সোমবার ০৩ ফেব্রুয়ারী ২০২৫

সম্পূর্ণ খবর

লাইফস্টাইল | পাল্টে যাচ্ছে বছর, কীভাবে নতুন বছরে হয়ে উঠবেন নিজেরই নতুন সংস্করণ? রইল হদিশ

Parama Dasgupta | | Editor: শ্যামশ্রী সাহা ২৮ ডিসেম্বর ২০২৪ ২১ : ৪৪Soma Majumder


আজকাল ওয়েবডেস্ক: শেষ পাতাটা উল্টে দেওয়ার পালা। টেবিলে কিংবা মোবাইলে জায়গা করে নেবে আরও একটা নতুন ক্যালেন্ডার। হাতেগোনা কয়েকটা দিন পেরলেই হাজির হবে নতুন একটা বছর। যার ঝুলিতে না জানি কত কী! আচ্ছা, ফেলে আসা বছরটা যেমন নিজেকে পাল্টে ফেলছে, তেমন করে আপনিও নিজেকে নতুন করে বদলে ফেললে কেমন হয়? তা সে অনেক কাল মনের ভিতর পুষে রাখা ইচ্ছেটাকে শেষমেশ সত্যি করে নিজের পায়ে দাঁড়ানোই হোক কিংবা নিজের ব্যক্তিজীবনটাকে নতুন সুতোয় গেঁথে নেওয়া। 

অনেকগুলো দিন কেটে গিয়েছে থোড়-বড়ি-খাড়া আর খাড়া-বড়ি-থোড়ে। নিজের পায়ে দাঁড়ানো কাকে বলে, সে সাধও পাওয়া হয়নি। মনের কোণে বহুদিন ধরে বাক্সবন্দি করে রেখেছেন ইচ্ছেটা। তবু সাহস করে সে বাক্সের তালা খোলা হয়নি আর। এবার বরং সে কাজটা করেই ফেলুন নতুন বছরে! রইল কিছু পথের হদিশ।
 
রান্নাই লক্ষ্মী

বাড়ির লোক তো বটেই, আত্মীয়স্বজন, বরের কলিগ, ছেলেমেয়ের বন্ধুরা কিংবা পড়শিরা-সবাই আপনার রান্নার ফ্যান। সেটাই কিন্তু হতে পারে আপনার তুরুপের তাস! নতুন বছরে সেটাই আপনাকে এনে দিক নতুন পরিচয়। খুলে ফেলুন একটা ক্লাউড কিচেন। যে ভাবে এগোতে পারেন:
•    সবার আগে চাই একটা প্ল্যান। ধরা যাক, শনি-রবিবার আপনি রান্না করবেন। কী কী রান্না করবেন, কত দাম রাখবেন, ঠিক করে নিন। সোম থেকে বৃহস্পতি অর্ডার নিন। শুক্রবার হোক বাজার। তার পরে শনি-রবি রান্না করে জায়গা মতো পৌঁছে দেওয়া। 
•    শুরুটা না হয় ছোট করেই হোক পাড়া বা আত্মীয়-বন্ধুদের দিয়ে, যেখানে খাবার পৌঁছে দেওয়া সহজ। 
•    আস্তে আস্তে পরিধি বাড়ান। নিয়মিত সোশ্যাল মিডিয়ায় পোস্ট করুন আপনার ক্লাউড কিচেনের খবর। সেখান থেকেই অর্ডার নিন অন্যদেরও। বাজার, একসঙ্গে অনেকটা রান্না, নির্দিষ্ট জায়গায় খাবার পৌঁছে দেওয়ার ব্যবস্থাগুলো করে নিন ঠিকমতো। 
•    যাঁরা আপনার হাতের খাবার খাচ্ছেন, তাঁদের বলুন সোশ্যাল মিডিয়ায় অবশ্যই রিভিউ দিতে। দেখুন কেমন খ্যাতি বাড়ে একটু একটু করে! 

