এই সময়

এই সময়ে আবার ভালো হয়ে উঠি 
এই সময়ে ভোরবেলায় চা বানাই 
গান শুনি, ছড়া লিখি 
এই সময়ে মজার দুঃখগুলো মনে পড়ে  
এই সময়ে, সময়টা পিছিয়ে যায় 
দিনগুলি এগিয়ে আসে 
এই সময়ের আড্ডাগুলো জমে ওঠে 
বন্ধুরা যোগাযোগ করে অনেকে 
খরচা করি ইচ্ছেমতো 
এই সময়ে, কিছুদিনের জন্য আমরা মানুষ হয়ে যাই 
প্যান্ডেলের কোনায় দাঁড়ানোর জায়গা খুঁজি 
সস্তা এগরোলের কুমড়োর সসে দাঁত রাঙাই
বুড়ির চুল আর ঝালমুড়ির তেল হাতে মাখাই 
এই সময়ে, বাবারা ছেলেদের হাত ধরে 
মেয়েরা মায়েদের 
এই সময়ে, ঝগড়া করি, তাও সঙ্গে বেরোই 
সন্ধিপুজোর ভোগে নজর দিই 
আড়চোখে আরো অনেককে  
সেই সময়ে ফিরে যেতে চাই, যেখানে ফেরার আর জায়গা নেই 
অল্প সময় প্রবীণদের জন্য রাখি 
অনেকটা সময় ছোটদের আবদারে 
এই সময়ে ঢাক বাজানোর চেষ্টা করি 
এই সময়ে স্টলগুলোতে উপচে পড়ি 
এই সময় প্রতিমার চোখে জল আসে 
এই সময়ে মণ্ডপের আলো জমে থাকা অন্ধকার ঢেকে দেয় 
এই সময়ে ছেলেবেলায় ফিরে যাই 
এই সময়ে, আমরা, অনেকেই আবার ভালো হয়ে যাই

  • অশনি ভাদুড়ী