অন্ধকারের দিকে 

 
 
বুঝি ওর ঘুম পায়
ক্লান্ত শরীর, মুখ ফিরিয়ে শোয়। 
 
এদিকে আলাদা পৃথিবী,
জলপাইগুড়ির তিন নং ঘুমটি ধরে কারা যেন হেঁটেছিল এক বৃষ্টিদিনে। 
 
তিস্তা নদী জমি গিলে খায়
পার ভাঙে, পথ হারায়। 
 
দিব্য চলে যায় দিনরাত্রি 
মঞ্চের পেছনে কেউ আলো ফেলেনা
আলোর দিকে একজন
আরেকজন অন্ধকারের দিকে হেটে চলে একা একা..

  • রুবাইয়া জুঁই