রবিবার ২০ এপ্রিল ২০২৫

সম্পূর্ণ খবর

রাজ্য | Bike Rally: ‌অনুমোদনহীন বাইক মিছিল আটকাল পুলিশ,‌ অবরোধ শুরু লকেটের

Rajat Bose | ১৫ মার্চ ২০২৪ ১৭ : ০২Rajat Bose


মিল্টন সেন, হুগলি:‌ সরকারি অনুমোদনের তোয়াক্কা না করে লাগাতার দলীয় কর্মসূচি বিজেপি সাংসদের। এবার প্রশাসনের কড়া নির্দেশিকা উপেক্ষা করে বাইক মিছিল শুরু হতেই তা আটকাল পুলিশ। সম্প্রতি সংসদের নেতৃত্বে পুলিশ কমিশনারের দপ্তরে স্মারক জমা দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে উত্তাল হয় জেলা সদর। বিজেপির সেই কর্মসূচির কোনও অনুমোদন ছিল না। ফলে আইনানুগ ব্যবস্থা নিতে বাধ্য হয় পুলিশ। এদিকে সরকারি অনুমোদন দূরস্থান, কোনওরকম আগাম সূচনা ছাড়াই সোশ্যাল মিডিয়ায় শনিবার বাইক মিছিলের কর্মসূচি ঘোষণা করেন সাংসদ। বিষয়টি নজরে পড়তেই অবাক হয় জেলা প্রশাসন। সম্প্রতি জেলার উচ্চপদস্থ আধিকারিকদের উপস্থিতিতে সর্বদলীয় বৈঠকে বাইক মিছিল করা যাবে না, এই মর্মে নির্দেশ দেওয়া হয় সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধিদের। তার পরেও জেলার চার মহকুমায় পুনরায় একইভাবে বৈঠক ডেকে প্রশাসনের তরফে রাজনৈতিক দলগুলিকে বাইক মিছিল থেকে বিরত থাকার বিষয়ে সতর্ক করে দেওয়া হয়।
শুক্রবার রাতে সোশ্যাল মিডিয়ায় খোদ সাংসদের এমন কর্মসূচির খবর জেলা প্রশাসনের কর্তাদের চিন্তায় ফেলে। সঙ্গে সঙ্গেই চিঠি দিয়ে জেলা বিজেপিকে কর্মসূচি থেকে বিরত থাকার কথা বলেন এসিপি ওয়ান সৌমেন ব্যানার্জি। কিন্তু এদিন সকালে নির্ধারিত সময়ে মানকুন্ডুর বাড়ি থেকে ভদ্রেশ্বর গেট বাজারের উদ্দেশে রওনা দিয়েছিলেন লকেট চ্যাটার্জি। আগে থেকেই প্রস্তুত ছিল চন্দননগর কমিশনারেটের পুলিশ। গোটা রাস্তা কার্যত মুড়ে ফেলা হয়েছিল পুলিশে। চন্দননগর বারাসাত গেট এলাকায় ব্যারিকেড করে আটকে দেওয়া হয় সাংসদকে। এরপর পায়ে হেঁটেই ভদ্রেশ্বর শ্যামনগর জুটমিল গেটে যান লকেট। এরপরই কর্মী সমর্থকদের নিয়ে গেট বাজার এলাকা অবরোধ করেন লকেট। বসে পড়েন রাস্তায়। এদিন সাংসদ অভিযোগ করেন, রাজ্য পুলিশ দলদাসে পরিণত হয়েছে। তাই বিজেপির কর্মসূচিতে আসা কর্মীদের বাইক ধরে কেস দিয়েছে। এদিকে, বাইক মিছিলের কথা অস্বীকার করেন সাংসদ। অবরোধের জেরে গোটা শহরে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। পুলিশ প্রশাসন সূত্রে জানানো হয়েছে, এই ধরনের রাজনৈতিক কর্মসূচির ক্ষেত্রে সব দলের ক্ষেত্রেই প্রশাসনিক অনুমোদন আবশ্যক। অফিস টাইমে রাস্তা আটকে দলীয় কর্মসূচি করা যায় না। এটা সম্পূর্ণ বেআইনি। তাছাড়া রাস্তায় বাইক চালানোর ক্ষেত্রেও নির্দিষ্ট কিছু আইন রয়েছে। তাছাড়া আরোহীদের হেলমেট ছিল না। তাই আইনানুগ ব্যাবস্থা নেওয়া হয়েছে। 



ছবি:‌ পার্থ রাহা 




নানান খবর

নানান খবর

মমতা প্রশাসনেই আস্থা ধুলিয়ানবাসীর, বাড়ি ফিরলেন সমস্ত ঘরছাড়ারা, বন্ধ মালদহের ত্রাণ শিবির

মন্দির উদ্বোধনের আগেই দিঘার সমুদ্রে ভেসে এলেন জগন্নাথ দেব, সৈকতনগরী জুড়ে চাঞ্চল্য

নৃশংস, দোকানে ঢুকে নাবালকের গায়ে ফুটন্ত দুধ ঢেলে দিলেন বিজেপি নেতা! বর্ধমানে হইহই কাণ্ড

বিনামূল্যে চেক-আপ করালেন সাধারণ মানুষ, সাংসদ রচনা ব্যানার্জির উদ্যোগে আয়োজিত হল স্বাস্থ্য শিবির

একাই হয়ে দাঁড়িয়েছিল মাথাব্যথার কারণ, পুলিশের জালে কুখ্যাত বাইক চোর ‘বালুসা’

উদ্ধার হাড়, মাথার খুলি, জামার টুকরো, এগুলি কি নিখোঁজ দুই যমজ বোনের? উঠেছে প্রশ্ন

ছাগল নিয়ে ঝগড়া, দু'পক্ষের মারপিট, পুলিশ সুপারের অফিসের সামনে ধর্না

দিনহাটায় গ্রেপ্তার বাংলাদেশি অনুপ্রবেশকারী, নাশকতার ছক নাকি অন্য কোনও উদ্দেশ্য?

এবার লেডিস স্পেশালেও উঠতে পারবেন পুরুষ যাত্রীরা, বড় সিদ্ধান্ত শিয়ালদহ ডিভিশনের

মুরগি কেন ওই বাড়িতে গেল!‌ তা নিয়ে দু’‌পক্ষের মারামারি, আহত কমপক্ষে ১০

মুর্শিদাবাদে স্বাভাবিক হচ্ছে পরিস্থিতি, ক্ষতিগ্রস্ত এলাকায় প্রশাসনের শীর্ষকর্তারা

'সকালে উঠে স্ত্রীকে যেন না বলেন, চলো রামমন্দিরে যাই', দিলীপ ঘোষকে পরামর্শ মদন মিত্রের

চোলাই মদের বিরুদ্ধে বড়সড় অভিযান পুলিশ ও আবগারি বিভাগের, বাজেয়াপ্ত কাঁচামাল, গ্রেপ্তার এক

ভাড়াটিয়ার বিদ্যুতের বিল বকেয়া ছিল, তাগাদা করেছিলেন বাড়ির মালিক, রাগে তাঁর স্ত্রীকে খুন

টর্নেডোর দাপটে উড়ল ঘরের চাল, পড়ল গাছ, লণ্ডভণ্ড দাদপুর-ধনেখালির বিস্তীর্ণ এলাকা

সোশ্যাল মিডিয়া