শনিবার ২৩ নভেম্বর ২০২৪

সম্পূর্ণ খবর

খেলা | কলকাতায় খেলার অধরা স্বপ্ন কোচ হিসেবে মেটাতে চান ভারতের ডেভিড বেকহ্যাম

Sampurna Chakraborty | ২২ নভেম্বর ২০২৪ ১৯ : ২৪Sampurna Chakraborty


আজকাল ওয়েবডেস্ক: প্রায় এক দশক আগে দেশের এবং ক্লাবের জার্সিতে দাপিয়ে খেলেছেন। একসময় ভারতীয় দলের মাঝমাঠের অন্যতম কান্ডারী ছিলেন। তাঁকে ভারতের ডেভিড বেকহ্যাম বলা হতো। এয়ার ইন্ডিয়া, মাহিন্দ্রা ইউনাইটেড, চার্চিল ব্রাদার্সে ফুটবল জীবনের সোনালী অধ্যায় কাটান। কেরিয়ারের শেষভাগ কাটে মুম্বই এফসিতে। বরাবরই কলকাতার দলগুলোর ত্রাস ছিলেন স্টিভেন ডায়াস। ফর্মের তুঙ্গে থাকাকালীন বেশ কয়েকবার মোহনবাগান, ইস্টবেঙ্গলের প্রস্তাব পান। কিন্তু শেষপর্যন্ত মুম্বই ছেড়ে আসা হয়নি স্টার মিডফিল্ডারের। এবার সেই আক্ষেপ মেটাতে চান। কালের নিয়মে ফুটবলার থেকে কোচ হয়েছেন। জামশেদপুর এফসির রিজার্ভ দলের কোচ। কিন্তু শনিবাসরীয় সন্ধেয় ম্যাচের রিং মাস্টার স্টিভেনই। কোচের হটসিটে দেখা যাবে তাঁকে। চেন্নাই এফসি ম্যাচে লাল কার্ড দেখায় ডাগ আউটে কোচের ভূমিকায় থাকতে পারবেন না খালিদ জামিল। তাঁর জায়গায় কোচিং করাবেন স্টিভেন। সিনিয়র দলের কোচ হিসেবে তেমন অভিজ্ঞতা নেই। প্রতিপক্ষের ডেরায় পেশাদার কোচিং জীবনের শুরুতেই মোহনবাগানের মুখোমুখি। তাবড় তাবড় কোচরা যে দলকে রুখতে হিমশিম খায়। মুখে যতই অস্বীকার করুন না কেন, একটা চাপ অবশ্যই থাকবে। তবে সেটা উপভোগ করতে চান স্টিভেন। দীর্ঘ ফুটবলার জীবনে ইচ্ছে থাকলেও কলকাতায় খেলার সুযোগ হয়নি। এবার সেই অধরা স্বপ্ন পূরণ করতে চান। স্টিভেন বলেন, 'মোহনবাগান, ইস্টবেঙ্গলে খেলা আমার স্বপ্ন ছিল। কলকাতায় খেলার ইচ্ছে ছিল। কিন্তু সেটা পূরণ হয়নি। আমি সবসময় ইস্টবেঙ্গল, মোহনবাগানের বিরুদ্ধে খেলা উপভোগ করতাম। কলকাতায় খেলতে ভালবাসতাম। তাই আমার ওপর কোনও বাড়তি চাপ নেই। বরং এই সুযোগটা উপভোগ করতে চাই। কোচ হিসেবে মোহনবাগানের বিরুদ্ধে ডাগ আউটে বসতে পারা আমার সৌভাগ্য।' 

শুরুটা দারুণ করেছিল জামশেদপুর। কিন্তু তারপরই পারফরমেন্স গ্রাফ পড়তে থাকে। শেষ দুই ম্যাচে দশ গোল খেয়েছে। প্রথমে নর্থ ইস্ট ইনসাইটেডের কাছে, পরে চেন্নাইয়ের বিরুদ্ধে। শেষ ম্যাচে পাঁচ গোল হজম করে। সেই জায়গা থেকে ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ জামশেদপুরের সামনে। তাও আবার দলের হেড কোচকে ছাড়া। তবে স্টিভেন মনে করেন, চেন্নাই ম্যাচের পর প্রায় তিন সপ্তাহ কেটে যাওয়ায় নিজেদের গুছিয়ে নেওয়ার সুযোগ পেয়েছে জামশেদপুর। শেষ দু'ম্যাচ ভুলে নতুন উদ্যমে নামবে তাঁরা। খালিদের ডেপুটি মনে করেন, একটা জয় পরিস্থিতি বদলে দেবে। স্টিভেন বলেন, 'আগের দুটো ম্যাচ আমরা ভাল খেলতে পারিনি। নর্থ ইস্ট ম্যাচে আমরা প্রথমার্ধেই লাল কার্ড দেখি। আগের ম্যাচে পরপর তিন গোল খাই। তবে তারপর আমরা একটা সংক্ষিপ্ত বিরতি পেয়েছি। তাতে দল গুছিয়ে নেওয়ার সুযোগ হয়েছে। প্লেয়াররা ভাল মেজাজে আছে। আমাদের নিজেদের প্রতি বিশ্বাস রাখতে হবে। নিজেদের খেলাটা খেলায় চেষ্টা করতে হবে।'

