শুক্রবার ২৭ ডিসেম্বর ২০২৪
সম্পূর্ণ খবর
দেবস্মিতা | ০৬ নভেম্বর ২০২৪ ১৫ : ৩১Debosmita Mondal
আজকাল ওয়েবডেস্ক: অবশেষে মুর্শিদাবাদের ফরাক্কা ব্লকের বিস্তীর্ণ অঞ্চলের মানুষের পানীয় জলের সমস্যার সুরাহা হতে চলেছে। প্রায় ১৫০ কোটি টাকা ব্যয়ে বুধবার রাজ্য সরকারের তরফ থেকে ফরাক্কা ব্লকের বেওয়া-১ অঞ্চলে একটি পানীয় জল প্রকল্পের শিলান্যাস করা হল। আজকের অনুষ্ঠানে হাজির ছিলেন স্থানীয় বিধায়ক মনিরুল ইসলাম, সাগরদিঘির বিষয়ক বাইরন বিশ্বাস, ফারাক্কা পঞ্চায়েত সমিতির সভাপতি নিলুফা ইয়াসমিন সহ তৃণমূল কংগ্রেসের একাধিক নেতা-নেত্রী।
পিএইচই দপ্তর সূত্র জানা গিয়েছে, এই প্রকল্পের কাজ শেষ হলে ফরাক্কাতে ফিডার ক্যানেলের পশ্চিম পাড়ের প্রায় ২৫ হাজার পরিবারের ১.৩০ লক্ষ মানুষ উপকৃত হবেন। আগামী দু'বছরের মধ্যে এই প্রকল্পের কাজ শেষ করে বাড়িতে বিশুদ্ধ পানীয় জল পৌঁছে দেওয়ার লক্ষ্য রাখা হয়েছে। প্রকল্পের কাজ শেষ হলে ২০৫১ পর্যন্ত ওই এলাকার মানুষদের পানীয় জলের সঙ্কট হবে না বলে সংশ্লিষ্ট দপ্তরের তরফে জানানো হয়েছে।
তৃণমূল বিধায়ক মনিরুল ইসলাম বলেন, "এই প্রকল্পের কাজ শেষ করার জন্য প্রথম পর্যায়ে রাজ্য সরকারের তরফ থেকে ৮২ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। প্রকল্পের জন্য রাজ্য সরকার মোট ১৫০ কোটি টাকার বেশি বরাদ্দ করেছে।" তিনি জানান, "২০২৫ সালের ডিসেম্বর মাসের আগেই এই প্রকল্পের কাজ শেষ করার লক্ষ্যমাত্রা রাখা হয়েছে। প্রকল্পের মাধ্যমে পাইপলাইনের সাহায্যে বেওয়া-১, বেওয়া-২, বাহাদুরপুর গ্রামপঞ্চায়েত ছাড়াও ইমামনগর এবং বেনিয়াগ্রাম পঞ্চায়েতের বেশ কিছুটা এলাকায় বিশুদ্ধ পানীয় জল পৌঁছে যাবে। এর ফলে ফারাক্কার ফিডার ক্যানেলের পশ্চিমপাড়ের মানুষদের দীর্ঘদিনের জল সঙ্কট দূর হতে চলেছে।
প্রশাসনের তরফে জানানো হয়েছে, এই প্রকল্পে বেওয়া এলাকায় একটি জল শোধনাগার ছাড়াও বিভিন্ন জায়গায় সাতটি 'ওভারহেড রিজার্ভার' এবং একটি গুমানি নদীর উপর 'ইনটেক ট্যাঙ্ক' তৈরি করা হবে। প্রকল্পের কাজ শেষ হয়ে যাওয়ার পর 'ওভারহেড রিজার্ভার' গুলো থেকে বাড়ি বাড়ি জল পৌঁছে দেওয়া হবে। তৃণমূল বিধায়ক মনিরুল ইসলাম বলেন, "ফারাক্কা ফিডার ক্যানেলে পশ্চিম পাড়ের বিস্তীর্ণ অংশে পাথুরে জমি থাকার কারণে এখানে সহজে 'বোরিং' করে জল পাওয়া সম্ভব নয়। সেই কারণেই গুমানী নদীর প্রবাহিত জলকে শোধন করে বাড়ি পৌঁছে দেওয়ার উদ্যোগ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে রাজ্য সরকার নিয়েছে।"
বিধায়ক আজ এলাকাবাসীকে সতর্ক করে দিয়ে বলেন, "মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে বহু কোটি টাকার এই জল প্রকল্পের কাজ করার জন্য কলকাতা থেকে একজন কন্ট্রাক্টটর নিযুক্ত হয়েছেন। এই কনট্রাক্টরকে যাতে চাঁদা বা অন্য কোনও জুলুমবাজির শিকার হতে না হয় তা সকলকে সুনিশ্চিত করতে হবে। কন্ট্রাক্টরের কাছে কেউ 'অন্যায় আবদার' করলে পুলিশ-প্রশাসনকে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য বলব।"
#Drinking water#Farakka
বিশেষ খবর
নানান খবর
নানান খবর
এক ওভারে পরপর তিনটি ছয়, রাগে ব্যাটসম্যানকে খুনের চেষ্টা...
