বুধবার ০৫ ফেব্রুয়ারী ২০২৫
সম্পূর্ণ খবর
KM | ১৪ নভেম্বর ২০২৪ ১৭ : ২৬Krishanu Mazumder
আজকাল ওয়েবডেস্ক: চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে তৈরি হয়েছে ঘোর অনিশ্চয়তা। পাক মুলুকে গিয়ে রোহিত শর্মাদের চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার ব্যাপারে ভারত সরকার এখনও অনুমতি দেয়নি। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড জানিয়ে দিয়েছে, পাকিস্তানের মাটিতে গিয়ে খেলবে না ভারতীয় দল। চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে যুযুধান ভারত ও পাকিস্তান। চ্যাম্পিয়ন্স ট্রফির ভবিষ্যৎ নিয়েই এখন ঘোর অনিশ্চয়তা তৈরি হয়েছে। এর মধ্যেই একটি ভিডিও প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল যেখানে পাকিস্তানকেই আয়োজক হিসেবে দেখানো হয়েছে।
দেড় মিনিটের সেই প্রোমোতে পুরুষ ও মহিলা দলের প্রতিদ্বন্দ্বিতার কথা বলা হয়েছে। পুরুষদের ক্ষেত্রে আটটি দেশ অংশ নেবে। অন্যদিকে মহিলাদের ৬টি দেশ খেলবে। পুরুষদের টুর্নামেন্ট ওয়ানডে ফরম্যাটের হবে। মহিলাদের ক্ষেত্রে হবে টি-টোয়েন্টি। ওই প্রোমোতেই দেখানো হয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক দেশ পাকিস্তান। সে দেশের ক্রিকেটের ঐতিহ্যও তুলে ধরা হয়েছে। লাহোরের শাহি কিলা এবং পাকিস্তানের ট্রাক আর্ট তুলে ধরা হয়েছে ভিডিওয়।
এই ভিডিও দেখার পরই ক্রিকেটপ্রেমীদের উপলব্ধি, আইসিসি শেষ পর্যন্ত পাকিস্তানের মাটিতেই চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজন করবে। যদিও এ বিষয়ে এখনও নিশ্চিত ভাবে কিছু জানানো হয়নি। সরকারি ভাবে ঘোষণা করাও হয়নি চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক দেশ পাকিস্তান।
কিন্তু ভারত যে আগেই জানিয়ে দিয়েছে পাকিস্তানের মাটিতে গিয়ে তারা খেলবে না। ভারত যদি না যায়, তাহলে সাত দেশকে নিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি হওয়ার কথা। কিন্তু প্রোমোতে দেওয়া হয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফি হবে আট দেশের। ফলে ক্রিকেটপাগলরা মনে করছেন, এই প্রোমো আগেই তৈরি করা হয়েছে।
এদিকে সূত্রের খবর, চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে পাকিস্তান যদি সুর নরম না করে তা হলে আইসিসির অনুদান থেকে বঞ্চিত হতে পারে পিসিবি। আর পাকিস্তান যদি টুর্নামেন্ট থেকে নাম তুলে নেয় বা টুর্নামেন্ট অন্য কোনও দেশে চলে যায়, সেক্ষেত্রে হোস্টিং রাইটস হিসেবে পিসিবির যে টাকা পাওয়ার কথা তা পাবে না। সেই অঙ্কটা প্রায় ৫০ কোটি টাকার উপরে। চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করার জন্য নতুনভাবে সাজিয়ে তোলা হয়েছে করাচি, রাওয়ালপিন্ডি ও লাহোরকে। তার জন্য ভাল টাকা খরচ হয়েছে। তাই পাকিস্তান থেকে টুর্নামেন্ট সরে গেলে বিরাট ক্ষতির মুখে পড়বে পিসিবি।
##Aajkaalonline##ICC##Champions Trophy##Pakistan
বিশেষ খবর
নানান খবর
নানান খবর
অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে দুরন্ত পারফরম্যান্স, তৃষাকে ১ কোটি টাকা আর্থিক পুরস্কার তেলেঙ্গানা মুখ্যমন্ত্রীর ...
চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতির জন্য ভারত সিরিজের থেকে ভাল কিছু হতে পারে না, দাবি বাটলারের...
'আমি হার্দিক পাণ্ডিয়ার জন্য খেলি না, আমি দেশের...', একথা কেন বললেন পাণ্ডিয়া? ...
বিমানেই তুমুল ঝগড়া শচীন ও ম্যাকগ্রাথের, জানুন আসল কারণ ...
নেটে পুরোনো রো-কো জুটির ঝলক, কাল থেকে চ্যাম্পিয়ন্স ট্রফির মহড়া শুরু ভারতের...
সোশ্যাল মিডিয়া কাঁপাচ্ছে রিঙ্কু সিংয়ের বোন, ফলোয়ারের সংখ্যা শুনলে চমকে যাবেন...
চ্যাম্পিয়ন্স ট্রফিতে আনফিট বুমরাকে খেলানো নিয়ে আগাম সতর্কবাণী শাস্ত্রীর...
বিশ্বক্রিকেটকে শাসন করছে ভারত, বিরাট সার্টিফিকেট প্রাক্তন তারকার...
ভারতের বিরুদ্ধে প্রথম দুই একদিনের ম্যাচে অনিশ্চিত ইংল্যান্ডের উঠতি তারকা...
এ কী কাণ্ড! ভারতীয় দলের অতি গুরুত্বপূর্ণ সদস্যকে হোটেলে ঢুকতে বাধা পুলিশের, দেখুন ভাইরাল সেই ভিডিও ...
পিসিবির চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতিতে সন্তুষ্ট আইসিসি, ত্রিদেশীয় সিরিজের পর হস্তান্তর করা হবে স্টেডিয়াম...
সূর্য ও সঞ্জু বারবার ব্যর্থ, সাফল্যের দাওয়াই দিলেন অশ্বিন...
বুমরা দুঃস্বপ্ন এখনও যায়নি মার্শের, কেন? অজি তারকা যা বললেন... ...
২৪ ঘণ্টারও কম সময়ে দু’দেশের মাঠে খেলতে নেমে পড়লেন কেকেআর অলরাউন্ডার, কীভাবে সম্ভব হল?...
পক্ষপাতিত্ব ও দুর্নীতির পুরনো দিনে ফিরছে আইসিসি, কনকাশন সাব নিয়ে বিস্ফোরক ম্যাচ রেফারি...