বৃহস্পতিবার ২৬ ডিসেম্বর ২০২৪
সম্পূর্ণ খবর
Sumit | ২৯ মার্চ ২০২৪ ১৪ : ৫৬Sumit Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: লোকসভা নির্বাচনের আগে বর্ষীয়ান রাজনৈতিক নেতা মুকুল রায়ের বাড়িতে গেলেন ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিং। শুক্রবার দুপুরে কাঁচড়াপাড়ার বীজপুরে মুকুল রায়ের বাড়ি যান অর্জুন। তাঁকে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানানোর পর পায়ে হাত দিয়ে প্রণাম করেন অর্জুন সিং। অর্জুন সিংকে আশীর্বাদও করলেন মুকুল রায়। এরপর মুকুল রায়ের বাড়ি থেকে বেরিয়ে বিজেপি প্রার্থী অর্জুন সিং বলেন, কাঁচড়াপাড়ার ঘটক রোডে বর্ষীয়ান নেতা মুকুল রায়ের বাড়িতে গিয়ে পায়ে হাত দিয়ে প্রণাম করে আশীর্বাদ নিলাম। উনি বিজয়ী ভব বলে আমাকে উত্তরীয় পরিয়ে দিলেন। আমি ওনার সুস্থতা কামনা করলাম। প্রসঙ্গত, গত বিধানসভা নির্বাচনে বিধায়ক হওয়ার পর দলবদল করেন মুকুল রায়। বর্তমানে তিনি বেশ অসুস্থ। তবে মুকুল রায়ের সঙ্গে সাক্ষাতের পর অর্জুন জানালেন, আপাতত সুস্থ রয়েছেন বর্ষীয়ান রাজনীতিবিদ।