সোমবার ২৩ ডিসেম্বর ২০২৪
সম্পূর্ণ খবর
KM | ২৩ ডিসেম্বর ২০২৪ ১৬ : ৪৬Krishanu Mazumder
আজকাল ওয়েবডেস্ক: ওপার থেকে এপারে এলেন অস্কার ব্রুজোঁ। দু'পারের ক্লাবের ছবিটাও বদলে গেল নিমেষে।
অন্ধকার থেকে আলোয় ফেরার মরিয়া চেষ্টা করছে ইস্টবেঙ্গল। অন্যদিকে বসুন্ধরা কিংস আবার আলো থেকে অন্ধকারের যাত্রী।
লাল-হলুদের অস্কার প্রাপ্তির পরে ৬টি ম্যাচ জিতেছেন ক্লেটন সিলভারা। ২টি ড্র ও একটি ম্যাচে পরাজয় ইস্টবেঙ্গলের। এর মধ্যে এএফসি চ্যালেঞ্জ লিগে বসুন্ধরা কিংস ও নেজমেহকে মাটি ধরিয়েছে লাল-হলুদ ব্রিগেড।
আইএসএলে ১২ ম্যাচে ১৩ পয়েন্ট এখন ইস্টবেঙ্গলের। স্প্যানিশ কোচ আসার আগে লাল-হলুদের ঝুলিতে ছিল শূন্য পয়েন্ট। স্প্যানিশ কোচ আসার পরই পট পরিবর্তন।
পদ্মাপারের বসুন্ধরা কিংস আবার খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। এএফসি চ্যালেঞ্জ লিগে গ্রপ পর্বের তিনটি ম্যাচের মধ্যে তিনটিতেই হেরেছে। ঘরোয়া লিগে (প্রিমিয়ার লিগ ও ফেডারেশন কাপ) আবাহনী লিমিটেড, ফর্টিস ইউনাইটেড ও মহমেডানের কাছে হার হজম করতে হয়েছে কিংসকে। বাংলাদেশ প্রিমিয়ার লিগে এখন পাঁচ নম্বরে কিংস।
দুই দেশের ফুটবল সম্পর্কে ওয়াকিবহাল মহল বলছে, ৬ বছর কিংসে কাজ করে অস্কার ব্রুজোঁ যে ক'টা ম্যাচ হেরেছেন, এই তিন মাসে বসুন্ধরা কিংস ঠিক ততগুলোই ম্যাচ হেরে বসে রয়েছে।
এ অবশ্য নিন্দুকদের কথা! বসুন্ধরা কিংসের প্রেসিডেন্ট ইমরুল হাসানের কাছে সরাসরি প্রশ্ন ছুড়ে দিয়েছিল আজকাল ডিজিটাল, অস্কার ব্রুজোঁর সরে যাওয়াই কি ব্যর্থতার কারণ হয়ে দাঁড়াচ্ছে?
ইস্টবেঙ্গল ভক্ত ইমরুল হাসান বলছেন, ''অস্কার ব্রুজোঁর চলে যাওয়াটা একটা ফ্যাক্টর বটে। তবে সবটাই যে অস্কার চলে যাওয়ায় হয়েছে তা নয়। চোট আঘাতের জন্য আমাদের অনেকে তো নামতেই পারছে না। আর দেশের অস্থির পরিস্থিতির জন্য ভাল করে আমরা নিজেদের এবার গোছাতে পারিনি। তারই প্রতিফলন হয়তো মাঠে দেখা যাচ্ছে।''
চোট আঘাতের চোখরাঙানি রয়েছে ইস্টবেঙ্গলেও। স্প্যানিশ মায়েস্ত্রো এতদিনে নিশ্চয় বুঝে গিয়েছেন, আগ্নেয়গিরির জ্বালামুখের উপরে বসে রয়েছেন তিনি। পদস্খলন হলেই তলিয়ে যাওয়ার উপক্রম। অস্কার-ম্যাজিক সবে শুরু হয়েছে। কিন্তু দলের নির্ভরযোগ্য মাদিহ তালাল ইতিমধ্যেই ছিটকে গিয়েছেন। মাঝমাঠের ব্রিগেডিয়ার সল ক্রেসপোও চোটের কবলে। প্রতি ম্যাচে নিয়ম করে চোট আঘাতের সংখ্যা বাড়ছে। অস্কার তবুও এগিয়ে চলার শপথ নিচ্ছেন।
