বুধবার ০৫ ফেব্রুয়ারী ২০২৫

সম্পূর্ণ খবর

খেলা | টেবিলের অঙ্ক বদলানোর হাতছানি, চেন্নাইয়েও ধারাবাহিকতা বজায় রাখাই লক্ষ্য অস্কারের

Sampurna Chakraborty | ০৬ ডিসেম্বর ২০২৪ ১৬ : ১৪Sampurna Chakraborty


আজকাল ওয়েবডেস্ক: নর্থ ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে প্রথম জয় পেয়েছে ইস্টবেঙ্গল। শেষমেষ আইএসএলে খাতা খুলেছে। এবার পেছনে ফিরে তাকাতে চান না অস্কার ব্রুজো। শুধুই এগিয়ে যাওয়ার পালা। আগের দিন জিতলেও টেবিলে পজিশন বদলায়নি। ৮ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের লাস্টবয় ইস্টবেঙ্গল। কিন্তু শনিবার সেই অঙ্ক বলদানোর সুযোগ রয়েছে লাল হলুদের সামনে। জিতলেই মহমেডানকে টপকে যাবে অস্কারের দল। একধাপ ওপরে উঠবে। তাই বিপক্ষের ডেরায় শক্তিশালী চেন্নাইয়ে বিরুদ্ধে জয় তুলে নিতে মরিয়া ইস্টবেঙ্গল। নর্থ ইস্ট ম্যাচের ধারাবাহিকতা বজায় রাখতে চান লাল হলুদ কোচ। অ্যাওয়ে ম্যাচে পরিবেশ কিছুটা ফ্যাক্টর হলেও খুব বেশি পার্থক্য গড়ে দেবে না বলেই মনে করছেন স্প্যানিস কোচ। 

এএফসি থেকে চাকা ঘুরেছে ইস্টবেঙ্গলের। শেষ কয়েকটা ম্যাচে হারেনি কলকাতার প্রধান। দল ছন্দে রয়েছে। আইএসএলের বাকি তাবড় তাবড় দলগুলোকে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার এটাই সেরা সময় বলে মনে করেন ইস্টবেঙ্গল কোচ। অস্কার বলেন, 'আমরা এখন ভাল সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। আইএসএলের বাকি দলগুলোর সঙ্গে তাল মেলাতে পারছি। একটা জয় আমাদের আত্মবিশ্বাস বাড়িয়েছে। আইএসএলের দলগুলোর মধ্যে বিশাল পার্থক্য নেই। লিগ যথেষ্ট ওপেন। তাই হোম হোক বা অ্যাওয়ে, খুব বেশি পার্থক্য হবে না। আবহাওয়া, ওখানকার গরম একটু সমস্যায় ফেলতে পারে। তবে আমার মনে হয় সেটা বড় ফ্যাক্টর হবে না।' কয়েকদিন আগে মোহনবাগানের ঘরের মাঠে হোসে মোলিনার দলকে যথেষ্ট বেগ দেয় চেন্নাই। শেষদিকে জেসন কামিন্সের করা একমাত্র গোলে জেতে সবুজ মেরুন। সেই খেলা মাঠে বসে দেখেছেন অস্কার। তাই প্রতিপক্ষকে গুরুত্ব দিচ্ছেন। চেন্নাইয়ের বিরুদ্ধে তিন পয়েন্ট পাওয়া যে সহজ হবে না, ভালভাবেই জানেন। অস্কার বলেন, 'চেন্নাই শক্তিশালী দল। অভিজ্ঞ কোচ রয়েছে। আইএসএলে সেরা তিন কোচের মধ্যে অন্যতম। দলটা ফিজিক্যাল ফুটবল খেলে। মোহনবাগানের বিরুদ্ধে দেখেছি। ভাল দল। তবে শেষ কয়েকটা ম্যাচে আশানুরূপ ফল পায়নি। এক পয়েন্ট নিয়েও ফ্যানদের খুশি করতে চাইবে। আমরা আমাদের ছন্দ অব্যাহত রাখার চেষ্টা করব।'