জঙ্গল থেকে বেরিয়ে লোকালয়ে হানা, নেকড়ের কামড়ের শিকার ১৫ জন, উত্তেজিত জনতা...
কালনায় ভয়াবহ দুর্ঘটনা, প্রাণ গেল তিন জনের, গুরুতর আহত এক...
মাদক মিশিয়ে প্রেমিকাকে ধর্ষণের অভিযোগ ডাক্তারের বিরুদ্ধে, আগাম জামিন চাইতে গিয়ে জুটলো জেল ...
অভিষেক ব্যানার্জির নাম করে কালনার পুর-চেয়ারম্যানকে ফোনে হুমকি! ৫ লাখ দাবি, গ্রেফতার ৩ ...
কেমন আছেন স্নাতকোত্তর চিকিৎসকরা? খোঁজ নিতে হাসপাতালে জাতীয় মানবাধিকার কমিশনের প্রতিনিধি ...
নিজের বন্দুক দিয়ে মাথায় গুলি করে আত্মঘাতী বিএসএফ জওয়ান, মাথাভাঙার ঘটনা...
বর্ষ শেষে দু'দিন বন্ধ থাকবে যশোর রোড, ভোগান্তির আশঙ্কা...
মুর্শিদাবাদে রেল লাইনে 'নাশকতার' ছক! ধৃত ২ যুবক ...
বড়দিনের রাতে বেপরোয়া গাড়ি, দোকান ভেঙে পরপর ধাক্কা বাইক-সাইকেলে, গতির বলি দুই...
আদিবাসী সংস্কৃতিকে তুলে ধরতে ফ্যাশন শো, র্যাম্পে হাঁটলেন রাজ্যের মন্ত্রী জ্যোৎস্না মান্ডি...
বড়দিনে ছাড়িয়ে গেল এবছরের সব রেকর্ড, আলিপুর থেকে দার্জিলিংয়ের চিড়িয়াখানা, কত ভিড় হল জানেন?...
বড়দিনে ঘরে মোবাইল ফোনের সঙ্গে নয়, সময় কাটুক মাঠে ,অভিনব উদ্যোগ তৃণমূল বিধায়কের ...
অশান্তি-উত্তেজনার মাঝেই বড়দিনের শুভেচ্ছা বিনিময় ভারত-বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনীর...
বড়দিনের ‘উপহার’ নিতে গিয়ে প্রৌঢ়ের হাতে ধর্ষিতা নাবালিকা...
মুর্শিদাবাদ ভাগের দাবি, এবার সুর চড়াচ্ছে অরাজনৈতিক সংগঠন...
আমাদের স্কুলে কেন পাঠাচ্ছেন না? ছাত্রী সংখ্যা কমে যাওয়ায় বাড়ি বাড়ি গিয়ে প্রশ্ন শিক্ষিকাদের ...
বন দপ্তরের দেওয়া টোপ নয়, জিনাতের পছন্দ গ্রামের পোষা ছাগল ...
চুঁচুড়ায় টেনিস কোর্টের উদ্বোধন, খেলোয়াড়দের জন্য রয়েছে একাধিক সুব্যবস্থা ...