বুধবার ০৮ জানুয়ারী ২০২৫

সম্পূর্ণ খবর

রাজ্য | অশান্ত বাংলাদেশ, পেট্রাপোল ও ঘোজাডাঙায় কমেছে বাণিজ্য, দু'পারেই দেশে ফেরার তাড়া

Riya Patra | ০১ ডিসেম্বর ২০২৪ ১৪ : ৪২Riya Patra


 

আজকাল ওয়েবডেস্ক: অশান্ত বাংলাদেশ। তার প্রভাব পড়ল আন্তর্জাতিক সীমান্ত বাণিজ্যে। গত কয়েকদিনে উত্তর ২৪ পরগনার পেট্রাপোল ও ঘোজাডাঙায় ভারত ও বাংলাদেশের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্য তলানিতে পৌঁছে গিয়েছে। চিকিৎসা বা অন্যান্য প্রয়োজনে যাঁরা দু'দেশের মধ্যে যাতায়াত করেন, তাঁদের মধ্যে দেশে ফেরার তাড়া বেড়ে গিয়েছে। 

২৫ নভেম্বর ঢাকা বিমানবন্দর থেকে ইসকনের সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসকে বাংলাদেশ পুলিশ গ্রেপ্তার করেছে। তারপর বিভিন্ন ঘটনায় বাংলাদেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে। ঘটনার পরম্পরায় দু'দেশের বাসিন্দাদের মধ্যে ক্রমশ উদ্বেগ বাড়ছে। তার প্রভাব পড়ল ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক আমদানি রপ্তানি বাণিজ্যে। উত্তর ২৪ পরগনার পেট্রাপোল ও ঘোজাডাঙা সীমান্ত দিয়ে দু'দেশের মধ্যে বিভিন্ন পণ্য আমদানি রপ্তানি হয়। গত কয়েকদিনে সেই আন্তর্জাতিক বাণিজ্য তলানিতে ঠেকেছে। পেট্রাপোল সীমান্ত দিয়ে প্রতিদিন পাঁচশোর ওপর পণ্যবাহী ট্রাক বাংলাদেশে যায়। ওপার থেকে দু'শো ট্রাক এপারেও আসে। পেট্রাপলের ব্যবসায়ীরা জানাচ্ছেন, গত তিন চার দিনে বাংলাদেশ ও ভারতের মধ্যে পণ্য আমদানি রপ্তানি ট্রাক যাতায়াত অনেক কমে গিয়েছে। 

বসিরহাটের ঘোজাডাঙা সীমান্তেও উদ্বেগের ছবি ধরা পড়েছে। প্রতিদিন চারশো পণ্যবাহী ট্রাক বাংলাদেশে যেত। সেখান থেকেও দেড়শো থেকে দু'শো ট্রাক এপারে আসত। বাংলাদেশের অশান্ত পরিস্থিতির কারণে তা একেবারেই কমে গিয়েছে। ‌দু'দেশের মধ্যে আন্তর্জাতিক বাণিজ্য নিয়ে সংশয় দেখা দিয়েছে। 

শুধু পণ্য আমদানি-রপ্তানি বাণিজ্যই নয়, বাংলাদেশের অস্থির পরিস্থিতির কারণে চিকিৎসা বা অন্য প্রয়োজনে ওপার থেকে আসা মানুষের মধ্যেও উদ্বেগ বেড়েছে। ‌ দেশে ফেরার জন্য তাঁরা পেট্রাপোল ও ঘোজাডাঙা সীমান্তে ভিড় করছেন। আবার বাংলাদেশ যাঁরা গিয়েছিলেন, সেই সব ভারতীয় নাগরিকরাও দেশে ফেরার জন্য অস্থির হয়ে পড়েছেন। 

পেট্রাপোল আন্তর্জাতিক ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্ট অ্যাসোসিয়েশনের সম্পাদক কার্তিক চক্রবর্তী বলেন, 'বাংলাদেশের অস্থির পরিস্থিতির প্রভাব আন্তর্জাতিক বাণিজ্যে পড়েছে। পণ্য আমদানি-রপ্তানির পণ্যবাহী ট্রাক যাতায়াত কমে গিয়েছে। দু'দেশে যাতায়াতকারী মানুষের মধ্যে দেশে ফেরার তাড়াও দেখা যাচ্ছে।' ঘোজাডাঙা সীমান্ত আন্তর্জাতিক ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্ট অ্যাসোসিয়েশনের সম্পাদক সঞ্জীব মণ্ডলও একই কথা বলেছেন। বাংলাদেশের অস্থিরতার কারণে টাকার বিনিময় মূল্য কমে গিয়েছে। আন্তর্জাতিক বাণিজ্যে চূড়ান্ত প্রভাব পড়েছে। সকলের মধ্যে দেশে ফেরার ব্যস্ততা দেখা যাচ্ছে।'


#Petrapole#ghojadanga#bangladesh unrest#bangladesh situation#bangladesh-india#



বিশেষ খবর

নানান খবর

নানান খবর

চা বাগানে হাতির তাণ্ডব,কাজ বন্ধ করে পালালেন শ্রমিকরা...

অবৈধভাবে টোটো তৈরি বন্ধ করা হবে, জানালেন পরিবহন মন্ত্রী  ...

কোচবিহারের খুদেদের কোচিং দিতে আসবেন, আশ্বাস প্রাক্তন ক্রিকেটার সন্দীপ পাতিলের...

বাম নেতৃত্বের ‘‌গুন্ডামি’‌, অশিক্ষক কর্মীকে স্কুলের সামনে কান ধরতে বাধ্য করানোর অভিযোগ ...

সধবা পাচ্ছেন 'বিধবা' ভাতা, পুলিশে অভিযোগ দায়ের বিডিওর ...

আচমকাই গ্যাস বেলুন সিলিন্ডার ফাটল মেলায়, মৃত্যু এক মহিলার, পা উড়ে গেল বেলুন বিক্রেতার...

সততার অনন্য নজির, লক্ষাধিক টাকার গয়েনা ভর্তি ব্যাগ ফেরালেন গরিব টোটো চালক...

সীমান্তে কাঁটাতারের বেড়া তৈরি নিয়ে ভারতকে বাধার অভিযোগ বাংলাদেশের বিরুদ্ধে ...

শীতের আমেজে দিঘায় শুরু মিষ্টি উৎসব, স্টলে স্টলে উপচে পড়া ভিড়, কী দাবি তুললেন ব্য়বসায়ীরা? ...

মুখ্যমন্ত্রীর ভার্চুয়াল উদ্বোধনের পর চালু নলগোড়া ও ধোসাহাট সেতু, স্বস্তিতে স্থানীয়রা ...

পুরুলিয়ায় পুলিশ কন্যা হত্যার কিনারা, গ্রেপ্তার ১...

কী অবস্থায় রাজ্যের পরিবহন? দেখতে পথে পরিবহনমন্ত্রী ...

বাংলাদেশ থেকে ছাড়া পাওয়া মৎস্যজীবীদের আর্থিক সহায়তা, 'দিদি'র প্রতি কৃতজ্ঞ মৎস্যজীবীরা...

জলা বুজিয়ে পাঁচিল! বন্ধ নিকাশি, জলযন্ত্রণায় ক্ষিপ্ত প্রায় আড়াইশো পরিবার...

শুভেন্দুর জেলায় বিজেপির বিরাট অস্বস্তি, তৃণমূলের দখলে মুগবেড়িয়া গ্রাম পঞ্চায়েত...



সোশ্যাল মিডিয়া



12 24