লেখক পরিচিতি

ধরা যাক, গল্প লিখতে ভালবাসেন বহু বছর ধরেই। মাঝেমধ্যেই টুকটাক লিখতে থাকেন ফাঁকা সময়ে। নতুন বছরে সেই নেশাটাই সেটাই বরং ঘষেমেজে হয়ে উঠুক আপনার স্বাবলম্বী হওয়ার পথ। যে ভাবে এগোতে পারেন:
•    ল্যাপটপ থেকে ফেসবুকে নিয়ে আসুন আপনার মনের মতো লেখাগুলো। পড়তে দিন সবাইকে। প্রথমে নিজের প্রোফাইলে থাক। লাইক-কমেন্ট বাড়লে আস্তে আস্তে লেখকদের বিভিন্ন গ্রুপে দিতে থাকুন। 
•    সোশ্যাল মিডিয়ায় আপনার লেখার কদর বাড়লে অনেক সময়ে সেখান থেকেই প্রকাশকেরা যোগাযোগ করেন। অথবা সাহস করে নিজেও তাদের কাছে পৌঁছে যেতে পারেন লেখা নিয়ে।
•    আজকাল অডিও স্টোরির নানা রকম প্ল্যাটফর্ম হয়েছে ইউটিউব, স্পটিফাই, পকেট এফএম-এর মতো। তা ছাড়া এফএম-এও অডিও স্টোরির অনুষ্ঠান হয়। সোশ্যাল মিডিয়ায় আপনার গল্প জনপ্রিয় হয়ে থাকলে সেগুলো নিয়েই যোগাযোগ করুন এই প্ল্যাটফর্মগুলোর সঙ্গে। 
•    ইউটিউবে অনেকেই আজকাল নতুন লেখকদের গল্প নিয়ে ছোট ছোট ছবি বা সিরিজ বানান। নামী ওটিটি চ্যানেলগুলোও নতুন লেখকদের খোঁজে থাকে। তাদের সঙ্গেও সাধ্যমতো যোগাযোগ তৈরি করতে থাকুন। 
•    তবে নিজেও পড়াশোনাটা চালিয়ে যান। নিয়মিত নতুন গল্পের বই পড়ুন, অডিও স্টোরি শুনুন, সিরিজ দেখুন, নজর রাখুন সোশ্যাল মিডিয়ায়। দেখুন কোন ধরনের লেখা মানুষ পছন্দ করছে। নিজেকে ঘষেমেজে নিতে থাকুন সর্বক্ষণ। 

আঁকার জাদু

ভীষণ ভাল আপনার আঁকার হাত? রং-তুলি তো বটেই, কম্পিউটারেও আঁকতে পারেন? সেটাকেই কাজে লাগান না এবার! আঁকার হাত ধরেই কিন্তু খুলে যেতে পারে লক্ষ্মীলাভের পথ। যে ভাবে এগোতে পারেন:
•    সবার আগে আঁকার হাতটাকে একটু গুছিয়ে নেওয়া দরকার। ইলাস্ট্রেশন, গ্রাফিক্স ডিজাইন, স্টোরি বোর্ড, এআই, ফ্যাশন ডিজাইনের মতো নানা ধরনের কোর্স রয়েছে। পছন্দমতো তার কোনওটা বেছে ভাল করে শিখে নিন। নতুন বছরেই শুরুটা হোক না ইউটিউব বা ইনস্টাগ্রামের ফ্রি কোর্সগুলোর হাত ধরে। 
•    যে পথই বেছে নিন, তার সঙ্গে সম্পর্কিত সফটওয়্যারের জ্ঞান জরুরি। সেটাও করে নিতে পারেন আস্তে আস্তে। 
•    নির্দিষ্ট পথে আঁকার উপরে দখল আসার সঙ্গে আপনার কাজগুলো সোশ্যাল মিডিয়ায় নিয়মিত পোস্ট করতে থাকুন। 
•    আজকাল সব ব্যবসারই সোশ্যাল মিডিয়ায় প্রচার দরকার হয়। আর তার জন্য লাগে গ্রাফিক্স ডিজাইনার। ইলাস্ট্রেটর হিসেবে কাজের সুযোগ রয়েছে পত্রপত্রিকা বা ওয়েব পোর্টালে। স্টোরিবোর্ড আর্টিস্ট হিসেবে কাজ পেতে পারেন সিনেমা-সিরিজের প্রোডাকশন হাউজে। ফ্যাশন ডিজাইনিংয়ে পারদর্শী হয়ে উঠলে কোনও ব্র্যান্ডে কাজ চাইতে পারেন। অথবা দলবল জোগাড় নিজেই খুলে ফেলুন না ব্যুটিক!

তবে হ্যাঁ, শুধু নিজের পেশার দিকটা গোছালেই তো হল না! নিজেকে, নিজের মনটাকেও তো ভাল রাখতে হবে। নতুন বছরে নিজেকেও গড়ে নিন না নতুন করে। 

অনেক দিন হল কাউকে ভালবাসেন চুপিচুপি? এই তো সময় তাকে বলে ফেলার। সাহস করে জানিয়ে দিন মনের কথা। দেখাই যাক না কী হয়! অন্তত বলা হল না-র আফশোসটা তো কেটে যাবে। আর তাঁরও যদি আপনাকে মনে ধরে, তবে তো আনন্দই আনন্দ!

যাঁর সঙ্গে ঘর করছেন কিংবা সম্পর্কে আছেন, তাঁর সঙ্গে সমীকরণটা অনেক দিন হল তেতো হয়ে গিয়েছে। কথায় কথায় সন্দেহ, অবিশ্বাস, হিংসে, অশান্তি, ঝাঁঝালো আক্রমণ, অবজ্ঞা আর অবহেলা সইতে সইতে আর পেরে উঠছেন না। নিঃশ্বাস নেওয়াই কঠিন হয়ে উঠেছে। নতুন বছরে বরং এবার ইতি টানুন সেই খারাপ জীবনটায়। সম্পর্ক বিষাক্ত হয়ে উঠলেও তাকে বয়ে বেড়াতে হবে, এমন কিন্তু কোনও কথা নেই।

