শুক্রবার ১৮ অক্টোবর ২০২৪

সম্পূর্ণ খবর

রাজ্য | পঞ্চমীতে দেবীর চক্ষুদান, বোধনে কামান দেগে পুজো শুরু হত গোবরডাঙা জমিদার বাড়িতে

Pallabi Ghosh | ১৯ অক্টোবর ২০২৩ ১২ : ১৯Pallabi Ghosh


পল্লবী ঘোষ: ১৭৫৭ খ্রিস্টাব্দ। পলাশীর যুদ্ধ। তার ঠিক কয়েক বছর আগেকার কথা। গোবরডাঙার জমিদার শ্যামলাল চট্টোপাধ্যায়ের উদ্যোগে বাংলার প্রত্যন্ত গ্রামের এক উঠোনে শুরু হয় দুর্গাপুজো। সেই পুজোর আচার, রীতিনীতি এতটাই জাঁকজমকপূর্ণ ছিল, যে আশেপাশের বহু গ্রাম থেকে এসে ঠাকুর দালানে ভিড় জমাতেন সাধারণ মানুষ। দিন যত এগোয়, উৎসবের আমেজ, আনন্দ ক্রমেই বাড়তে থাকে। শ্যামলালের সময় পুজো শুরু হলেও, তাঁর পুত্র খেলারামের আমলে পুজোর আড়ম্বর কয়েকগুণ বেড়ে যায়। জানা যায়, প্রসন্নময়ী কালী মাতার আশীর্বাদে পুত্র সন্তান লাভ করেন তিনি। পুত্রের নাম রাখেন কালীপ্রসন্ন। এরপর থেকেই এই বংশের নবজাতকদের নামের সঙ্গে প্রসন্ন যোগ করার রীতি চালু হয়। গোবরডাঙা জমিদার বাড়ির দেবীকে প্রসন্নময়ী দুর্গাও বলতেন অনেকে। বাড়ির সদস্য নয়ন প্রসন্ন মুখার্জির কথায়, বর্তমানে জমিদারি না থাকলেও ৩১২ বছরের পুরনো পুজোর কিছু রীতি এখনও মেনে চলা হয়। জন্মাষ্টমীতে কাঠামো পুজোর মাধ্যমে প্রতিমা তৈরির কাজ শুরু হয়। বাবলা কাঠের কাঠামোয় তৈরি হয় প্রতিমা। প্রতিপদ থেকে শুরু ঘটপুজো। মহালয়ায় নয়, পঞ্চমীতে দেবীর চক্ষুদান করানো হয়। তারপর ষষ্ঠী থেকে শুরু চিরাচরিত পুজোর রীতি। এককালে বোধন আর সন্ধিপুজোর আগে কামান দাগার রীতি চালু ছিল। কামান দাগার শব্দ শুনে পুজোর দিনক্ষণ আন্দাজ করতেন দূরদূরান্তের মানুষ। বর্তমানে সেই প্রথা নেই। সময়ের সঙ্গে সঙ্গে বলি প্রথাও উঠে গেছে। প্রসন্নময়ী দুর্গাকে ১৩টা পাঠা, ২ টো ভেড়া উৎসর্গ করা হত। ১৯৯৭ সাল থেকে পশুবলি প্রথা বন্ধ করে দেন বাড়ির সদস্যরা। দেবীর বিসর্জনের রীতিও ছিল চোখ ধাঁধানো। বাড়ির ১২টা পোষ্য হাতি নিয়ে বিসর্জনে বেরোতেন সদস্যরা। ভরা যমুনায় জোড়া নৌকা বেঁধে প্রতিমা বিসর্জন দেওয়া হত। নয়ন প্রসন্ন মুখার্জি জানালেন, পুজোর ক'দিন জমিদার বাড়িতে শাস্ত্রীয় সঙ্গীতের আসর বসত। বাংলার প্রথিতযশা শিল্পীরা আসতেন সেখানে। এমনকী বিসর্জনের সময় যমুনায় নৌকাতেও গানবাজনার আসর বসত। তবে সেই রীতিরও পরিবর্তন হয়েছে। নয়ন প্রসন্ন মুখার্জি বললেন, জমিদার বাড়ির সকল সদস্যরা পুজোর কদিন এই বাড়িতেই কাটান। জৌলুস হারালেও, এখনও বোধন থেকে বিসর্জন অগণিত মানুষের ভিড় জমে বাড়িতে। ফলে দেবীর আরাধনার মাঝে নতুন করে প্রাণ ফিরে পায় গোবরডাঙা জমিদার বাড়ি। যার আলোয় আলোকিত হয় মফস্বলের অলিগলি।




