বুধবার ০৮ জানুয়ারী ২০২৫
সম্পূর্ণ খবর
Sampurna Chakraborty | ০৩ জানুয়ারী ২০২৫ ২১ : ৫৫Sampurna Chakraborty
মহমেডান - ০
নর্থ ইস্ট ইউনাইটেড - ০
আজকাল ওয়েবডেস্ক: বছরের শুরুতে একটু হাঁফ ছেড়ে বাঁচবেন আন্দ্রে চের্নিশভ। হারের গেরো থেকে বেরিয়ে অন্তত এক পয়েন্ট নিয়ে ফিরছে মহমেডান। পরপর জোড়া ম্যাচ ড্র। শুক্রবার গুয়াহাটির ইন্দিরা গান্ধী স্টেডিয়ামে নর্থ ইস্ট ইউনাইটেডের সঙ্গে গোলশূন্য ড্র হল। যদিও তাতে মহমেডানের টেবিলের অবস্থানে কোনও পরিবর্তন নেই। ১৪ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের লাস্টবয় সাদা কালো ব্রিগেড। অন্যদিকে সমসংখ্যক ম্যাচে ২২ পয়েন্ট সংগ্রহ করে তিনে উঠে এল নর্থ ইস্ট। ম্যাচের স্কোরলাইন দেখে খেলার গতিপ্রকৃতি বোঝা যাবে না। একাধিক গোলের সুযোগ পায় দুই দলই। বিশেষ করে নর্থ ইস্ট। ভুরিভুরি গোলের সুযোগ মিস করেন বেনোলির দল। হ্যাটট্রিক করতে পারতেন আলাদিন আজেরাই। তবে প্রশংসা করতেই হবে মহমেডানের রক্ষণের। এদিন অত্যন্ত সংগঠিত দেখায় সাদা কালোর ডিফেন্সকে। অতীতে একাধিকবার আক্রমনাত্মক ফুটবল খেলতে গিয়ে হেরে ফিরতে হয়েছে। তার থেকে শিক্ষা নিয়ে শুক্র রাতে এক পয়েন্ট নিয়ে ফিরতে পেরে সন্তুষ্ট হবেন আন্দ্রে চের্নিশভ। নৈতিক জয় মহমেডানের। চূড়ান্ত হতাশ নর্থ ইস্টের কোচ। ম্যাচ শেষে নিজের দলের প্লেয়ারের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন বেনোলি।
নতুন বছরের শুরুটা ভাল করার চ্যালেঞ্জ ছিল মহমেডানের সামনে। ৪-৪-৩ ফরমেশনে দল সাজান রুশ কোচ। কিন্তু নর্থ ইস্টের বিরুদ্ধে প্রথমার্ধে পুরোপুরি কোণঠাসা হয়ে পড়ে কলকাতার প্রধান। কোনওরকমে বিরতিতে স্কোরলাইন গোলশূন্য রাখতে সক্ষম হয় আন্দ্রে চের্নিশভের দল। শুক্রবার গুয়াহাটির ইন্দিরা গান্ধী স্টেডিয়ামে প্রথম থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে বেনোলির দল। আলাদিন আজেরাইকে সামনে রেখে দল সাজান নর্থ ইস্ট কোচ। বিপক্ষের রক্ষণকে নাস্তানাবুদ করে ছাড়েন মরক্কোন ফুটবলার। কিন্তু ফাইনাল থার্ডে ব্যর্থতা। একাধিক সুযোগ তৈরি হলেও গোল পায়নি নর্থ ইস্ট। মহমেডানের একমাত্র সুযোগ ম্যাচের ৪৪ মিনিটে। রক্ষণের সঙ্গে গোলকিপারের বোঝাপড়ার অভাবে গোল ছেড়ে বেরিয়ে আসেন গুরমীত সিং। কিন্তু ফাঁকা গোলে বল ঠেলতে পারেননি রেমসাঙ্গা। আজারেইয়ের পারফরম্যান্সে অখুশি দেখায় নর্থ ইস্ট কোচকে। প্রথমার্ধ শেষ হতেই মাঠেই মরক্কোনকে বোঝাতে শুরু করেন তিনি।
