বৃহস্পতিবার ১৯ ডিসেম্বর ২০২৪

সম্পূর্ণ খবর

খেলা | সিরিজের মাঝপথে অশ্বিনের আকস্মিক অবসরে গম্ভীরের হাত কতটা?

Sampurna Chakraborty | ১৯ ডিসেম্বর ২০২৪ ১৬ : ১১Sampurna Chakraborty


আজকাল ওয়েবডেস্ক: বর্ডার-গাভাসকর ট্রফির মাঝপথে অশ্বিনের অবসর সবাইকে অবাক করেছে। ব্রিসবেন টেস্ট শেষ হওয়ার পর আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান তারকা স্পিনার। যার ফলে অনেক প্রশ্নের উত্তর এখনও পাওয়া যায়নি। রোহিত শর্মার সঙ্গে সাংবাদিক সম্মেলনে যোগ দিলেও সাংবাদিকদের কোনও প্রশ্নের উত্তর দেননি বিদায়ী তারকা। তাঁর এই সিদ্ধান্তে ক্রিকেট ভক্তরা চমকে গেলেও, অশ্বিনের ঘনিষ্ঠরা জানে, ভারতীয় দলের অন্দরমহলে সবকিছু ঠিকঠাক ছিল না। অশ্বিনের এই সিদ্ধান্তে বড় ভূমিকা রয়েছে গৌতম গম্ভীরের। একটি সর্বভারতীয় সংবাদ সংস্থায় প্রকাশিত রিপোর্ট তেমনই ইঙ্গিত দিয়েছে। 

সেই রিপোর্টে জানানো হয়েছে, প্রথম একাদশে তাঁকে না রাখা হলে অস্ট্রেলিয়া সফরে যেতে খুব বেশি আগ্রহী ছিলেন না অশ্বিন। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে সিরিজ হারের পর নিজের ভবিষ্যৎ নিয়ে চিন্তা-ভাবনা করতে শুরু করেন তারকা স্পিনার। অস্ট্রেলিয়া সফরে প্রথম একাদশে জায়গা পাওয়া নিয়ে নির্বাচকদের সঙ্গেও কথা বলেন। রবীন্দ্র জাদেজার পাশাপাশি তৃতীয় স্পিনার হিসেবে ওয়াশিংটন সুন্দরকে নেওয়া হলেও, দলের একনম্বর স্পিনারকে কিছু নিশ্চয়তা দেওয়া হয়। কিন্তু পারথ টেস্টে তাঁর বদলে ওয়াশিংটন সুন্দরকে বেছে নেওয়ায় প্রথম ধাক্কা খান অশ্বিন। দু'জনের প্রোফাইল প্রায় এক হওয়া সত্ত্বেও তাঁকে বাদ দেওয়ায় আঘাত পান। তখন থেকেই অবসরের ভাবনা মাথায় ঘুরতে থাকে। 

রোহিত পারথে দলের সঙ্গে যোগ দেওয়ার পর এই বিষয়ে তাঁর সঙ্গে আলোচনা করেন। তাঁকে দলের প্রয়োজন না থাকায়, তখনই আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে যাওয়ার কথা ভাবেন। তবে গোলাপী বলের টেস্টের আগে কোনওক্রমে তাঁকে সিদ্ধান্ত নেওয়া থেকে রোখেন রোহিত। অ্যাডিলেড টেস্টের প্রথম একাদশে রাখার আশ্বাস দেন। যা পূরণ করেন ভারত অধিনায়ক। তৃতীয় টেস্টে তাঁর পরিবর্তে সুযোগ পান রবীন্দ্র জাদেজা। তাতেই ভবিষ্যতের একটা স্পষ্ট ছবি পেয়ে যান অশ্বিন। মেলবোর্ন এবং সিডনিতে দু'জন স্পিনার খেলানোর সুযোগ থাকলেও, অভিজ্ঞ তারকা বুঝে যান তাঁর দলে ফেরায় সম্ভাবনা কম। কারণ এই মুহূর্তে তাঁর থেকে এগিয়ে রাখা হচ্ছে জাদেজা এবং ওয়াশিংটনকে। তাতেই দেওয়াল লিখন পড়ে ফেলেন। রোহিতের অনুপস্থিতিতে পারথ‌ টেস্টে ওয়াশিংটনকে খেলানোর সিদ্ধান্ত ছিল গৌতম গম্ভীরের। অশ্বিন বুঝতে পারেন, পরের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ সাইকেলে তিনি থাকতে পারবেন না। পুরো পরিস্থিতি যাচাই করার পর সিরিজের মাঝপথেই অবসরের সিদ্ধান্ত নেন কিংবদন্তি স্পিনার। 


#Ravichandran Ashwin#Gautam Gambhir#India vs Australia



বিশেষ খবর

নানান খবর

নানান খবর

অশ্বিনের মত খেলোয়াড়ের এভাবে অবসর মানায় না, অসন্তোষ প্রকাশ করলেন বিশ্বকাপজয়ী অধিনায়ক...

চার হ্যাটট্রিক,‌ কন্যাশ্রী কাপে ২৭ গোলের নজির ইউকেএসসির ...

চার হ্যাটট্রিক,‌ কন্যাশ্রী কাপে ২৭ গোলের নজির ইউকেএসসির ...

ফুটবল মাঠে ভয়ঙ্কর ছবি, প্রতিপক্ষ ডিফেন্ডারের বুটের আঘাতে রক্তাক্ত গোলকিপার, তবুও 'অন্ধ' হয়ে রইলেন রেফারি ...

৭৫ লাখ বেস প্রাইসের তারকা অবিক্রিত আইপিএল নিলামে, সেঞ্চুরি হাঁকিয়ে জবাব দিলেন ফ্র্যাঞ্চাইজিদের ...

বিশ্বচ্যাম্পিয়ন হয়ে গুকেশ পেয়েছেন ১১.৪৫ কোটি, বিপুল এই অর্থ নিয়ে কী করবেন তিনি? ...

'অশ্বিনের কবে সরে যাওয়া উচিত ছিল জানেন?', প্রাক্তন পাক তারকা যা বললেন, তাতে অবাকই হবেন ...

এই ক্রিকেটারের জন্যই সিরিজের মাঝপথে অবসর নিলেন অশ্বিন! বড় ইঙ্গিত হরভজনের ...

বস নন, প্রফেসরও নন, আপনি মিস্টার অস্কার ব্রুজোঁ, আপনি থাকছেন স্যর...

কবে অস্ট্রেলিয়া যাবেন সামি? কী অবস্থা তাঁর চোটের? হতাশ রোহিত বল ঠেললেন এনসিএ-র কোর্টে ...

ইডেনে নিজের নামে স্ট্যান্ডে আপ্লুত ঝুলন, অজানা কাহিনি শোনালেন সৌরভ...

বিষ্ণুর ভূয়সী প্রশংসা, অস্কারের কোন ভোকাল টনিকে ম্যাচে ফিরল ইস্টবেঙ্গল? ...

অস্কারের মাস্টারস্ট্রোকে অবিশ্বাস্য প্রত্যাবর্তন, দু'গোলে পিছিয়ে চার গোলে জয় ইস্টবেঙ্গলের ...

আবার বাদ, বিজয় হাজারেতে মুম্বই দল থেকে ছাঁটাই পৃথ্বী শ...

ফলো অন ধরেই নিয়েছিলেন, আবার ব্যাট করার জন্য মানসিকভাবে প্রস্তুত ছিলেন রাহুল...



সোশ্যাল মিডিয়া



12 24