নিয়তি

পাতাঝরা কিঞ্চিৎ বেদনার 
দূর থেকে খাঁ খাঁ লাগে।
তবে এই মরশুম বদলালে
ডালে ও পাতায় ফের 
সবুজের উৎসব জাগে। 
 
 
পাখিগুলো ঘর বাঁধে গাছ বুঝে
কেউ কেউ ভুল করে ঠিকই 
তুমি যদি পাখি হতে তবে
সেই দলে কক্ষনো নয়।
আমি আজ অন্য কথা লিখি 
 
 
একটি মৃত গাছ। 
তার শেষতম পাতাটির পতনের শব্দ 
আমার পাঁজরে বিঁধে আছে। 
গাছটি কি জানত আর কোনদিন 
সবুজ ছোঁবে না তাকে 
পাখিরাও আসবে না কাছে?

  • তন্ময় মণ্ডল