সোমবার ১৪ অক্টোবর ২০২৪

সম্পূর্ণ খবর

খেলা | SRH-MI: হেড-অভিষেক-ক্লাসেনের কমলা ঝড়, আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ রান সানরাইজার্সের

Sampurna Chakraborty | ২৭ মার্চ ২০২৪ ২১ : ৪৯Sampurna Chakraborty


আজকাল ওয়েবডেস্ক: হায়দরাবাদে টর্নেডো। রাজীব গান্ধী স্টেডিয়ামে ছয়, চারের বন্যা। ট্রাভিস হেড, অভিষেক শর্মার কমলা ঝড়ে খড়কুটোর মতো উড়ে গেল মুম্বই ইন্ডিয়ান্স। শুরুটা তাঁরা করলেও শেষটা করলেন হেনরিচ ক্লাসেন। আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ রানের রেকর্ড সানরাইজার্স হায়দরাবাদের। ২০ ওভারে ৩ উইকেটে ২৭৭ রান তোলে প্যাট কামিন্সের দল। তিনটে অর্ধশতরান। ট্রাভিস হেড,অভিষেক শর্মা এবং হেনরিচ ক্লাসেনের। আইপিএলে এর আগে সর্বোচ্চ রানের রেকর্ড ছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর দখলে। ২০১৩ সালে পুনে ওয়ারিয়র্সের বিরুদ্ধে ২৬৩ রান করেন কোহলিরা। ১১ বছরের রেকর্ড ভাঙল। প্রথমে ১৮ বলে ৫০ রানে পৌঁছে যান হেড। সানরাইজার্সের হয়ে দ্রুততম অর্ধশতরান। কিন্তু মাত্র ২০ বল স্থায়ী হয় এই রেকর্ড। একই ম্যাচে ১৬ বলে পঞ্চাশ রানে পৌঁছে যান অভিষেক। কাকে ছেড়ে কাকে দেখবে হায়দরাবাদ! দু"জনেই একে অপরকে ছাপিয়ে যায়। স্বপ্নের ব্যাটিং। তবে এটা সবে ট্রেলর ছিল। আসল ছবি তখনও বাকি। শেষটা করলেন ক্লাসেন। ২৩ বলে অর্ধশতরান। ৩৪ বলে ৮০ রানে অপরাজিত। ইনিংসে রয়েছে ৭টি ছয়, ৪টি চার। 

টসে জিতে কামিন্সের দলকে ব্যাট করতে পাঠান হার্দিক। অবিশ্বাস্য ব্যাটিং হায়দরাবাদের। তেমনই জঘন্য অধিনায়কত্ব মুম্বইয়ের। হেনরিচ ক্লাসেনের জন্য পরীক্ষার প্রস্তুতি নিয়েছিলেন হার্দিক পাণ্ডিয়া। যশপ্রীত বুমরাকে রেখে দেন বড় চেহারার দক্ষিণ আফ্রিকানের জন্য। কিন্তু প্রশ্নপত্রে এল হেড এবং অভিষেক। ক্লাসেন নামার আগেই ম্যাচ মুম্বইয়ের আয়ত্তের বাইরে চলে যায়। মাত্র ৭ ওভারে ১০০। বেধড়ক মার খেলেন ম্যাপহাকা, কোয়েৎজে, হার্দিক, পীযূষ। কিন্তু তাসত্ত্বেও দলের সেরা বোলারকে পাওয়ার প্লেতে মাত্র এক ওভার বল করানো হল। ১২ ওভার পেরিয়ে যাওয়ার পর দ্বিতীয় স্পেলে বল করতে এলেন বুমেরা।‌‌ এর পেছনে কী যুক্তি রয়েছে, শুধুমাত্র হার্দিক পাণ্ডিয়াই জানেন। স্ক্রিনে মাঝেমধ্যেই ভেসে উঠছিল রোহিত শর্মার অসহায় মুখ। যে দলকে গত দশ বছরে পাঁচবার আইপিএল জিতিয়েছেন, সেই দলই এদিন আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ রান হজম করার রেকর্ড করল। রোহিতকে সরিয়ে জামাই আদরে হার্দিককে অধিনায়ক করে এনেছিলেন আম্বানি পরিবার। আজ মাঠের ধারে হতাশ মুখে বসে থাকতে দেখা যায় নীতা এবং আকাশ আম্বানিকে। হায়দরাবাদের সাফল্য কোনওরকম খাটো না করলেও, বলতে দ্বিধা নেই যে হার্দিকের ভুল সিদ্ধান্তের জন্যই ২৭৭ রানে পৌঁছল সানরাইজার্স। 

