বুধবার ১৫ জানুয়ারী ২০২৫
সম্পূর্ণ খবর
Reporter: প্রীতি সাহা | লেখক: Kaushik Roy ২৯ মার্চ ২০২৪ ১৭ : ২৮Kaushik Roy
আজকাল ওয়েবডেস্ক: নির্বাচন কমিশনের শো কজের জবাব দিলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সম্পর্কে বিতর্কিত মন্তব্য করার জন্য দিলীপের বিরুদ্ধে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছিল তৃণমূল কংগ্রেস। তার প্রেক্ষিতেই শো কজ করা হয় দিলীপকে। জানা গিয়েছে, শো কজের উত্তরে বিজেপি প্রার্থী জানিয়েছেন, তাঁর বক্তব্যের ভুল ব্যাখা করা হয়েছে। তিনি কাউকে ব্যক্তিগত ভাবে আক্রমণ করতে চাননি। বক্তব্যের কিছুটা অংশ তুলে ধরে কাঠগড়ায় তোলা হয়েছে।
প্রসঙ্গত, আসন্ন লোকসভা নির্বাচনে বর্ধমান দুর্গাপুর কেন্দ্র থেকে প্রার্থী হয়েছেন দিলীপ ঘোষ। প্রচারে বেরিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীর সম্পর্কে তিনি বলেন, "উনি কখনও বলেন আমি গোয়ার মেয়ে, কখনও বলেন আমি ত্রিপুরার মেয়ে। ওনার বাবা আসলে কে?" এই মন্তব্যের পরই ঝড় ওঠে দিলীপের বিরুদ্ধে। মন্তব্য করা নিয়ে তাঁকে সতর্ক করা হয় বিজেপির তরফেও। নির্বাচন কমিশনের দ্বারস্থ হয় তৃণমূল।