রবিবার ২০ এপ্রিল ২০২৫
সম্পূর্ণ খবর
Rajat Bose | ২৭ মার্চ ২০২৪ ১২ : ৫৮Rajat Bose
আজকাল ওয়েবডেস্ক: সিএএ (ক্যা)–র দ্বিতীয় ধাপ এনআরসি। একবার ‘ক্যা’ চালু করতে পারলে কেন্দ্র সরকার এনআরসি–ও লাগু করার চেষ্টা করবে। তাই মালদা এবং মুর্শিদাবাদ জেলায় ‘ক্যা’ চালু করার চেষ্টা হলে সমস্তরকমভাবে তার প্রতিরোধ করা হবে। বুধবার এই ভাষাতেই হুঁশিয়ারি দিয়ে তৃণমূল কংগ্রেসের মালদা (দক্ষিণ) লোকসভা কেন্দ্রের প্রার্থী শাহানাজ আলি রাইহান প্রচার শুরু করলেন ওই লোকসভা কেন্দ্রের অন্তর্গত মুশিদাবাদের ফারাক্কা বিধানসভা এলাকায়। বুধবার প্রচার পর্বে তৃণমূল প্রার্থীর সঙ্গে উপস্থিত ছিলেন ফরাক্কার তৃণমূল বিধায়ক মনিরুল ইসলাম সহ একাধিক শীর্ষ তৃণমূল নেতা।
এদিন সকালে এনটিপিসি ২ নম্বর গেটের কাছে তাপবিদ্যুৎ কেন্দ্রের ঠিকা শ্রমিকদের সঙ্গে কথা বলে প্রচার শুরু করেন রাইহান। এরপর বেওয়া–১ এবং বাহাদুরপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় ঘুরে ঘুরে প্রচার সারেন।
রাইহান বলেন, ‘সিএএ ভারতীয় সংবিধানের পরিপন্থী একটি আইন। এই আইন প্রয়োগ করে কেবলমাত্র কয়েকটি নির্দিষ্ট দেশ থেকে আগত নির্দিষ্ট ধর্মের মানুষের নাগরিকত্ব দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। এর পরবর্তী ধাপে কেন্দ্র সরকার এনআরসি লাগু করার চেষ্টা করবে। তাই ‘ক্যা’ লাগু করার চেষ্টা হলে তার প্রতিরোধ করা হবে।’
তৃণমূল প্রার্থী বলেন, ‘প্রায় ৪৪ বছর ধরে মালদা (দক্ষিণ) লোকসভা গনি খান চৌধুরীর পরিবারের কোনও সদস্যকে এখানকার সাংসদ হিসেবে পেয়েছে। ২০০৬ সালে গনি খান চৌধুরী মারা যাওয়ার পর এখানকার মানুষ এমন কাউকে পায়নি যাকে নিজের ঘরের ছেলে বলতে পারে। কিন্তু আমার প্রতি এখানকার মানুষের ‘ঘরের ছেলে’র সেই ভালবাসা দেখতে পাচ্ছি।’
গঙ্গা ভাঙন প্রতিরোধ নিয়ে কেন্দ্র সরকারকে বিঁধে তৃণমূল প্রার্থী বলেন, ‘মুর্শিদাবাদে গঙ্গা নদীর ভাঙন প্রতিরোধের জন্য কেন্দ্রীয় সরকার কোনও কাজই করছে না। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ভাঙন প্রতিরোধের জন্য সামশেরগঞ্জে ১০০ কোটি টাকা বরাদ্দ করেছেন। মালদার পারদেওনারপুরের জন্য আরও ১০ কোটি টাকা বরাদ্দ হয়েছে। উল্টোদিকে ‘নমামি গঙ্গে’ প্রকল্পের অংশ হিসেবে বারাণসীর ঘাটের সৌন্দর্যায়নের জন্য ২২ হাজার কোটি টাকা বরাদ্দ হয়েছে।’
শ্রমিকদের অধিকার এবং তাদের উন্নয়নের জন্য মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি একাধিক প্রকল্প চালু করেছেন। রাইহান বলেন,‘সাংসদ নির্বাচিত হলে ফারাক্কার বিভিন্ন প্রকল্পে কর্মরত শ্রমিকরা যাতে কেন্দ্রীয় বিভিন্ন প্রকল্পের সুবিধাও পান সেই বিষয়ে সচেষ্ট হব।’
নানান খবর
নানান খবর

দিনহাটায় গ্রেপ্তার বাংলাদেশি অনুপ্রবেশকারী, নাশকতার ছক নাকি অন্য কোনও উদ্দেশ্য?

জাফরাবাদে নিহত পিতা-পুত্রের পরিবারের পাশে শাসক দল তৃণমূল, সন্তানদের পড়ানোর দায়িত্ব নিলেন দুই সাংসদ

সূর্যের হাসি এখন বাঁকুড়ার লাল মাটিতে, সূর্যমুখী চাষে কৃষিতে নতুন জোয়ার

প্রীতিভোজের আসরে পুলিশ পৌঁছতেই বেপাত্তা বরের বাড়ির লোকজন, কনে গেল 'হোম'-এ, কারণ কী?

কড়া হাতে পরিস্থিতির মোকাবিলা, স্বাভাবিক হচ্ছে ধুলিয়ান, খুলছে দোকানপাট, গ্রেপ্তার ২৮৯

উদ্ধার হাড়, মাথার খুলি, জামার টুকরো, এগুলি কি নিখোঁজ দুই যমজ বোনের? উঠেছে প্রশ্ন

ছাগল নিয়ে ঝগড়া, দু'পক্ষের মারপিট, পুলিশ সুপারের অফিসের সামনে ধর্না

দিনহাটায় গ্রেপ্তার বাংলাদেশি অনুপ্রবেশকারী, নাশকতার ছক নাকি অন্য কোনও উদ্দেশ্য?

এবার লেডিস স্পেশালেও উঠতে পারবেন পুরুষ যাত্রীরা, বড় সিদ্ধান্ত শিয়ালদহ ডিভিশনের

মুরগি কেন ওই বাড়িতে গেল! তা নিয়ে দু’পক্ষের মারামারি, আহত কমপক্ষে ১০

মুর্শিদাবাদে স্বাভাবিক হচ্ছে পরিস্থিতি, ক্ষতিগ্রস্ত এলাকায় প্রশাসনের শীর্ষকর্তারা

'সকালে উঠে স্ত্রীকে যেন না বলেন, চলো রামমন্দিরে যাই', দিলীপ ঘোষকে পরামর্শ মদন মিত্রের

চোলাই মদের বিরুদ্ধে বড়সড় অভিযান পুলিশ ও আবগারি বিভাগের, বাজেয়াপ্ত কাঁচামাল, গ্রেপ্তার এক

ভাড়াটিয়ার বিদ্যুতের বিল বকেয়া ছিল, তাগাদা করেছিলেন বাড়ির মালিক, রাগে তাঁর স্ত্রীকে খুন

টর্নেডোর দাপটে উড়ল ঘরের চাল, পড়ল গাছ, লণ্ডভণ্ড দাদপুর-ধনেখালির বিস্তীর্ণ এলাকা