নিরাময়

সাগরের কাছে এলে,
পাহাড়ের কাছে এলে
যন্ত্রণা ছোট হয়ে আসে;
থেমে যায় বেগবান কথার সেতু।
 
 
 
এই যে শহুরে রাত্তির
অযৌক্তিক কোলাহল
এক চিলতে জায়গা নিয়ে কামড়াকামড়ি
ক্ষুদ্রতম মানবেরও তীব্র আস্ফালন
কে কাকে মাড়িয়ে
দুমড়ে মুচড়ে
পৌঁছে যাবে পরের সারিতে।
 
 
 
হে ক্রোধে ক্ষোভে অসহায়তায় জর্জরিত
মাকাল শহর
তোমাকে বলছি-
সশরীরে না পারো
চোখ বুজে গভীর অনুভবে
পাহাড়ের কাছে যাও
সাগরের কাছে যাও
 
 
 
যে অহং গিলে গিলে রোজ
নিভে আসে আয়ু
বিপুল প্রকৃতি তার বিশুদ্ধ নিরাময়।

  • তন্ময় মণ্ডল