শুক্রবার সকালে কলকাতায় প্র্যাকটিস করে চেন্নাইয়ের উদ্দেশে রওনা দেয় ইস্টবেঙ্গল দল। আগের দিন দলের সঙ্গে অনুশীলন করতে দেখা যায়নি হেক্টর ইউস্তেকে। কিন্তু এদিক প্র্যাকটিস করেন। শনিবার চেন্নাই ম্যাচে খেলবেন হেক্টর। কার্ড সমস্যা কাটিয়ে দলে ফিরবেন নাওরেম মহেশ এবং নন্দকুমার। যার ফলে প্রথম একাদশ বাছতে সমস্যায় পড়তে হবে ব্রুজোকে। কারণ আগের দিন নজর কাড়েন পিভি বিষ্ণু। কাকে ছেড়ে, কাকে বাদ দেবেন! তবে এটাকে স্বাস্থ্যকর প্রতিযোগিতা হিসেবেই দেখছেন। জানান, দলে এমন কয়েকজন ফুটবলার রয়েছে যারা প্র্যাকটিসে নিজেদের উজাড় করে দেয়। নিয়মিত প্লেয়ারদের অনুপস্থিতিতে তাঁরা নিজেদের মেলে ধরার সুযোগ পায়। একই সঙ্গে দলের নিয়মিত ফুটবলারদেরও সেরাটা দেওয়ার তাগিদ থাকে। কারণ তাঁরা জানে জায়গা দখল করার জন্য কেউ রয়েছে। তিনটে হলুদ কার্ড রয়েছে ইস্টবেঙ্গলের তিন বিদেশির এটা কিছুটা চিন্তায় রাখছে অস্কারকে। জানান, অহেতুক কার্ড না দেখার চেষ্টা করতে হবে। একইসঙ্গে সেট পিস নিয়ে বাড়তি সতর্ক ইস্টবেঙ্গল কোচ। জানিয়ে দিলেন, ডেড বল সিচুয়েশনে গোল হজম করা চলবে না। চেন্নাইয়ের শক্তি এবং দুর্বলতা মেপে নিয়েছেন ইস্টবেঙ্গল কোচ। তিন পয়েন্টের লক্ষ্যেই ঝাঁপাবে কলকাতায় প্রধান। 


#East Bengal#Oscar Bruzon#Indian Super League



বিশেষ খবর

নানান খবর

নানান খবর

হিজাজির পরিবর্তে ইস্টবেঙ্গলে ক্যামেরুনের মেসি, চেন্নাইয়িন ম্যাচে পাওয়া যাবে না নতুন বিদেশিকে ...

ঐতিহাসিক মুহূর্ত, ৫০টি ক্লিনশিটের জন্য বিশেষ পুরস্কার পেলেন বিশাল কাইথ ...

চ্যাম্পিয়ন্স ট্রফিতে অনিশ্চিত বুমরা! ভারতের সম্ভাবনা কমবে অনেকটাই, মনে করেন প্রাক্তন তারকা ...

ছিটকেই গেলেন হিজাজি, আইএসএলে সমস্যা আরও বাড়ল ইস্টবেঙ্গলের ...

অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে দুরন্ত পারফরম্যান্স, তৃষাকে ১ কোটি টাকা আর্থিক পুরস্কার তেলেঙ্গানা মুখ্যমন্ত্রীর ...

সোশ্যাল মিডিয়া কাঁপাচ্ছে রিঙ্কু সিংয়ের বোন, ফলোয়ারের সংখ্যা শুনলে চমকে যাবেন...

চ্যাম্পিয়ন্স ট্রফিতে আনফিট বুমরাকে খেলানো নিয়ে আগাম সতর্কবাণী শাস্ত্রীর...

বিশ্বক্রিকেটকে শাসন করছে ভারত, বিরাট সার্টিফিকেট প্রাক্তন তারকার...

ভারতের বিরুদ্ধে প্রথম দুই একদিনের ম্যাচে অনিশ্চিত ইংল্যান্ডের উঠতি তারকা...

এ কী কাণ্ড! ভারতীয় দলের অতি গুরুত্বপূর্ণ সদস্যকে হোটেলে ঢুকতে বাধা পুলিশের, দেখুন ভাইরাল সেই ভিডিও ...

পিসিবির চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতিতে সন্তুষ্ট আইসিসি, ত্রিদেশীয় সিরিজের পর হস্তান্তর করা হবে স্টেডিয়াম...

সূর্য ও সঞ্জু বারবার ব্যর্থ, সাফল্যের দাওয়াই দিলেন অশ্বিন...

বুমরা দুঃস্বপ্ন এখনও যায়নি মার্শের, কেন? অজি তারকা যা বললেন... ...

২৪ ঘণ্টারও কম সময়ে দু’‌দেশের মাঠে খেলতে নেমে পড়লেন কেকেআর অলরাউন্ডার, কীভাবে সম্ভব হল?‌...

পক্ষপাতিত্ব ও দুর্নীতির পুরনো দিনে ফিরছে আইসিসি, কনকাশন সাব নিয়ে বিস্ফোরক ম্যাচ রেফারি...



সোশ্যাল মিডিয়া



12 24