির্বাচনে আরও দুই প্রার্থীর নাম ঘোষণা করল বামফ্রন্ট। শুক্রবার ফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু জানিয়েছেন আরামবাগ থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন সিপিএমের বিপ্লবকুমার মৈত্র এবং ঝাড়গ্রাম থেকে সোনামনি টুডু। এই দুই প্রার্থীই নতুন বলে তিনি জানান। একইসঙ্গে তিনি বলেন, আগামী ৩১ মার্চের মধ্যেই বাকি সমস্ত প্রার্থীদের নাম ঘোষণা করা হবে। প্রশ্ন উঠেছে সম্পূর্ণ প্রার্থী তালিকা ঘোষণা করতে এত সময় লাগছে কেন? এর উত্তরে ফ্রন্টের তরফে জানানো হয়েছে বৃহত্তর মঞ্চ তৈরির চেষ্টা চলছে। বাকি আসনগুলি নিয়ে আলাপ আলোচনা চলছে। রাজ্যে লোকসভা নির্বাচনের সঙ্গে কয়েকটি আসনে উপনির্বাচন হতে চলেছে। বিজেপি এবং তৃণমূলের তরফে প্রার্থী ঘোষণা হলেও বামেরা এখনও প্রার্থী ঘোষণা করেনি।



এদিন ফ্রন্টের তরফে জানানো হয়েছে, এবিষয়ে এখনও আলোচনা হয়নি। অবশ্যই প্রার্থী দেওয়া হবে। বামেদের একটি সূত্র মারফত জানা গিয়েছে, কংগ্রেসের সঙ্গে আসন সমঝোতার বিষয়টি এগোলেও আইএসএফ-এর সঙ্গে সমঝোতার দিকটি এখনও পরিষ্কার হয়নি। এখনও পর্যন্ত কয়েকটি আসন যেমন শ্রীরামপুর লোকসভা কেন্দ্র যেখানে সিপিএমের তরফে প্রার্থীর নাম ঘোষণা হলেও আইএসএফ-এর পক্ষ থেকেও প্রার্থী দিয়ে দেওয়া হয়েছে। যা নিয়ে তৈরি হয়েছে অস্বস্তিকর পরিস্থিতি। এই নিয়ে বাম ও আইএসএফ, দু"তরফের মধ্যেই চলছে আলাপ আলোচনা। কারণ, এবারের নির্বাচনে বাম ও কংগ্রেসের সঙ্গে রাজ্যে তৃণমূল ও বিজেপির বিরুদ্ধে একসঙ্গে লড়ছে আইএসএফ। ফলে রাজ্যের সব আসনেই যাতে ঐক্যমতের সঙ্গে লড়াই করা যায় সেই চেষ্টাই চলছে বলে ওই সূত্রটি জানায়।




বিশেষ খবর

নানান খবর

নানান খবর





রবিবার অনলাইন

সোশ্যাল মিডিয়া



03 24