বৃহস্পতিবার ১২ ডিসেম্বর ২০২৪
সম্পূর্ণ খবর
Pallabi Ghosh | ২৭ মার্চ ২০২৪ ১০ : ২৭Pallabi Ghosh
আজকাল ওয়েবডেস্ক: ভোট প্রচারে বেরিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উদ্দেশে কুরুচিকর মন্তব্যের কয়েক ঘণ্টা পরেই দুঃখপ্রকাশ করলেন দিলীপ ঘোষ। মঙ্গলবার রাতে এই মন্তব্যের জেরে জেপি নাড্ডার নির্দেশে দিলীপকে শোকজ নোটিশ পাঠায় বিজেপি। কার্যত বুধবার সকালেই তাঁর সুর বদল।
দুঃখপ্রকাশ করে দিলীপ ঘোষ বলেন, "মুখ্যমন্ত্রীর সঙ্গে আমার ব্যক্তিগত ঝগড়া নেই। তাঁর সম্পর্কে আমার মনে কোনও ক্লেশ নেই, ক্লেদ নেই। মানুষকে বিভ্রান্ত করতে তিনি যে মন্তব্য করেছেন, তার প্রতিবাদ করেছি। আমার ভাষা, শব্দ চয়ন নিয়ে অনেকের আপত্তি আছে। দলও বলেছে। যদি তাই হয় আমি দুঃখিত।"
ভোটের আবহে আদর্শ আচরণবিধি ভঙ্গের অভিযোগে দিলীপ ঘোষের বিরুদ্ধে পদক্ষেপের দাবি জানিয়েছে রাজ্যের শাসকদল। মুখ্যমন্ত্রীকে অবমাননাকর মন্তব্যের জেরে নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়েছে তৃণমূল কংগ্রেস। এরপর রিপোর্ট চেয়ে পাঠিয়েছে কমিশন। আজ বেলা ১১টায় নির্বাচন কমিশনে তৃণমূলের ১০ জনের প্রতিনিধি দল যাবে।