শুক্রবার ১০ জানুয়ারী ২০২৫
সম্পূর্ণ খবর
Riya Patra | ২৭ মার্চ ২০২৪ ১৭ : ৫৫Riya Patra
আজকাল ওয়েবডেস্ক: কঙ্গনা রানাউতে রাজনীতির ময়দানে। তবে এবার বিতর্ক তাঁকে নিয়ে নিয়ে, বরং তাঁকে নিয়ে করা মন্তব্যকে ঘিরে। কংগ্রেস নেত্রী সুপ্রিয়া শ্রীনাতের একটি পোস্ট ঘিরে জোর বিতর্ক। এবার সেই মন্তব্যের কারণে কংগ্রেস নেত্রীকে শো কজ নোটিশ পাঠাল জাতীয় নির্বাচন কমিশন। শুক্রবার বিকেল ৫টার মধ্যে তাঁকে জবাব দিতে বলা হয়েছে। জানাতে হবে কেন এই মন্তব্যের জন্য তাঁর বিরুদ্ধে আদর্শ আচরণ বিধি লঙ্ঘনের জন্য ব্যবস্থা গ্রহণ করবে না কমিশন।
বিতর্কের সূত্রপাত একটি পোস্ট ঘিরে। কঙ্গনাকে নিয়ে করা ওই পোস্টের পর লম্বা একটি পোস্ট সমাজমধ্যোম করেছিলেন মান্ডির বিজেপি প্রার্থী কঙ্গনা নিজেও। যদিও এই প্রসঙ্গে সুপ্রিয়া আগেই জানিয়েছেন, তাঁর সমাজ মাধ্যমের অ্যাকাউন্ট গুলি অনেকেই ব্যবহার করেন। তাঁর অজ্ঞাতেই অন্য কেউ এই পোস্ট করেছেন। তিনি জানার পরেই সমাজ মাধ্যম থেকে সেই পোস্ট মুছে ফেলা হয়। সমাজ মাধ্যমেই একটি ভিডিওতে এই প্রসঙ্গ বার্তা দিয়েছিলেন কংগ্রেস নেত্রী। অন্যদিকে তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা ব্যানার্জিকে নিয়ে করা অশোভন মন্তব্যের জন্য কমিশন শো কজ নোটিশ পাঠিয়েছে বঙ্গ বিজেপির প্রাক্তন সভাপতি, বর্ধমান দুর্গাপুরে বিজেপির লোকসভার প্রার্থী দিলীপ ঘোষকেও।