দুটি কবিতা

অনুচ্চারিত অঙ্গীকার কবিতা

পলাশ মন্ডল

 

কি আছে আমার?

না আছে শব্দের ব্যঞ্জনা, না সুরের ঝঙ্কার! 

আমার সবটুকু মুগ্ধতাই তো তোমার সমারোহে

যেটুকু ঔজ্জ্বল্য আমার, তা তোমার আলোয়।

কি আছে আমার?

আমি কি সহজে যেতে পারি তোমার কাছে?

আমি কি বলতে পারি স্বপ্নাছন্ন কণ্ঠস্বরে

ছুঁতে চাই ছুঁতে চাই তোমায়!

কি আছে আমার? 

কাছে এলে তুমি নম্রভাবে, সহসা চাঁদে ওঠে ঢেউ 

ছুঁয়ে যায় প্রখর চন্দ্রালোক চরাচর।  

আমি যেন গাছ কিম্বা পাখি

অনুচ্চারিত অঙ্গীকারে দুঃখ পুষি বুকের ভেতর।

-----------------------------

 

 

নই নির্লিপ্ত জোনাকি

পলাশ মন্ডল

 

বলেছিলে তুমি-

বলেছিলে, চোরাবালিতে পা রেখোনা

হাতের ওপর হাত রাখো

স্বপ্ন বেচো না।

পাপড়ি মেলা ফুলের মত বলেছিলে-

বলেছিলে, আরো কত কথা।

রূপকথার সেই পাতাটা ভাঁজ করে রাখা হয়নি

তাই আজ আর চিহ্ন খুঁজে পাচ্ছিনা-

 

এখন আমার শরীর জুড়ে অবিরাম হিম-বৃষ্টি    

 আমাকে নিরস্ত্র করে তুমি মেতেছ

উন্মাদনার দাবানলে। দাবানলে শুধুই কি অরণ্য পোড়ে? 

স্বপ্নও পোড়ে নিরন্তর।

 

আমি কোন নির্লিপ্ত জোনাকি হয়ে থাকতে

পারবো না।  কাটাকুটির এই খেলাঘরে

তাই আজ বিদায় তোমার

কারণ, তুমি হারিয়েছ আমার বিশ্বাস।

  • পলাশ মন্ডল