বিশেষ খবর

নানান খবর

নানান খবর

বেপরোয়া গতির লরি ধাক্কা মারল ট্রাফিক পুলিশকে, সাতসকালে মর্মান্তিক দুর্ঘটনা উলুবেড়িয়ায়...

শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ, এখনই রেহাই নয়, আগামী সপ্তাহেও প্রবল বৃষ্টিতে নাজেহাল হবে দক্ষিণবঙ্গ!...

বন্ধ ফ্ল্যাট থেকে বেরোল তিন দিনের পুরনো মৃতদেহ, উত্তরপাড়ায় চাঞ্চল্য...

অনুব্রতর পর এবার ওয়াই ক্যাটাগরির নিরাপত্তা পাচ্ছেন কাজল শেখ...

বঙ্গোপসাগরে পরপর নিম্নচাপ, সামনের সপ্তাহে ধেয়ে আসছে রাক্ষুসে বর্ষা, ভেসে যাবে বাংলা...

২৪ ঘণ্টায় জন্ম ১৮টি যমজ শিশুর, বর্ধমান মেডিক্যাল কলেজে রেকর্ড ...

গত পাঁচ মাসে নিখোঁজ ১৭ নাবালিকা, চাঞ্চল্য হুগলির পোলবায়...

রুখে দাঁড়ালেন স্থানীয় বাসিন্দারা, বন্ধ হল তরুণীর জবরদস্তি বিবাহ...

উত্তর ২৪ পরগনার দুই কেন্দ্রেই আত্মবিশ্বাসী তৃণমূল, বিরোধীরা হাতড়ে বেড়াচ্ছে  আরজি কর ...

লক্ষ্মী পুজোয় প্রবল দুর্যোগ জেলায় জেলায়, বিকেল গড়াতেই ঝেঁপে বৃষ্টি, সঙ্গে মেঘের গর্জন-বজ্রপাত...

২০২৬ সালের বিধানসভা নির্বাচনের লক্ষ্যে শুরু করে দিতে হবে সাংগঠনিক প্রস্তুতি, বিজয়া সম্মিলনী থেকে দলের নেতাকর্মীদের বার্...

অভিযোগ ছিনতাই-শ্লীলতাহানির, স্বরূপনগরে গ্রেপ্তার সিভিক ভলান্টিয়ার ও ভিলেজ পুলিশ ...

রোগী মৃত্যু, চিকিৎসকের বিরুদ্ধে চিকিৎসায় গাফিলতির অভিযোগ...

বাবা-মা ভালোবাসে না, বালকের মুখে একথা শুনে বাড়ি নিয়ে এলেন দম্পতি, শেষে পরিচয় জেনে চমকে উঠলেন...

ফরাক্কার নাবালিকা খুনে অভিযুক্তের পুলিশি হেফাজত, নাবালিকার ময়নাতদন্ত শেষ...

লক্ষ্মীপুজোয় দুর্যোগের ঘনঘটা, একাধিক জেলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস, কতদিন চলবে? ...

সক্রিয় মাদক পাচারকারীরা, সক্রিয় পুলিশ, মুর্শিদাবাদে উদ্ধার কোটি টাকা মূল্যের নিষিদ্ধ মাদক ...

সামান্য টাকা দিলেই মিলছে দামী গাছ কাটার অনুমতি, তদন্তর নির্দেশ ডিএফও-র, ক্ষুব্ধ বনমন্ত্রীও...



সোশ্যাল মিডিয়া



10 23