বিরতির পরও প্রথমার্ধের পুনরাবৃত্তি। গোলের পর গোল মিস। শত চেষ্টা করেও সাদা কালোর রক্ষণের দেওয়াল ভাঙতে পারেনি নর্থ ইস্ট। ঘরের মাঠে জেতা ম্যাচে পয়েন্ট খোয়ায়। ম্যাচের ৪৬ মিনিটে পার্থিবের শট বাইরে যায়। তার কিছুক্ষণ পরে গুইলারমোর শট পোস্টে লাগে। দুই উইং দিয়ে লাগাতার আক্রমণে ওঠে ডুরান্ড জয়ীরা। কিন্তু গোলমুখ খুলতে পারেনি। দ্বিতীয়ার্ধের মাঝামাঝি জিতীনের শট বাইরে যায়। মহমেডানের সেরা সুযোগ ম্যাচের ৬১ মিনিটে। আলেক্সিস গোমেজের শট বাঁচায় গুরমীত। কাউন্টার অ্যাটাক থেকে বেশ কয়েকটা গোলের সুযোগ পায় আলেক্সিস, বিকাশ। কিন্তু কাজে লাগাতে পারেনি। শেষদিকে চেপে ধরে নর্থ ইস্ট। দুই দল মিলিয়ে দ্বিতীয়ার্ধে গোল লক্ষ্য করে প্রায় ২০টি শট নেওয়া হয়। তারমধ্যে সিংহভাগ শট আজারেই, নেস্টরদের। কিন্তু একটাও ফলপ্রসূ হয়নি।
#Mohammedan Sporting#North East United#Indian Super League
বিশেষ খবর
নানান খবর
নানান খবর
গুয়াহাটিতেই ডার্বি, অবশেষে ঘোষণা হল আইএসএলের ফিরতি ডার্বির ভেন্যু...
তিন স্টেডিয়ামের নির্মাণকাজ শেষ হয়নি, পাকিস্তানের চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন নিয়ে উদ্বিগ্ন আইসিসি ...
গম্ভীরের কথা শুনে বাধ্য ছেলের মতো ঘরোয়া ক্রিকেট খেলতে নামছেন এই ক্রিকেটাররা...
প্রাক্তন এই পাক ক্রিকেটার এবার রশিদ খানদের মেন্টর, দায়িত্ব নেবেন চ্যাম্পিয়ন্স ট্রফি থেকেই...
পিচে নয়, পর্দায় প্রথম বলেই বোল্ড কামিন্স! লজ্জায় লাল অজি অধিনায়ক...
লক্ষ্যের লক্ষ্যভ্রষ্ট! মালয়েশিয়া ওপেনের প্রথম রাউন্ড থেকেই ছিটকে গেলেন ভারতীয় শাটলার ...
চ্যাম্পিয়ন্স ট্রফিই কি দুই মহাতারকার শেষ আইসিসি টুর্নামেন্ট?...
বিচ্ছেদের গুঞ্জনের মাঝেই ইনস্টাগ্রামে রহস্যময় পোস্ট তারকা স্পিনারের...
নতুন বছরে প্র্যাকটিসের ধরন বদলাচ্ছেন, সাফল্যের চূড়ায় পৌঁছতে কী পদ্ধতি নিচ্ছেন নীরজ? ...
'পন্থের জায়গা কেড়ে নিয়েছে ও', ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টিতে এই তারকাকেই দলে দেখছেন বাঙ্গার ...
বর্ডার-গাভাসকর ট্রফিতে দর্শক সংখ্যা দেখে চক্ষু চড়কগাছ দুই প্রাক্তন তারকার...
দল নিয়ে পরীক্ষানিরীক্ষা চলছে, মুম্বইয়ের কাছে হারের পর বার্তা অস্কারের...
গাছে উঠে আত্মহত্যার চেষ্টা, সুয়ারেজের বুদ্ধিমত্তায় বাঁচল একটা জীবন ...
বছর শুরুতেই হোঁচট, ডার্বির আগে ঘরের মাঠে লড়াই করে হার ইস্টবেঙ্গলের...
বছর শুরুতেই হোঁচট, ডার্বির আগে ঘরের মাঠে লড়াই করে হার ইস্টবেঙ্গলের...