শনিবার ০৯ নভেম্বর ২০২৪
সম্পূর্ণ খবর
Riya Patra | ১৬ ফেব্রুয়ারী ২০২৪ ১৪ : ০৭Riya Patra
আজকাল ওয়েবডেস্ক: মুর্শিদাবাদের সালার থানার পূর্বগ্রামে তৃণমূল কর্মী সুখচাঁদ শেখ খুনের ঘটনাতে জড়িত থাকার অভিযোগে সালার থানাতে ভরতপুর-২ ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি মোস্তাফিজুর রহমানের বিরুদ্ধে খুনের মামলা দায়ের হয়েছে। মোস্তাফিজুর মুর্শিদাবাদ জেলা পরিষদের মৎস্য এবং প্রাণীসম্পদ স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ পদেও রয়েছেন। সুখচাঁদ খুনের ঘটনায় যুক্ত থাকার অভিযোগ, বৃহস্পতিবার রাতে সালার থানার পুলিশ এলাকার সক্রিয় তিন তৃণমূল কর্মীকে গ্রেফতার করেছে। ধৃতদের সাত দিনের পুলিশি হেফাজতের আবেদন করে শুক্রবার তাদের কান্দি মহকুমা আদালতে পেশ করা হচ্ছে। পুলিশ সূত্রের খবর, ধৃত তিন ব্যক্তির নাম -মেহরাজ শেখ, মজিদ শেখ এবং সুরজ শেখ। তাদের সকলের বাড়ি পূর্বপাড়া গ্রামে। সুখচাঁদ খুনের ঘটনায় যুক্ত থাকার অভিযোগে মৃতের পরিবারের তরফে ভরতপুর-২ ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি মোস্তাফিজুর রহমান সহ মোট ১৭ জনের নামে এবং অন্য কিছু অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীর নামে সালার থানাতেয় বৃহস্পতিবার রাতে অভিযোগ দায়ের করা হয়। লিখিত অভিযোগের ভিত্তিতেই পুলিশ তিন ব্যক্তিকে গ্রেফতার করেছে।
প্রসঙ্গত উল্লেখ্য পূর্বপাড়া গ্রামে বুধবার অনুষ্ঠিত ক্রিকেট ম্যাচের ফলাফল এবং তাকে কেন্দ্র করে একটি ইভটিজিংয়ের ঘটনাকে কেন্দ্র করে বুধবার বিকেল এবং বৃহস্পতিবার সকালে উত্তপ্ত হয়ে ওঠে সালার থানার তালিবপুর গ্রাম পঞ্চায়েতের পূর্বপাড়া গ্রাম।
বৃহস্পতিবার সকালে সংঘর্ষ বড় আকার ধারণ করে। সেই সময় তৃণমূল কংগ্রেসের দুই পক্ষের সংঘর্ষে আহত হন কমপক্ষে ২৫ জন ব্যক্তি। সংঘর্ষের সময় স্থানীয় একটি চায়ের দোকানে বসেছিলেন ওই গ্রামে সক্রিয় তৃণমূল কর্মী সুখচাঁদ শেখ। সেইসময় কয়েকজন ওই দোকানে ঢুকে সুখচাঁদকে ধারালো অস্ত্র দিয়ে কোপায়। সুখচাঁদকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসা সেখানে তাকে মৃত বলে ঘোষণা করেন। সুখচাঁদের ছেলে মিঠু শেখ তালিবপুর গ্রাম পঞ্চায়েত এলাকার একটি বুথের তৃণমূল কংগ্রেসের সভাপতি। তৃণমূল কর্মী খুনের ঘটনায় তৃণমূলেরই ব্লক সভাপতি নাম জড়িয়ে যাওয়ায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর বলেন, "মৃত ব্যক্তির পরিবার যাতে ন্যায় বিচার পায় এবং তারা যাতে এলাকাতে শান্তিতে বাস করতে পারে তা আমি সুনিশ্চিত করব। আমি আশা করবো পুলিশ নিরপেক্ষ তদন্ত করে এফআইআর-এ নাম থাকা সকলের ভূমিকা তদন্ত করে দেখবে। " যদিও নিজের বিরুদ্ধে ওঠা খুনের অভিযোগ অস্বীকার করে ব্লক সভাপতি মোস্তাফিজুর রহমান বলেন, " যিনি এই খুনের ঘটনার এফআইআর করেছেন, তিনি কোনও অজ্ঞতাকরণে আমার নাম সেখানে লিখেছেন। তবে প্রশাসন নিরপেক্ষ তদন্ত করলেই সত্য ঘটনা উদ্ঘাটিত হবে। গ্রামে যখন মারামারি এবং খুনের ঘটনা ঘটে আমি তখন সেখানে ছিলাম না।"
বিশেষ খবর
নানান খবর
নানান খবর
তুলছিলেন চা-পাতা, হঠাৎ পেছনে থেকে আক্রমণ চিতার, ভয়ংকার ঘটনা মালবাজারে...
দক্ষিণ ২৪ পরগনা জেলায় সূচনা হল 'বাংলা মোদের গর্ব' অনুষ্ঠান...
কার্তিক অমাবস্যায় একসঙ্গে ১০০ দেব-দেবীর পুজো করেন বাংলার এই গ্রামের বাসিন্দারা...
শুরু ভোটগ্রহণ, কড়া নিরাপত্তায় নেওয়া হল বয়স্ক ও বিশেষভাবে সক্ষমদের ভোট...
পড়তে না-বসায় ছেলেকে শিকলে বেঁধে মার, থানায় গেলেন মা, শ্রীঘরে গেলেন বাবা...
ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজের রেসিডেন্ট ডাক্তারের রহস্যমৃত্যু, পাশে সুইসাইড নোট, ঘনাচ্ছে রহস্য...
ফাঁকা বাড়িতে দশম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ, গ্রেপ্তার পড়শি প্রৌঢ়...
জেলা সভাপতি ও পুর চেয়ারম্যান পদে বদল আনতে চলেছে তৃণমূল, অপেক্ষা মমতার সবুজ সঙ্কেতের...
ফারাক্কায় নাবালিকা খুনের মামলা, নজিরবিহীন সিদ্ধান্ত নিল জঙ্গিপুর আদালত...
দূষণ রোধে বাড়ির চৌবাচ্চায় নদীর জল এনে সেখানেই ছট উৎসব পালন এই পরিবারের ...
আলোর শহরে নিরাপত্তা সুনিশ্চিত করতে অতিরিক্ত কয়েকশ ক্যামেরা, তৎপর চন্দননগর পুলিশ...
হাসপাতালের ক্যাম্পাস ছেড়ে দ্রুত বেরিয়ে যাচ্ছিলেন দুই মহিলা, কাছে গিয়ে ব্যাগ খুলতেই চোখ কপালে নিরাপত্তারক্ষীর...
বিজেপি কোনও দিন বাংলা দখল করতে পারবে না, হাড়োয়ায় বার্তা ফিরহাদের...
বিন্নাগুড়িতে তৃণমূল প্রার্থীর সঙ্গে কথা বললেন বার্লা, ঘাসফুলে যোগের জল্পনা আরও বাড়ল...
শাহের সামনে দাঁড়িয়ে 'হেট স্পিচ'! উস্কানিমূলক মন্তব্যে মিঠুনের বিরুদ্ধে অভিযোগ পুলিশে...