বিয়েটা পুরনো হয়েছে খানিক। আর সেই সঙ্গেই যেন মরচে ধরেছে সম্পর্কের টানে। সুতোটা পুরোপুরি ছিঁড়ে যাওয়ার আগেই বরং নতুন সুতোয় গেঁথে নিন না তাকে। মন খুলে কথা বলুন, সময় কাটান একসঙ্গে, দু’টিতে বেড়িয়ে আসুন অনেকদিনের ইচ্ছে থাকা কোনও জায়গা দেখে। ইতিমধ্যে অনেকটা দূরত্ব তৈরি হয়ে গিয়ে থাকলে ম্যারেজ কাউন্সেলরের সাহায্যও নিতে পারেন। ভাঙতে তো এক মিনিট, আর একবার গড়ার চেষ্টা করেই দেখুন তার আগে! শুরুটা হোক না নতুন বছরেই।        

নতুন বছরে নিজেকে বরং দিন একটা নতুন ‘আমি’। প্রথম দিকটায় খাটতে হবে অনেক। লাগবে যত্ন আর ধৈর্য। তারপরে আপনার সামনে শুধুই আলো আর ভাল!


#Howdoyoureinventyourself#Howdoyoureinventyourselfinthisnewyear #Selfcare



বিশেষ খবর

নানান খবর

নানান খবর

আচমকা পায়ে ব্যথা? কোলেস্টেরল বাড়েনি তো? পায়ের কোথায় যন্ত্রণা হলে অবিলম্বে সতর্ক হবেন?...

বয়সের ছাপ নেই মুখে, কোন মন্ত্রে যৌবন ধরে রেখেছেন করিনা, মালাইকারা? ...

সরস্বতী পুজোর আগে কুল খেলে কি সত্যিই দেবী রুষ্ট হন? নাকি নেপথ্যে অন্য কোনও কারণ?...

অবিবাহিতদের দীর্ঘদিনের আশা পূর্ণ হবে সরস্বতী পুজোর দিন! প্রেম জীবন কেমন কাটবে? কী বলছে রাশিফল?...

সরস্বতী পুজোয় ভোগের খিচুড়ির হবে সেরা স্বাদ, ঝটপট জেনে নিন 'সিক্রেট' টিপস...

সরস্বতী পুজোয় কেন হলুদ পোশাক পরার রীতি? এই রঙের সঙ্গে বাগদেবীর কী সম্পর্ক? জানুন আসল কারণ ...

সরস্বতী পুজোর আগে বাড়িতেই করুন কেরাটিন ট্রিটমেন্ট, এই মাস্কের জাদুতে ৩০ মিনিটে ফিরবে চুলের হাল...

নিমেষে গায়েব হবে জেদি ট্যান থেকে কালচে দাগ-ছোপ! পার্লারে নয়, ঘরোয়া এই ব্লিচেই ফিরবে জেল্লা ...

মুহূর্তেই বদলে যাবে মণির রঙ! কীভাবে! জানুন খরচ, চাইলে করতে পারবেন আপনিও ...

অফিসে রোজ নাইট শিফট? জানুন কীভাবে শরীরের খেয়াল রাখলে ছুঁতে পারবে না রোগভোগ ...

মোমের মতো গলবে মেদ, জব্দ হবে কোলেস্টেরল-সুগার! পরিচিত এই মশলাতেই লুকিয়ে বহু রোগের প্রতিকার...

নতুন রঙেই কাটুক না বসন্তপঞ্চমী! সরস্বতী পুজোর থিমে হোক রংবদল, হদিশ দিলেন রূপসা, গীতশ্রী, অনামিকা, পায়েল...

মেকআপ ছাড়াই হবেন নজরকাড়া, হবু কনেরা শুধু মেনে চলুন ৫ নিয়ম ...

চোখ রাঙাচ্ছে কোলেস্টেরল? রোজের পাতে রাখুন এই কটি সবজি, ৭ দিনে ফিরবে হার্টের হাল ...

মাল্টিভিটামিন ট্যাবলেট বাদ দিন, নিয়মিত এই পানীয়তে চুমুক দিলেই ছুঁতে পারবে না রোগভোগ...

সরস্বতী পুজোয় বাড়িতে খিচুড়ি রাঁধবেন? রইল তিন রকমের খিচুড়ির সহজ রেসিপি...

বাড়ছে গুলেন বেরি আতঙ্ক! বিপদ ঠেকাতে কী কী খাবার এড়িয়ে চলবেন? কোন খাবার খাবেন? জানুন বিশেষজ্ঞদের পরমর্শ...

বাড়ছে ইউরিক অ্যাসিড? সাবধান! রোজের পাতে ভুলেও রাখবেন না এই সব খাবার...

ফেব্রুয়ারিতে চার গ্রহের স্থান বদলে সৌভাগ্যের শীর্ষে ৫ রাশি, অঢেল টাকাপয়সা,বাড়ি-গাড়ির স্বপ্নপূরণ হবে কাদের? ...





রবিবার অনলাইন

সোশ্যাল মিডিয়া



12 24