বসুন্ধরা কিংস আবার নতুন বছরে ঘুরে দাঁড়ানোর বুক ঠুকে প্রতিজ্ঞা করছে। কিংসকে খুব কাছ থেকে দেখেছেন যাঁরা, তাঁদের বিশ্বাস ঠিকই ঘুরে দাঁড়াবে বাংলাদেশের বিখ্যাত ক্লাব। দক্ষিণ এশিয়ার ফুটবল হাতের তালুর মতো চেনেন রাশেদুল ইসলাম। তিনি একাধারে সাংবাদিক, প্রাক্তন জাতীয় ফুটবলার ও পদ্মাপারের নব্য ক্লাব ফর্টিস ইউনাইটেডের ম্যানেজার। রাশেদুল ইসলাম বলছেন, ''বিশ্বের প্রতিটি ক্লাব একটা ট্রানজিশনের মধ্যে দিয়ে এগিয়ে চলে। ভাল সময় যেমন আছে, খারাপ সময়ও রয়েছে। বড় ক্লাব দ্রুত খারাপ সময় কাটিয়ে ওঠে। আমরা যারা বসুন্ধরা কিংসকে খুব কাছ থেকে দেখেছি, তাঁরা প্রত্যেকেই আশাবাদী খুব দ্রুতই এই মন্দ সময় কাটিয়ে উঠবে কিংস। তবে বসুন্ধরার এই ব্যর্থতার মধ্যে আমি এএফসি প্রতিযোগিতাকে ধরব না। সেভাবে বললে ঘরোয়া প্রতিযোগিতায় তিনটি ম্যাচ হেরেছে কিংস।''
কিন্তু পরিসংখ্যান যে অন্য কথা বলবে। লেখা থাকবে অস্কার ব্রুঁজোর মহানিষ্ক্রমণের পরই বসুন্ধরা হারতে শুরু করেছে। তাঁর শরীর থেকে ধীরে ধীরে খসে পড়ছে অপরাজেয়র জোব্বা। ব্যর্থতার সরণীতে দাঁড়িয়ে আগামীতে ঘুরে দাঁড়ানোর প্রতিজ্ঞা কিংসের। দৃপ্ত ভঙ্গিতে ইমরুল হাসান বলছেন, ''পরবর্তী ট্রান্সফার উইন্ডোতে আমরা ভাল কিছু পরিবর্তন আনব। তখনই দেখবেন দলটা পুরোদস্তুর বদলে যাবে।''
জানুয়ারির উইন্ডোতে ইস্টবেঙ্গলও কয়েকটা পরিবর্তন আনবে। দুই বাংলার দুই বিখ্যাত ক্লাবে পরিবর্তনের হাওয়া। কলকাতার ফুটবল সম্পর্কে দারুণ জ্ঞানসমৃদ্ধ রাশেদুল বলছেন, ''অস্কারের চলে যাওয়া কিংসের ব্যর্থতার একটা ফ্যাক্টর বটে। তবে এবার ভাল মানের বিদেশি প্লেয়ার নিতে পারেনি বসুন্ধরা। সেই সমস্যা ওরা কাটিয়ে উঠবে বলেই আমার বিশ্বাস। আর ইস্টবেঙ্গলে অস্কার আসায় লাভ হয়েছে অনেকটাই। অস্কার ভীষণ দক্ষ কোচ। ম্যান ম্যানেজমেন্ট দুর্দান্ত। ছেলেদের থেকে সেরা খেলাটা আদায় করে নিতে জানেন। আর নতুন কোচ এলে প্রতিটি প্লেয়ারের নিজেদের প্রমাণ করার একটা তাগিদ থাকে। ইস্টবেঙ্গলের ফুটবলাররা অস্কারের সামনে সেই তাগিদটা দেখাচ্ছে। ফলে ভাল খেলছে লাল-হলুদ।''
বাংলাদেশের ফুটবলে কান পাতলেই অস্কার ব্রুজোঁকে নিয়ে শোনা যায় নানা অ্যাখ্যান। সেখানকার মাঠের সবুজ ঘাসে লেখা রয়েছে অস্কার রূপকথা। জনশ্রুতি বলে, বসুন্ধরা কিংসের ম্যানেজার ওয়াসিমের সঙ্গে মন কষাকষি, ব্যক্তিত্বের সংঘাত স্প্যানিশ কোচের সরে আসার অন্যতম কারণ। সেদেশের ফুটবলে এখনও চর্চিত হয়, ওয়াসিমের কার্যকলাপের সঙ্গে নাকি মিলত না অস্কারের। শোনা
বসুন্ধরা কিংসের সঙ্গে সম্পর্কচ্ছেদের কথা সোশ্যাল মিডিয়ায় লিখেছেন রবসন, ''ম্যানেজমেন্টে এমন কিছু ব্যক্তি আছেন, যাদের একমাত্র লক্ষ্য ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করা এবং এটা শুধু খেলোয়াড়দের জন্যই ক্ষতিকর নয়,ক্লাবেরও ক্ষতি করে।''
প্রায় একই রকম বিদায়বার্তা ছিল অস্কার ব্রুজোরও। ব্রাজিলীয় তারকা, স্প্যানিশ কোচের নিশানায় কি ছিলেন ক্লাবের ম্যানেজার ওয়াসিম? নাকি অন্য কেউ?
