বৃহস্পতিবার ০৬ ফেব্রুয়ারী ২০২৫
সম্পূর্ণ খবর
Riya Patra | ২৩ নভেম্বর ২০২৪ ১৬ : ১৪Riya Patra
আজকাল ওয়েবডেস্ক: নৈহাটি বিধানসভায় বড়সড় ধাক্কা খেল বাম। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে বাম প্রার্থী যত ভোট পেয়েছিলেন সেই তুলনায় পঞ্চাশ শতাংশের থেকেও কম ভোট পেল বাম সমর্থিত লিবারেশন। শোচনীয় পরাজয় হল লিবারেশন প্রার্থী দেবজ্যোতি মজুমদারের। ফলাফলের নিরীখে ২০২১ সালের বিধানসভা নির্বাচনে সিপিএম প্রার্থী ইন্দ্রানী কুণ্ডু মুখার্জি পেয়েছিলেন ১৫,৮২৫ ভোট। ২০২৪য়ে উপনির্বাচনে বাম সমর্থিত লিবারেশন প্রার্থী পেয়েছেন ৭৫৭৪ ভোট। ২১-এর তুলনায় ২৪-এর উপনির্বাচনে বাম শিবিরে ৮,২৫১টি কম ভোট ঢুকেছে।
অথচ এই বিধানসভা একসময় পরিচিত ছিল বামেদের শক্ত ঘাঁটি হিসেবে। রাজ্যে ১৯৭৭ সালে যখন বামেরা ক্ষমতায় এসেছিল তার অনেক আগেই নৈহাটিতে শক্তপোক্ত ছিল বাম ব্যাটন। সিপিএম নেতা এবং বাম সরকারের মন্ত্রী রঞ্জিত কুন্ডু এই নৈহাটি বিধানসভা থেকেই পরপর তিনবার বিধায়ক হিসেবে নির্বাচিত হয়েছিলেন। বলতে গেলে যে উত্তর ২৪ পরগণা জেলা একদা ছিল বামেদের দুর্ভেদ্য দুর্গ সেখানে নৈহাটি বাম রাজনীতির মানচিত্রে ছিল একটি উজ্জ্বল বিন্দু।
আগেরবার থেকে এবার ভোটের ফলাফলে এই বিশাল তফাতের কারণ কী? এই অঞ্চলের যারা 'কমিটেড' বাম ভোটার তাঁরা কি লিবারেশনের সঙ্গে বামেদের এই জোট মেনে নিতে পারেননি? উত্তরে লিবারেশন প্রার্থী দেবজ্যোতি মজুমদার বলেন, 'প্রচারের জন্য সময় ছিল ১৯ দিন। তার মধ্যে উৎসবও ছিল। ফলে সেই হিসেবে দেখতে গেলে মাত্র ৮ দিন সময় পেয়েছিলাম। সেজন্য সবার কাছে পৌঁছন সম্ভব হয়নি। আরও একটি বড় বিষয় হল 'প্রতীক'। যার সঙ্গে আমরা সকলের সঙ্গে বিশেষ করে সমস্ত বাম ভোটারকে পরিচিত করতে পারিনি। ফলে ইভিএম-এ অনেকেই প্রতীক বুঝতে না পারার জন্য কম ভোট পড়েছে।' আর কমিটেড ভোটার? তাঁরাও কি লিবারেশন প্রার্থীকে কম ভোট দিয়েছেন? দেবজ্যোতি জানা, 'কমিটমেন্ট শব্দটা কিন্তু এখন অনেকটাই ছোট হয়ে এসেছে।'
সিপিএমের কলকাতা জেলা কমিটির সম্পাদক ও দলের রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য কল্লোল মজুমদার নিজেও মনে করেন নৈহাটিতে তাঁদের প্রার্থীর প্রতীক-এর সঙ্গে সকলকে শেষপর্যন্ত পরিচিত করা যায়নি। তাঁর কথায়, 'প্রার্থীর প্রতীককে যথেষ্ট পরিচিত করা যায়নি। প্রত্যন্ত অঞ্চলে যদি ঘরে ঘরে প্রতীককে পরিচিত না করা যায় তবে একটা সমস্যা তৈরি হয়। এরকম কিছু সমস্যা হচ্ছিল বলে শেষদিকে ওখানকার নেতা-কর্মীরা বলছিলেন। সেইসঙ্গে আরও একটা কথা মনে রাখতে হবে কমিটেড ভোটার বলতে আমরা যেটা বুঝি সেটা কোনও রাজনৈতিক দলেরই বিরাট সংখ্যায় হয় না।'
