বৃহস্পতিবার ১৯ সেপ্টেম্বর ২০২৪

সম্পূর্ণ খবর

কলকাতা | Cm : পর্যটনে সেরা বাংলা : মুখ্যমন্ত্রী

Sumit | ২১ ডিসেম্বর ২০২৩ ১৫ : ১৮Sumit Chakraborty


দীপঙ্কর নন্দী :পর্যটন দপ্তরকে বরাবরই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি গুরুত্ব দিয়ে এসেছেন। অ্যালেন পার্কে বড়দিন উপলক্ষে অনুষ্ঠানের মঞ্চ থেকে মমতা বলেন, ‘‌আমাদের এখানে পর্যটনের জন্য সব আছে। শিল্পের সঙ্গেও এরা কাজ করছে। ইউনেস্কো তো বলেই দিয়েছে, বাংলা পর্যটনে সেরা।’‌ অনুষ্ঠান–মঞ্চে ছিলেন পর্যটনমন্ত্রী ইন্দ্রনীল সেন ও দপ্তরের প্রধান সচিব নন্দিনী চক্রবর্তী। অযোধ্যা পাহাড়ে ৮ কোটি ৩০ লক্ষ টাকা ব্যয়ে ট্যুরিজম কমপ্লেক্স তৈরি হয়েছে বলে মুখ্যমন্ত্রী জানান। ঘোষণায় ছিলেন দপ্তরের প্রধান সচিব। মঞ্চে লাগানো হয়েছিল বড় স্ক্রিন। এখানেই দেখা যাচ্ছিল বিভিন্ন প্রকল্পের ছবি। এদিন মুখ্যমন্ত্রী বলেন, ‘‌‌‌‌বড়দিনের উৎসব চলবে ৩০ ডিসেম্বর পর্যন্ত। কেন্দ্র সরকার বড়দিনের ছুটি দেয় না। আমরা প্রতি বছর ছুটি দিই। বড়দিন উপলক্ষে পার্ক স্ট্রিট খুব ভাল সাজানো হয়। আলোয় ঝলমল করে। বড়দিন আমার প্রিয়। প্রতি বছর আমি অ্যালেন পার্কে আসি। বড়দিনে মনে হয় আমরা একটা ফ্যামিলি। কাউকে ঘৃণা করি না, বাজে কথা বলি না। মানবিকতাই সবচেয়ে বড় জিনিস। সুখ এবং একতা আমার কাছে সবচেয়ে বড় ব্যাপার। শুধু পার্ক স্ট্রিট নয়, সেন্ট জেভিয়ার্স কলেজ, সেন্ট পল’‌স ক্যাথিড্রাল ও জেলার বিভিন্ন চার্চ এদিন থেকে সাজানো শুরু হয়েছে। আমি সবাইকে অভিনন্দন জানাচ্ছি। এই পার্ক স্ট্রিটেই অ্যালেন পার্কে চারদিকে কত খাবারের দোকান। এলাকা উৎসবমুখর হয়ে ওঠে। শয়ে শয়ে মানুষ উৎসব পালনে রাস্তায় বেরিয়ে পড়েন। অনেকে বেড়াতে যান। আবার অনেকে কলকাতায় থেকেই এই উৎসবে শামিল হন। সকলেই পরিবারকে নিয়ে আনন্দে নতুন বছরকে স্বাগত জানালেন। একটু মিষ্টিমুখ, একটু মিষ্টি হাসি, একটু সুখনিদ্রার পরিবেশ তৈরি হবে। শুধু পার্ক স্ট্রিট নয়, ব্যান্ডেল চার্চকেও সাজানো হয়েছে। বহু পর্যটক বড়দিনে এখানে বেড়াতে যান। সাজানো হয় বো ব্যারাক। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কৃষ্ণনগর, হাওড়া, বিধাননগরে যে সব চার্চ আছে, সব সাজানো হয়েছে। বাংলা জুড়ে বড়দিনের উৎসব পালন করা হয়। ২৪ ডিসেম্বর আমি সেন্ট পল’‌স ক্যাথিড্রালে রাতের অনুষ্ঠানে যাব। প্রতি বছর যাই, এবার ডেরেক ও’‌ব্রায়েনও যাবেন। কলকাতার মেয়র ফিরহাদ হাকিম একটি চার্চে যাবেন।’‌‌ এদিন অ্যালেন পার্ক থেকে সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠানে যান মুখ্যমন্ত্রী। সঙ্গে ছিলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। বক্তব্য রাখতে গিয়ে মমতা বলেন, ‘‌কেন্দ্র বড়দিনের ছুটি দেয় না। আমরা দিই। আমাদের সঙ্গে এখানেই তফাত।’‌ তিনি এখানে একটি কেকও কাটেন।




বিশেষ খবর

নানান খবর

শীঘ্রই আসছে...

নানান খবর

দায়িত্ব নিয়েই আরজি করে নতুন নগরপাল, বৈঠক করলেন অধ্যক্ষের ঘরে...

কথা বলে ‘ধোঁয়াশা’ কেটেছে, সোশ্যাল মিডিয়ায় ডেকরটার্স বিতর্ক নিয়ে জবাব চিকিৎসকদের...

আরজি কর কাণ্ডে ডাক সিবিআই-এর, ‘সবরকম সাহায্য’ করতে সিজিওতে মিনাক্ষী ...

স্বাস্থ্যসচিবের অপসারণের দাবি, ফের রাজ্যকে ই-মেল, জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতি অব্যাহত ...

রাতের শহরে ফের আক্রান্ত ট্র্যাফিক সার্জেন্ট, চিকিৎসা করাতে নিজেই ছুটে গেলেন হাসপাতালে...

খাস কলকাতায় ফের প্রোমোটারের দাপাদাপি, আহত ১

'যদি কাগজে লেখ নাম', কর্তব্যরত নার্সকে প্রেমপত্র দিয়ে বিপাকে যুবক...

নেতাজি সুভাষ ইঞ্জিনিয়ারিং কলেজে স্মার্ট ইন্ডিয়া হ্যাকাথন, অংশগ্রহণ করল ৯২টি দল...

সোম-রাতে বলেছিলেন মমতা, মঙ্গলে পুলিশের সঙ্গেই বড় বদল স্বাস্থ্যেও ...

কলকাতার নতুন পুলিশ কমিশনার মনোজ বর্মা, বিনীত হলেন এডিজি এসটিএফ ...

পড়ুয়াদের দক্ষ ও শিল্পমুখী করে তোলার বিশেষ প্রচেষ্টা এসএনইউ’‌র ...

কালীঘাটে মমতার বাড়িতে জুনিয়র চিকিৎসকদের সঙ্গে হল বৈঠক, মিলল সমাধান?‌ ...

প্লাবিত এলাকা নিয়ে চিন্তিত মমতা, দিলেন এই নির্দেশ ...

সরকার এবং ডাক্তারদের নিঃশর্ত আলোচনা জরুরি, নয়তো নৈরাজ্যের পথে চলে যাবে পশ্চিমবঙ্গ...

চিকিৎসকদের শর্ত মানল রাজ্য, কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়িতে বৈঠকে যাচ্ছেন জুনিয়র চিকিৎসকরা...



সোশ্যাল মিডিয়া



12 23