প্রতিদিন আমি যেন
কেমন বদলে যাচ্ছি
শিশু থেকে কিশোর
কিশোর থেকে যুবক
যুবক থেকে বৃদ্ধ...
প্রতিদিন একটু একটু করে কেমন বদলে যাচ্ছি।
চোখের মধ্যে চোখ, বুকের মধ্যে বুক
গহন চুলের ছায়ায় মুখ ঢেকে যায়
দিনের আলোয় আঁধার দেখি
রাতের কালোয় ছায়া দেখি
ভয় পেয়ে যাই!
প্রতিদিন আমি বদলে যাচ্ছি
দিনের আলোয় বদলে যাচ্ছি
রাতের কালোয় বদলে যাচ্ছি।
উলটপালট হাওয়া বইছে তীব্র জোর
নদীর বুকে হাত রাখছি
পথের ধুলোয় পা রাখছি
আকাশ শূন্যে চোখ রাখছি
ভাবছি কেন সবার বুকে মাতাল-করা ঘোর!