শনিবার ২৩ নভেম্বর ২০২৪
সম্পূর্ণ খবর
Sumit | ২৪ মার্চ ২০২৪ ১৩ : ২৬Sumit Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: ভারতের প্রাক্তন বায়ুসেনা প্রধান আরকেএস ভাদুরিয়া যোগ দিলেন বিজেপিতে। বিজেপি নেতা বিনোদ তাওড়ে বলেন, যেভাবে ভারতীয় বায়ুসেনায় তিনি দক্ষতার সঙ্গে নিজের কাজ করেছেন, এবার বিজেপিতে যোগদান করে নিজের রাজনৈতিক কেরিয়ারেও দেশের সেবা করবেন এই প্রাক্তন বায়ুসেনা প্রধান। দেশের হয়ে দীর্ঘ ৪০ বছর ধরে কাজ করেছেন ভাদুরিয়া। প্রসঙ্গত, এই প্রাক্তন বায়ুসেনা প্রধানই রাফাল চুক্তির অন্যতম কাণ্ডারী ছিলেন। তিনি হলেন প্রথম ভারতীয় বায়ুসেনা আধিকারিক যিনি রাফাল বিমান চালিয়েছেন। ফ্রান্সের কাছ থেকে এই বিমানগুলি কেনার ক্ষেত্রে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। ২৬ টি ভিন্ন ধরণের যুদ্ধবিমান চালানোর অভিজ্ঞতা রয়েছে তাঁর। এদিন যোগদানের পর ভাদুরিয়া বলেন, দেশসেবার আরও একটা সুযোগ হাতছাড়া করতে চান না। বিজেপি তাঁকে সেই সুযোগ করে দিতে পারে।