গ্রেগ স্টুয়ার্টকে না পাওয়া গেলেও দলে জেমি ম্যাকলারেন, দিমিত্রি পেত্রাতোস, জেসন কামিন্সের মতো তারকারা রয়েছেন। তাঁদের আটকাতে কী পরিকল্পনা নেবেন? স্টিভেন সরাসরি জানিয়ে দিলেন, কোনও নির্দিষ্ট প্লেয়ার নিয়ে তিনি ভাবছেন না। দলের এগারোজনকে আটকানোর চেষ্টা করা হবে। শক্তিশালী মোহনবাগানের বিরুদ্ধে এক পয়েন্ট নিশ্চিত করতে চান, না তিন পয়েন্টের জন্য ঝাঁপাবে‌ জামশেদপুর? এর খোলসা করতে চাননি একসময় ভারতীয় ফুটবলের সেটপিস বিশেষজ্ঞ। জানান, ম্যাচের পরিস্থিতি অনুযায়ী এগোবেন। তাঁর জমানায় ভারতীয় ফুটবলারদের বড়সড় চেহারা না থাকলেও, দক্ষতা ছিল। এক একজন প্লেয়ার দীর্ঘ বছর ধরে জাতীয় দলে খেলত। কিন্তু বর্তমানে ভারতীয় দলের ফুটবলারদের কথা যত কম বলা যায়, ততই ভাল। কয়েক বছরের মধ্যে মানে এমন পার্থক্য কেন? স্টিভেন বলেন, 'আমার মনে হয়, ওরা আমাদের থেকে ভাল। বর্তমানে ফুটবল অনেকটাই বদলে গিয়েছে। এখন একজন একটা পজিশনে খেলে না, ২-৩ টে জায়গায় খেলে। দলে কোয়ালিটি ফুটবলার আছে। কিন্তু আত্মবিশ্বাসের অভাব আছে। একটা ম্যাচ জিতলেই পরিস্থিতি বদলে যাবে।' খালিদের অনুপস্থিতিতে অধরা স্বপ্ন বাস্তবায়িত করার সুযোগ পাচ্ছেন। তাই চ্যালেঞ্জ গ্রহণ করেছেন। এই সুযোগ হাতছাড়া করতে চান না স্টিভেন। 


#Steven Dias#Jamshedpur FC#Mohun Bagan#Indian Super League



বিশেষ খবর

নানান খবর

নানান খবর

পারথ টেস্টে বিরল নজির পন্থের, এই রেকর্ড আর কারও নেই...

পাঁচ উইকেট বুমরার, ১০৪ রানে শেষ অস্ট্রেলিয়া

'মনে করো দেশের জন্য গুলি খাচ্ছো', গম্ভীরের মন্ত্রেই অভিষেকে নজর কাড়লেন নীতিশ...

পছন্দের শহরে জয় দিয়ে আই লিগ অভিযান শুরু হাবাসের ...

চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে আপৎকালীন বৈঠক ডাকল আইসিসি ...

অবৈধ বোলিং অ্যাকশনের জন্য নিলামের আগেই নির্বাসিত হতে পারে ভারতীয় অলরাউন্ডার ...

অস্ট্রেলিয়ার জার্সিতে বাগান প্র্যাকটিসে ম্যাকলারেন, চোট-আঘাত নিয়ে ভাবছেন না মোলিনা...

চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে ভারতের ওপর চাপ বাড়াচ্ছে পাকিস্তান...

আবির্ভাবেই রেকর্ড, চ্যাম্পিয়ন হয়ে কলকাতা লিগের প্রিমিয়ার ডিভিশনে ইউনাইটেড কলকাতা স্পোর্টস ক্লাব...

আবির্ভাবেই রেকর্ড, চ্যাম্পিয়ন হয়ে কলকাতা লিগের প্রিমিয়ার ডিভিশনে ইউনাইটেড কলকাতা স্পোর্টস ক্লাব...

কলকাতা ফুটবলের আকাশে নতুন নাম ইউকেএসসি

এই আম্পায়ার মাঠে থাকলেই কপাল খারাপ ভারতের! প্রকাশ্যে পারথ টেস্টের আম্পায়ার এবং ধারাভাষ্যকারদের তালিকা...

পারথে অগ্নিপরীক্ষা, কপিলের উদাহরণ দিয়ে বুমরাকে তাতালেন বিশ্বজয়ী দলের সদস্য...

মুম্বই-আহমেদাবাদ নয়, ২০৩৬ অলিম্পিকের ভেন্যু হওয়ার দৌড়ে এগিয়ে এই দুই শহর ...

ভারতীয় ক্রিকেটের ব্যাড বয়ের জন্য নিলামে ঝাঁপাতে পারে একাধিক দল, ২০ কোটিতে বিকোতে পারেন তারকা ...

কেরিয়ার প্রায় শেষ করে দিয়েছিলেন রিঙ্কু, সেই যশকেই পাঠানো হল পারথে, কিন্তু কেন? ...

টেনশনের ম্যাচে চীনকে হারাল ভারত, তৃতীয়বার এশিয়াসেরা ভারতের মেয়েরা ...





রবিবার অনলাইন

সোশ্যাল মিডিয়া



11 24