ইমরুল হাসান বলছেন, '' ব্যক্তিত্বের সংঘাত, মন কষাকষি কোন জায়গায় থাকে না? ওয়াসিম ভুলে গিয়েছে সব। অস্কার হয়তো সে সব ভুলতে পারেনি।''
ফর্টিস ম্যানেজার রাশেদুল বলছেন, ''ওয়াসিম ভাই ট্রু জেন্টলম্যান। ফুটবল নিয়ে যথেষ্ট জ্ঞান রয়েছে।''
এবিষয়ে মতামত জানার জন্য অস্কার ব্রুজোঁর সঙ্গে অবশ্য যোগাযোগ করা সম্ভব হয়নি।
তবে বসুন্ধরা কিংসের এই অধোগতি দেখে মনে মনে যে দুঃখিত ইস্টবেঙ্গলের স্প্যানিশ কোচ, তা বলে দেওয়াই যায়। আবার নিজের বর্তমান ক্লাব ইস্টবেঙ্গলকে নিয়ে তিনি দিবারাত্রি চিন্তাভাবনা করছেন।
সাফল্যের হাইওয়েতে দারুণ গতিতে কীভাবে ইস্টবেঙ্গলের জয়ের রথকে ছোটানো যায়, তা নিয়েই নিরন্তর চিন্তাভাবনা করে যাচ্ছেন।
এক কোচ ও দুই দেশের দুই ক্লাবের আখ্যান। তাদের নিয়েই জোর চর্চা। একজনের উপস্থিতি এপারের ইস্টবেঙ্গলকে বদলে দিয়েছে। আর তাঁরই চলে আসা ওপারের ক্লাবকে ব্যর্থতার রাজপথে নিয়ে যাচ্ছে।
#OscarBruzon#EastBengal#BasundharaKings
বিশেষ খবর
নানান খবর
নানান খবর
'মস্তিষ্কে রক্ত জমাট বেঁধেছে', কাম্বলিকে নিয়ে চিন্তার কথা শোনালেন চিকিৎসকরা ...
মেলবোর্ন টেস্টে অনবদ্য নজির রয়েছে বুমরা সহ এই ভারতীয় বোলারদের, কী সেই রেকর্ড জানুন ...
বড় বিপদের মুখে এমএস ধোনি, রাঁচির বাড়ি নিয়ে হবে তদন্ত, কী এমন ঘটল?...
কেমন হবে মেলবোর্নের উইকেট? পিচ প্রস্তুতকারক যা বললেন তাতে চিন্তা বাড়ল ভারতের...
বড়দিনের আগে শোকস্তব্ধ বাংলার ক্রিকেট, প্রয়াত ইস্টবেঙ্গলের এই দাপুটে ক্রিকেটার...
১৩ বছরের বৈভবকে কেন নিল রাজস্থান? আসল কারণ ফাঁস করলেন সঞ্জু ...
ইংরেজি না বলে বিতর্কের জন্ম দিলেন জাদেজা, মেলবোর্নে ভারত-অস্ট্রেলিয়া প্রীতি ম্যাচের বলই গড়াল না...
'এ ভাবে খেললে সেরা ছয়ে থাকব', আত্মবিশ্বাসী ইস্টবেঙ্গলের দিমি ...
নিজের গোলে বল ঢুকিয়ে শিরোনামে মহমেডানের বাঙালি গোলকিপার, কেরলকে বড়দিনের উপহার সাদা-কালোর ...
ভারতের রানের পাহাড়ে পিষ্ট ওয়েস্ট ইন্ডিজ, বিশাল ব্যবধানে জয় হরমনপ্রীতদের ...
ফর্মে ফেরার মন্ত্র রোহিতকে, এই প্রাক্তনের পরামর্শ শুনলে রানে ফিরবেনই হিটম্যান ...
'হায়দরাবাদের বিরুদ্ধেও আক্রমণাত্মক ফুটবল খেলব', জামশেদপুরকে হারিয়ে হুঙ্কার অস্কারের...
সন্তোষে চতুর্থ ম্যাচে এসে থেমে গেল বাংলার জয়ের ধারা, মণিপুরের সঙ্গে ড্র সঞ্জয়ের ছেলেদের ...
আক্রমণাত্মক ফুটবলই অস্ত্র, জামশেদপুরকে হারিয়ে দশে উঠে এল ইস্টবেঙ্গল...
চ্যাম্পিয়ন্স ট্রফিতে টিম ইন্ডিয়ার প্রথম ম্যাচ কবে? ভারত-পাক দ্বৈরথই বা কবে? জানা গেল সম্ভাব্য সূচি ...