শনিবার ২১ ডিসেম্বর ২০২৪

সম্পূর্ণ খবর

রাজ্য | টুনি লাইট চোর সন্দেহে যুবককে বেধড়ক মার, হাসপাতালে মৃত্যু, কাঠগড়ায় প্রভাবশালী প্রোমোটার

Kaushik Roy | ১২ নভেম্বর ২০২৪ ১১ : ৫৯Kaushik Roy


আজকাল ওয়েবডেস্ক: টুনি লাইট চোর সন্দেহে যুবককে পিটিয়ে মারার অভিযোগ উঠল প্রভাবশালী প্রোমোটারের বিরুদ্ধে। সোমবার রাতে ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার নৈহাটির চাঁদুয়া এলাকায়। পুলিশ জানিয়েছে, মৃত যুবকের নাম সুরাজ চৌধুরী (২৩)। তাঁর বাড়ির ওই এলাকাতেই। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সুরাজ নির্মীয়মাণ বাড়ির কংক্রিটের ঢালাই চিপিংয়ের কাজ করতেন। রাতে স্থানীয় একটি আবাসনে তিনি নৈশপ্রহরীর কাজও করতেন।

 

 

আবাসনের বাসিন্দারা কালীপুজোর সময় টুনি লাইট দিয়ে বাড়ি সাজিয়েছিলেন। কয়েকদিন আগে সেখান থেকে বেশ কিছু টুনি লাইট চুরি যায়। বাসিন্দারা সেই চুরির ব্যাপারে সুরাজকেই সন্দেহ করেন। টুনি লাইট চোর সন্দেহে সোমবার রাতে স্থানীয় প্রভাবশালী এক প্রোমোটার সুরাজকে বাড়ি থেকে মোটরবাইকে করে তুলে নিয়ে যান। তাঁর সঙ্গে আরও লোকজন ছিলেন। তারপর থেকে সুরাজের আর কোনও খোঁজ পাওয়া যায়নি। গভীর রাতে প্রোমোটারের লোকজন সুরাজকে বাড়ির সামনে ফেলে রেখে চলে যান।

 

 

পরিবারের সদস্যরা তড়িঘড়ি তাঁকে কল্যাণী জওহরলাল নেহেরু মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। মৃত সুরাজের মামা কানাই তিওয়ারি বলেন, 'প্রোমোটার লোকজন নিয়ে এসে ভাগ্নেকে মোটরবাইকে তুলে নিয়ে চলে গিয়েছিলেন। তারপর কী হয়েছে, তা জানি না। পরে তাঁরা বাড়ির সামনে ভাগ্নেকে ফেলে রেখে চলে যান।

 


ভাগ্নে অচেতন হয়ে পড়েছিল। তার সারা গায়ে মারধরের চিহ্ন ছিল। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেছেন। আমরা ওই প্রোমোটারের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।'  পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত সুরাজের পরিবারের লোকেরা থানায় খুনের অভিযোগ দায়ের করেছেন। ঘটনায় জড়িত সন্দেহে ইতিমধ্যে কয়েকজনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করে কারা ওই যুবককে পিটিয়ে মারল, তা জানার চেষ্টা চলছে।


#Local News#WB News#North 24 Parganas



বিশেষ খবর

নানান খবর

নানান খবর

মাত্র ৪ ঘণ্টায় উদ্ধার অপহৃত নাবালিকা, দুষ্কৃতীদের গ্রেপ্তার পুলিশের ...

ছাত্রদের চুলে লাল-নীল রং, কিম্ভূতকিমাকার ছাঁট, প্রতিকারে ক্ষৌরকারদের শরণাপন্ন স্কুল কর্তৃপক্ষ ...

মৌসুনি দ্বীপে আগুন, পুড়ে ছাই বহু কটেজ, কোনও মতে প্রাণে বাঁচলেন পর্যটকেরা...

আচমকাই নেমে এল ধস, সিকিমের পর্যটন নিয়ে বড় খবর ...

পাস্তায় পিরিয়ডিক টেবিল লিখে চমক! ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নাম কোন্নগরের সৌমদ্বীপের...

রাজ্য-ডিভিসি বিবাদেই কি সঙ্কট! চাষের জল পাচ্ছেন না পূর্ব বর্ধমানের কৃষকরা...

ইএসআই হাসপাতালে চন্দ্রবোড়ার উপদ্রব! আতঙ্কে রোগী এবং রোগীর পরিজন, ডাক পড়ল বিশেষজ্ঞের...

স্ত্রীর সঙ্গে পরিকল্পনা করেই প্রেমিকার খুনের সুপারি দিয়েছিল সেনাকর্মী...

কানের দুল ছিনতাইয়ে বাধা, বৃদ্ধাকে একা পেয়ে কুপিয়ে খুন করল প্রতিবেশী...

হতে পারেন লেপার্ড বা বাইসনের মুখোমুখি, জঙ্গল সাফারিতে নতুন নিয়ম গরুমারায় ...

মোবাইলে কথা বলছিলেন পড়ুয়া, হঠাৎই পিঠে বাঘের থাপ্পড়, তারপর?...

স্ট্রোক হলে আর রেফার নয়, স্থানীয় হাসপাতালেই রাজ্যের মানুষ পাবেন বিশ্বমানের চিকিৎসা, নয়া উদ্যোগ স্বাস্থ্য ভবনের...

সুন্দরবনে বেড়াতে গিয়ে ঘটল বিপত্তি, মাতলার জলে পড়ে নিখোঁজ পর্যটক...

পানাগড়ের সেনা ছাউনিতে সন্দেহভাজন যুবক গ্রেপ্তার! জঙ্গি যোগ? তদন্তে পুলিশ...

বৃহস্পতিবার রাতেই চিকেন'স নেকে অমিত শাহ, যাবেন বাংলাদেশ সীমান্তের রাণিডাঙায়...





রবিবার অনলাইন

সোশ্যাল মিডিয়া



11 24