শনিবার ২৮ ডিসেম্বর ২০২৪
সম্পূর্ণ খবর
Reporter: Bibhas Bhattacharya | লেখক: Abhijit Das ২৩ নভেম্বর ২০২৪ ১৪ : ৩৮Abhijit Das
আজকাল ওয়েবডেস্ক: সামনেই বড়দিনের ছুটি। মন্দারমনির হোটেলগুলি নিয়ে টানাপড়েনের ফলে ডিসেম্বরের ছুটিগুলোতে পর্যটকদের ভিড় দিঘায় আছড়ে পড়তে পারে বলে মনে করছে জেলা প্রশাসন। দিঘায় ঘুরতে এসে হোটেল ভাড়ায় নিতে গিয়ে পর্যটকদের যাতে বাড়তি টাকা গুণতে না হয় সে জন্য ব্যবস্থা নিচ্ছে প্রশাসন। এর পাশাপাশি পর্যটকদের সুরক্ষা নিশ্চিত করতে নিরাপত্তা ব্যবস্থাও আঁটোসাঁটো করা হচ্ছে।
সামনে ২৫ ডিসেম্বর বড়দিনের ছুটি থেকে ৩১ ডিসেম্বর ও ১ জানুয়ারি পর্যন্ত দিঘাতে পর্যটকদের সমাগমের কথা মাথায় রেখে দিঘা জুড়ে বাড়তি নজরদারির জন্য প্রায় ৩৫টি সিসিটিভি ক্যামেরা লাগানো হচ্ছে। সমুদ্রস্নানে থাকা পর্যটকেরা যাতে কোনও সমস্যায় না পড়েন তার জন্য নামানো হচ্ছে সাতটি স্পিডবোট। সারাক্ষণ নজরদারি চালানো হবে। ফি-বছর ভিড়ের চাপে অনেকবার দুর্ঘটনার কবলে পড়েছেন পর্যটকেরা। সমুদ্রে তলিয়ে গিয়ে প্রাণহানির ঘটনা ঘটেছে অনেক পর্যটকের। তা এড়াতেই এ বার বোটে নজরদারি। এই সময় বেশ কিছু হোটেল কর্তৃপক্ষ রুমের ভাড়া খেয়ালখুশি মতো বাড়িয়ে দেন। সে কথা মাথায় রেখে প্রশাসন কড়া ব্যবস্থা নিতে চলেছে। হোটেলগুলিকে ঘরের ভাড়ার তালিকা রিসেপশনে পর্যটকদের জ্ঞাতার্থে ঝুলিয়ে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। রাখতে হবে কমপ্লেন বক্স। পাশাপাশি পুলিশ প্রশাসনের হেল্পলাইনেও অভিযোগ জানাতে পারবেন পর্যটকেরা। এর পরেও কেউ বাড়তি ভাড়া চাইলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে প্রশাসন। গোটা ব্যবস্থার তত্ত্বাবধানের জন্য একটি এজেন্সিকেও দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসন। সিসিটিভির ফুটেজে দিঘা থানা ও দিঘা কোস্টাল থানা সারাক্ষণ নজরদারি চালাবে। দিঘায় বেড়াতে এসে পর্যটকেরা সর্বস্বান্ত হওয়ার খবর অনেকবারই পাওয়া গেছে। বেড়াতে এসে যাতে কোনভাবে সমস্যা তৈরি না হয় এই ব্যবস্থা বলে জানা গেছে জেলা প্রশাসনের পক্ষ থেকে।
দীঘা হোটেলিয়ারর্স অ্যাসোসিয়েশনের কর্মকর্তা বিপ্রদাস চক্রবর্তী বলেন, "প্রশাসনের এমন উদ্যোগ ভাল। তবে, দিঘা জুড়ে এখন আর কেউই তেমন বাড়তি ভাড়া নেয় না। ভিড়ের সময় কেউ বাড়তি ভাড়া নিয়ে থাকলে অভিযোগ পেলেই অ্যাসোসিয়েশনও ব্যবস্থা নেবে। এ বার মন্দারমনির অধিকাংশ হোটেলগুলি নিয়ে আইনি জটিলতার কারণে দিঘায় ব্যাপক বুকিং হচ্ছে। এ বার নজরকারা ভিড় হতে পারে দিঘাতে।"
পুলিশ সুপার সৌম্যদীপ ভট্টাচার্য বলেন, "ভিড়ের মধ্যে পর্যটকদের নিরাপত্তার জন্য বিশেষ ব্যবস্থা থাকছে। ২৫ ডিসেম্বর থেকে চালু করা হবে ব্যবস্থা।"
#Christmas Celebration# Digha# Digha Administration#Digha Sankarpur Development Authority
বিশেষ খবর
নানান খবর
নানান খবর
কচ্ছপের মাংসের সঙ্গে খিচুড়ি খাওয়াই হল কাল, বীরভূমে মৃত এক, আহত আরও ছয় ...
আর নয় ভাত-খিচুড়ি, স্বাদ বদলাতে মিড ডে মিলে পড়ুয়াদের জন্য চাইনিজ মেনু চালু করল স্কুল...
মুর্শিদাবাদে জাল আধার কার্ড সহ ধৃত ৩ বাংলাদেশি, পাওয়া গেল মালদা যোগ...
সিলিং ফ্যানে ঝুলছে মহিলার দেহ, অচৈতন্য দুই সন্তান, রোমহষর্ক ঘটনায় তোলপাড় শিবপুর...
বছর শেষের আগে ধেয়ে আসছে হাড়কাঁপানো শীত? বড়সড় আপডেট দিল আলিপুর আবহাওয়া দপ্তর...
প্রথম থেকে পঞ্চম শ্রেণীর পরীক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন, একাধিক রদবদলের কথা জানাল প্রাথমিক শিক্ষা পর্যদ...
নাগাল মিলছে না জিনাতের, পুরুলিয়ার মানুষ শিউরে উঠছেন ২০১৫-এর কথা মনে করে ...
নেই চিকিৎসক, কম্পাউন্ডারই রোগী দেখেন সাহেবখালি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ...
কীরকম ছিল সুলতানি আমলের স্নানাগার? উত্তর পেতে যেতে হবে মালদায়...
অনুপ্রবেশ হতে পারে সীমান্তের এই ১০টি গ্রাম দিয়ে, আশঙ্কায় মুড়ে দেওয়া হল সিসিটিভি ক্যামেরায়...
অভিষেক ব্যানার্জির নাম করে কালনার পুর-চেয়ারম্যানকে ফোনে হুমকি! ৫ লাখ দাবি, গ্রেফতার ৩ ...
কেমন আছেন স্নাতকোত্তর চিকিৎসকরা? খোঁজ নিতে হাসপাতালে জাতীয় মানবাধিকার কমিশনের প্রতিনিধি ...
নিজের বন্দুক দিয়ে মাথায় গুলি করে আত্মঘাতী বিএসএফ জওয়ান, মাথাভাঙার ঘটনা...
বর্ষ শেষে দু'দিন বন্ধ থাকবে যশোর রোড, ভোগান্তির আশঙ্কা...
মুর্শিদাবাদে রেল লাইনে 'নাশকতার' ছক! ধৃত ২ যুবক ...