মঙ্গলবার ১৭ সেপ্টেম্বর ২০২৪

সম্পূর্ণ খবর

লোকসভা নির্বাচন ২০২৪ | PUNJAB: পাঞ্জাবে একলা লড়বে বিজেপি, হবে চতুর্মুখী লড়াই

Sumit | ২৬ মার্চ ২০২৪ ১৪ : ২৪Sumit Chakraborty


আজকাল ওয়েবডেস্ক: পাঞ্জাবে একলা চলার সিদ্ধান্ত নিল বিজেপি। ১৩ টি লোকসভা আসনে এবার হবে চতুর্মুখী লড়াই। পাঞ্জাবে বিজেপির দায়িত্বপ্রাপ্ত নেতা সুনীল ঝাকর বলেন, শিরোমনি অকালি দলের সঙ্গে আর তাঁদের জোট হওয়ার কোনও সম্ভাবনা নেই। তাই এখানে বিজেপি একলা লড়বে। এই সিদ্ধান্ত জনগনের মতামত, দলীয় কর্মীদের সঙ্গে আলোচনা করেই নেওয়া হয়েছে। পাশাপাশি পাঞ্জাবের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যে উন্নয়ন করেছেন তা সকলেরঅ জানা। যদিও শিরোমনি অকালি দলের সঙ্গে জোটের পথে যাওয়ার চিন্তাভাবনা ছিল বিজেপির। তবে শিরোমনি অকালি দলের বেশ কয়েকটি শর্ত মানতে নারাজ বিজেপি। শিরোমনি অকালি দল দাবি করে, জেলে শেষ হওয়া সাজাপ্রাপ্ত শিখ বন্দিদের মুক্তি দিতে হবে এবং কৃষকদের দেওয়া সমস্ত প্রতিশ্রুতি রক্ষা করতে হবে। তাঁদের এই দুটি দাবি মানতে রাজি হয়নি বিজেপি শিবির। তাই ভেস্তে গেল জোট। এই ঘোষণার পর পাঞ্জাবে চতুর্মুখী লড়াই হবে। আপ এবং কংগ্রেসও এখানে একলা চলার নীতিই নিয়েছে। 




বিশেষ খবর

নানান খবর

শীঘ্রই আসছে...

নানান খবর



সোশ্যাল মিডিয়া



03 24