রবিবার ১৬ মার্চ ২০২৫
সম্পূর্ণ খবর
Sampurna Chakraborty | ১০ মার্চ ২০২৪ ১৬ : ১২Sampurna Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: জোড়া বিশ্বকাপ জয়ী ইউসুফ পাঠান এবার রাজনীতির মঞ্চে। নতুন ইনিংস শুরু করতে চলেছেন ইরফান পাঠানের দাদা। লোকসভা নির্বাচনে বহরমপুরের প্রার্থী করা হল ৪১ বছরের ইউসুফকে। অর্থাৎ, অধীর চৌধুরীর বিরুদ্ধে লড়বেন তিনি। রবিবার ব্রিগেডের মঞ্চে লোকসভা নির্বাচনের প্রার্থী তালিকা প্রকাশ করা হয়। সেখানে সবচেয়ে বড় চমক ইউসুফ পাঠানের তৃণমূলে যোগ দেওয়া। রাজনীতিতে কোনও অভিজ্ঞতা না থাকলেও বাংলার সঙ্গে তাঁর একটা যোগসূত্র রয়েছে। দীর্ঘদিন কলকাতা নাইট রাইডার্সের হয়ে আইপিএল খেলেছেন তিনি। এদিন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, মহুয়া মৈত্র, রচনা ব্যানার্জি, জুন মালিয়াদের সঙ্গে ব্রিগেডের ব়্যাম্পে হাঁটেন পাঠান। তাঁকে তৃণমূলের প্রার্থী করায় ধন্যবাদ জানান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে। ইউসুফ পাঠান বলেন, "আমি প্রায় ১২ বছর ধরে দিদিকে চিনি। অভিষেকের সঙ্গে সদ্য আলাপ হয়েছে। আমাকে তৃণমূলের প্রার্থী করায় কৃতজ্ঞ।"
মোদির শহরে জন্ম ইউসুফের। বারোদার গুজরাটি পরিবারে জন্মান। ছোট থেকেই ক্রিকেট খেলতে ভালবাসতেন। বারোদার বয়সভিত্তিক দলের নিয়মিত সদস্য ছিলেন। ২০০৭ সালে আন্তর্জাতিক ক্রিকেটে পদার্পণ। দেওধর ট্রফিতে ভাল খেলায় নির্বাচকদের নজরে পড়েন। ২০০৭ সালের প্রথম টি-২০ বিশ্বকাপের দলে সুযোগ পান। ভারত-পাকিস্তান ফাইনালে দেশের জার্সিতে অভিষেক হয়। টানা ২০১২ সাল পর্যন্ত দেশের জার্সিতে টি-২০ ক্রিকেট খেলেন। ২০০৮ সালে একদিনের ক্রিকেটে হাতেখড়ি। ২০১১ বিশ্বকাপ জয়ী দলের সদস্য ছিলেন। প্রথম আইপিএল থেকেই রাজস্থান রয়্যালসের সদস্য ছিলেন। শেন ওয়ার্নের দলের হয়ে আইপিএলও জেতেন। ২০১১ থেকে ২০১৭ পর্যন্ত, টানা ছ"বছর কেকেআরে খেলেন। অবসরের পর লিজেন্ডস ক্রিকেট লিগে নিয়মিত অংশ নেন ইউসুফ। বাইশ গজে বিগ হিটার বলে তাঁর পরিচয়। অনায়াসেই ছক্কা হাঁকাতে পারেন। নিজের দিনের একার হাতে যেকোনও ম্যাচ জেতানোর ক্ষমতা রাখতেন। রাজনীতির ময়দানে এবার বহরমপুরে কড়া চ্যালেঞ্জের মুখোমুখি হবেন সিনিয়র পাঠান। বিপক্ষে দুঁদে রাজনীতিবিদ অধীর চৌধুরী। রাজনীতির মঞ্চেও কি ছক্কা হাঁকাতে পারবেন ইউসুফ?
নানান খবর

নানান খবর

ক্রিকেটমাঠে ফের মুখোমুখি শচীন ও লারা, মাস্টার্স লিগের ফাইনালে দেখা যাবে দুই কিংবদন্তির টক্কর

পারল না সৌরভের দিল্লি, মহিলাদের আইপিএল জিতে নজির গড়ল হরমনপ্রীতের মুম্বই

ইডেনে প্র্যাকটিস ম্যাচে ঝড় তুললেন অবাছাই ক্রিকেটার, রান পেলেন কুইন্টন-রিঙ্কুও

চ্যাম্পিয়ন্স ট্রফিতে রোহিতের তুরুপের তাস তিনি, টেস্ট কি খেলবেন? বরুণ যা বললেন...

'আরও একটা অস্ট্রেলিয়া সফর...', টেস্ট অবসর নিয়ে জল্পনা বাড়িয়ে দিলেন কোহলি স্বয়ং

'তু হ্যায় তো ...',চতুর্থ বিবাহ বার্ষিকীতে আবেগঘন পোস্ট সঞ্জনা-বুমরার, সোশ্যাল মিডিয়ায় লাইকের ঝড়

সপরিবারে ছুটি কাটাতে মালদ্বীপে রোহিত, ছবিতে ভরিয়ে দিলেন সোশ্যাল মিডিয়া

অল ইংল্যান্ড ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ থেকে বিদায় লক্ষ্যের

শচীনের থেকে হোলি সারপ্রাইজ পেলেন যুবি, কী হল তারপর?

রোহিত বা বিরাট নয়, চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের জন্য কাকে কৃতিত্ব দিলেন পন্টিং?

রোহিত বা বিরাট নয়, চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের জন্য কাকে কৃতিত্ব দিলেন পন্টিং?

খারাপ সময় যেন কাটছেই না, কেরিয়ারে এবার বিরাট ধাক্কা, দু’বছরের জন্য ব্যান হ্যারি ব্রুক

কে বলল যুবরাজ অবসরে গিয়েছেন! অজিদের বিরুদ্ধে মাস্টার্স লিগে ফিরে এলেন সেই পুরনো যুবি, রইল তাঁর তাণ্ডবের ভিডিও

হাঁটুর অস্ত্রোপচার, চার মাস মাঠের বাইরে তারকা বোলার

হাঁটুর অস্ত্রোপচার, চার মাস মাঠের বাইরে তারকা বোলার

বড় ধাক্কা খেল পন্থের লখনউ, আইপিএলে বলই করতে পারবেন না ৩.৪ কোটির তারকা