প্রতীকই যদি সমস্যা হয় তবে সিপিএম কি নিজ প্রার্থী দিলে ভালো করত? কল্লোল বলেন, 'দেখুন প্রতীক একটি বড় বিষয়। অনেকের কাছে হয়ত পৌঁছন গেছে কিন্তু প্রতীক নিয়ে তাঁকে পরিচিত করতে পৌঁছন যায়নি। এরকম কিছু হয়ে থাকবে বলে মনে করা হচ্ছে। যদিও এটা একটা কারণ হলেও সমস্ত কারণ নয়।' এর পাশাপাশি তাঁর দাবি, উপনির্বাচন ঘিরে ভোটারদের মধ্যে উৎসাহটাও কিছুটা কম থাকে।
যদিও তৃণমূল লিবারেশন ও সিপিএম, দুই তরফের দাবিই নস্যাৎ করেছে। প্রাক্তন সাংসদ ও তৃণমূল নেতা কুণাল ঘোষ বলেন, বাজে যুক্তি। আসলে সিপিএম নিজেও জানত তারা হারবে। সেজন্যই লিবারেশনকে দাঁড় করিয়েছিল।
#Naihati bypoll #Byelection 2024#tmc#cpim
বিশেষ খবর
নানান খবর
![](/uploads/adthumb_358.jpeg)
নানান খবর
![](/uploads/thumb_37239.jpg)
দত্তপুকুরের কাটা মুন্ডুর রহস্যভেদ, খুনের কারণ জানলে চমকে উঠবেন...
![](/uploads/thumb_372271738767699.jpg)
ফের গুলেন বেরি সিনড্রোমে আক্রান্ত হয়ে ভর্তি কোচবিহার এমজেএন মেডিক্যাল কলেজে ও হাসপাতালে...
![](/uploads/thumb_37226.jpeg)
সাংগঠনিক নির্বাচন নিয়ে ধুন্ধুমার, নদীয়ায় বিজেপি অফিসে কর্মীদের ভাঙচুর ...
![](/uploads/thumb_37217.jpg)
ইলেকট্রিক শক দিয়ে 'খুন' করা হল হাতি, বন দপ্তরের হাতে গ্রেপ্তার ১...
![](/uploads/thumb_37218.jpg)
ইলেকট্রিক শক দিয়ে 'খুন' করা হল হাতি, বন দপ্তরের হাতে গ্রেপ্তার ১...
![](/uploads/thumb_37131.jpg)
প্রেমে বিচ্ছেদ! ক্ষিপ্ত যুবকের ব্যাগে সিঁদুর নিয়ে প্রাক্তনীকে হত্যার চেষ্টা, শেষে গ্রেপ্তার...
![](/uploads/thumb_37130.jpg)
স্বামীর কিডনি বিক্রির টাকা নিয়ে নতুন সংসার পাতলেন স্ত্রী, সাঁকরাইলের ঘটনায় সকলে হতবাক...
![](/uploads/thumb_37127.jpg)
শিলিগুড়িতে ছেলের হাতে খুন মা, এলাকায় উত্তেজনা...
![](/uploads/thumb_37109.jpg)
বাঙালির ভ্যালেন্টাইনস ডে উপলক্ষে তত্ত্ব হাতে ছাত্রদের জন্য অপেক্ষায় ছাত্রীরা, কোন বিশ্ববিদ্যালয়ে এই রীতি?...
![](/uploads/thumb_37102.jpg)
বোরোলি, বোয়াল-সহ তিস্তার জলে মরা মাছের ভিড়, বিষ প্রয়োগ না অন্য কারণ?...
![](/uploads/thumb_37012.jpg)
লাভপুরে ফের পুলিশের ওপর হামলা, ইটের আঘাতে আহত এক পুলিশকর্মী...
![](/uploads/thumb_37009.jpg)
দেগঙ্গায় ফের দুঃসাহসিক ডাকাতি, আলমারি ভেঙে লুঠ সোনার গয়না, লক্ষাধিক নগদ টাকা...
![](/uploads/thumb_36999.jpg)
উলুবেড়িয়া কালীবাড়িতে সরস্বতী পুজো ঘিরে বিশৃঙ্খলা, অনুষ্ঠান বন্ধ করল পুলিশ ...
![](/uploads/thumb_36998.jpg)
হাতির সঙ্গে জেসিবি নিয়ে লড়াই, গ্রেপ্তার চালক...
![](/uploads/thumb_36990.jpg)
গোটা সেদ্ধ তো শুনেছেন, জানেন কী কী থাকে এই খাবারে? কেনইবা সরস্বতী পুজোর পরেরদিন খাওয়া হয়?...