৭ ওভারে ১০০, ১৪ ওভারে ২০০। ১৯তম ওভারে ২৫০ রানের গণ্ডি পার করে কামিন্সের দল। এইধরনের ব্যাটিং সচরাচর দেখা যায় না। ২৪ বলে ৬২ রান করে আউট হন হেড। ইনিংসে ছিল ৩টি ছয়, ৯টি চার। ২৩ বলে ৬৩ করেন অভিষেক। ৭টি ছয়, ৩টি চার দিয়ে ইনিংস সাজান। আইপিএলের প্রথম ম্যাচে কেকেআরের বিরুদ্ধে একটুর জন্য দলকে জেতাতে পারেননি ক্লাসেন। ইডেনে ৮টি ছক্কা হাঁকিয়েছিলেন। সেদিন যেখানে শেষ করেছিলেন, এদিন সেখান থেকেই শুরু করেন। ৩৪ বলে ৮০ রানে অপরাজিত। ইনিংসে রয়েছে ৭টি ছয়, ৪টি চার। কমলা টুপি দখল করে নিলেন তিনি। 




বিশেষ খবর

নানান খবর

নানান খবর

বিশ্বমঞ্চে অজিদের অভিজ্ঞতার কাছেই হার, বললেন হরমনপ্রীত...

বিশ্বমঞ্চে অজিদের অভিজ্ঞতার কাছেই হার, বললেন হরমনপ্রীত...

চার বলে চার উইকেট, অস্ট্রেলিয়ার কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায়ের মুখে ভারত...

ভারতের ব্র্যান্ড অফ ক্রিকেট সফরকারী দলগুলোর জন্য চ্যালেঞ্জিং, নিউজিল্যান্ডের কোচের মুখে সতর্কবাণী...

শুধু পারফরম্যান্স নয়, এই বিশেষ কারণে নেটদুনিয়ায় ঝড় তুললেন পাণ্ডিয়া-সঞ্জু ...

ছন্নছাড়া ফুটবল, ফারুখ চৌধুরীর গোলে ভর করে ভিয়েতনামের বিরুদ্ধে ড্র করল ভারত...

শেষ ম্যাচে একাধিক বদলের সম্ভাবনা, টিম ইন্ডিয়ার প্রথম একাদশে শনিবার কারা থাকবেন?‌ জানুন ক্লিক করে ...

এ যেন মিউজিক্যাল চেয়ার, মুলতান টেস্ট হারতেই ফের অধিনায়ক বদল হতে চলেছে পাক দলে ...

পাক ক্রিকেটেই সম্ভব, আম্পায়ার এলেন জাতীয় নির্বাচক কমিটিতে ...

একে তো ইংল্যান্ডের কাছে লজ্জার হার, তার উপর বাবরকে ব্যঙ্গ করলেন সতীর্থ ...

ফুটবলের প্রচার, ভারতে আসছেন ম্যান ইউয়ের এই প্রাক্তন তারকা...

অস্ট্রেলিয়া সিরিজে এক টেস্টে অনিশ্চিত রোহিত, বোর্ডের কাছে ছুটির আবেদন...

বাংলায় কথা বললেন সঞ্জু, আউট হলেন মিরাজ, অবাক করা ঘটনা অরুণ জেটলি স্টেডিয়ামে ...

বাবার মৃত্যুর খবরে বিশ্বকাপের মাঝেই দেশে ফিরছেন পাকিস্তান অধিনায়ক ফাতিমা সানা...

পাকিস্তানের বিরুদ্ধে ব্রুকের ট্রিপল, রুটের ডাবল সেঞ্চুরি, আটশো রানের পাহাড়ে ইংল্যান্ড...

টেনিসকে বিদায় জানালেন নাদাল, ডেভিস কাপের পর অবসর ঘোষণা...





রবিবার অনলাইন

সোশ্যাল মিডিয়া



03 24